fans-not-happy-to-see-hardik-in-t20-wc

সংবাদমাধ্যম সূত্রে খবর ছিলো যে ১ মে’র মধ্যেই প্রকাশিত হবে ভারতের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দল। ডেডলাইনের এক দিন আগেই ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করে দিলো অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপের মত সাংবাদিক সম্মেলন করে নয় বরং সোশ্যাল মিডিয়া পোস্টেই বিসিসিআই জানিয়ে দিয়েছে কারা জায়গা করে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে। মূল স্কোয়াডের পনেরোজনের পাশাপাশি ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে। প্রত্যাশামতই অধিনায়ক হিসেবে নাম রয়েছে রোহিত শর্মা’র। প্রাথমিক টালবাহানার পর দলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলিও।

Read More: “যোগ্যতা নয়, দোস্তি-ইয়ারিই আসল…” টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে সিরাজকে দেখে ক্ষিপ্ত নেটজনতা !!

তারুণ্যে ভরপুর দলে সিনিয়র সদস্য হিসেবে সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজারা রয়েছেন। তাঁদের নির্বাচনে বিশেষ রিরূপ মন্তব্য না এলেও পনেরো জনের মধ্যে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম দেখে বিরক্তি গোপন করতে পারেন নি টিম ইন্ডিয়ার সমর্থকেরা। এমনিতেই আইপিএলে রোহিত শর্মা’কে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হয়েছেন হার্দিক। যার ফলে নেটিজেনদের একটা বড় অংশের বিরাগভাজন তিনি। মাঠে রোজই কটাক্ষ, কটূক্তির বাণ ধেয়ে আসছে তাঁর দিকে। তার সাথে তারকা অলরাউন্ডারের সাম্প্রতিক অফ ফর্ম যুক্ত হয়ে নেটজনতার মধ্যে এক হার্দিক বিরোধী মানসিকতার জন্ম দিয়েছে। আজকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণার পর এক্স প্ল্যাটফর্মে চোখ রাখলেই ঠাহর করা যাচ্ছে তা।

চলতি আইপিএলে এখনও অবধি ৯ ম্যাচে ২৪.৬৩ গড়ে ১৯৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বল হাতে পারফর্ম্যান্স আরও শোচনীয়। পেয়েছেন কেবল ৯ উইকেট। বোলিং গড় ৫৬.৭৫। ইকোনমি রেট ১১.৯৫। নেটদুনিয়ার অভিযোগ এহেন পরিসংখ্যানের পর যাঁর স্কোয়াডে সুযোগ পাওয়ারই কথা নয়, তাঁকে কোন যুক্তিতে সহ-অধিনায়কত্বের মত গুরুদায়িত্ব দেওয়া হতে পারে? অজিত আগরকার-সহ নির্বাচকদের একহাত নিয়েছেন অনেকেই। কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন হার্দিক নিজেও। ‘ব্যাটিং পারে না, বোলিং পারে না। তাও নাকি দলের সহ-অধিনায়ক!’ শ্লেষের শেল ছুঁড়েছেন এক নেটিজেন। ‘মুম্বই ইন্ডিয়ান্সকে যেমন ডুবিয়েছে তেমনি ভারতকেও ডোবাবে’ লিখেছেন আরও একজন। ‘যোগ্যতা অনুযায়ী নির্বাচন এখানে কোনো দিনই হয় না। আশাহত’ মন্তব্য আরও এক নেট নাগরিকের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *