t20-wc-is-a-huge-test-for-rohit-sharma

দীর্ঘ সময় অবসানের পর আজ শেষমেষ প্রকাশিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড (T20 World Cup 2024)। বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ্যে আসতেই শুরু হলো সমালোচনা, তবে এবার ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) উপর ভক্তরা তুললো প্রশ্ন। আইপিএলে ফর্মে থাকা এক প্লেয়ারকে দলে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও জাতীয় দলে দিলেন না সুযোগ।

এই খেলোয়াড়কে ধোকা দিলেন রোহিত

এই খেলোয়াড়কে ধোকা দিলো রোহিত শর্মা, বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়ে দিলো 'বাবা জি কা ঘন্টা' !! 1

প্রসঙ্গত, বিশ্বকাপ (T20 World Cup 2024) স্কোয়াডে সুযোগ পেলেন না দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যদিও চলতি আইপিএল সিজনে দীনেশ কার্তিকের সঙ্গে ‘বিশ্বকাপ’ নিয়ে মজা করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এর বিরুদ্ধে খেলার সময় ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা দীনেশ কার্তিকের উদ্দেশ্যে বিশ্বকাপ নিয়ে মজা করতে শুরু করেন। মূলত T20 বিশ্বকাপের আগে আইপিএল সিজনে দুর্দান্ত ফর্মে থাকেন দীনেশ কার্তিক।

Read More: “জয় শাহের MMS আছে ওর কাছে…” টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে হার্দিক ! মেনে নিতে পারছেন না নেটজনতা !!

ঠিক তেমনই এই বছরেও তিনি একই ধরনের পারফরমেন্স দেখাচ্ছেন, যে কারণে রোহিত দীনেশ কার্তিকের কাছে এসে মজার ছলে বলেন, “তোমার মাথায় বিশ্বকাপ ঘুরছে, বিশ্বকাপের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছো” যদিও দীনেশের থেকে কোনোরকম উত্তর সেদিন পাওয়া যায়নি। এরপর রোহিত একটি ইন্টারভিউতে মহেন্দ্র সিং ধোনি এবং দীনেশ কার্তিককে নিয়ে একটি বড় বয়ান দিয়েছিলেন। চলতি আইপিএলে এই দুই উইকেট রক্ষক ব্যাটসম্যান দুর্দান্ত ছন্দে রয়েছেন।

সেই কথা মাথায় রেখে রোহিত শর্মা মন্তব্য করে বলেছিলেন, “আইপিএলে এমএস ধোনি বেশ ভালোই খেলছেন। তার বানানো শেষ ওভারে রান গুলি জয় ও হারের পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে। তবে বিশ্বকাপের জন্য তাকে বোঝানো খুবই কঠিন, তিনি আমেরিকাতে যাবেন তবে গলফ খেলার জন্য। অন্যদিকে দীনেশ কার্তিককে সহজেই বোঝানো যাবে।

দীনেশ কার্তিকের সঙ্গে বেইমানি করলেন কার্তিক

Dinesh Karthik, t20 world cup 2024
Dinesh Karthik | Image: Getty Images

রোহিতের এই কথায় স্পষ্ট বোঝা গিয়েছিল তিনি দীনেশ কার্তিককে দলে চান। তবে হঠাৎ করেই আজকে স্কোয়াড প্রকাশ্যে আসতেই দীনেশ কার্তিকের নাম দেখা গেল না স্কোয়াডে। এমনকি রিজার্ভ প্লেয়ারদের তালিকা দীনেশের নাম যায়নি দেখা, এক কথায় দীনেশকে ‘বাবাজি কা ঘন্টা’ দেখালেন রোহিত শর্মা। T20 বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)।

Read More: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *