অভিজ্ঞতা নাকি তরুণ্য? দল বেছে নেওয়ার সময় কাকে প্রাধান্য দেওয়া দরকার, সে নিয়ে ক্রিকেটের ময়দানে বিতর্ক নতুন কিছু নয়। নয়া এক অধ্যায় শুরু হয়েছে ভারতীয় দলে। শিভম মাভি, অর্শদীপ সিং, উমরান মালিকদের মত অনেক তরুণ প্রতিভা বল হাতে দেশের জার্সিতে নিজেদের মেলে ধরছেন সাফল্যের সঙ্গে। বিশেষ করে পাদপ্রদীপের আলোয় রয়েছেন জম্মু-কাশ্মীরের উমরান (Umran Malik)। ভারতের […]