TOP 5: ভারতে জন্মে ভুল করেছে এই ৫ ক্রিকেটার, নয়তো খেলতো এবারের T20 বিশ্বকাপ !!

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), আর এই আইপিএল শেষ না হতেই শুরু হয়ে যাবে T20 ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় দল ৩০ এপ্রিল আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড প্রকাশ করেছে, যে স্কোয়াড ঘোষণা করার পর সমাজ মাধ্যমে রিতিমতন ট্রোলের মুখোমুখি হয়েছে ভারতীয় নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল মোট ১৫ জন […]

ভারত জাতীয় ক্রিকেট দল (Indian National Cricket Team)

ভারত জাতীয় ক্রিকেট দল (Indian National Cricket Team) হলো অন্যতম জনপ্রিয় একটি দল, বিশ্ব ক্রিকেটে বিগত কয়েক দশক ধরে বেশ নাম কামিয়েছে দলটি। ভারত জাতীয় ক্রিকেট দল ২৫ জুন ১৯৩২ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল। ষষ্ঠ দেশ হিসাবে এই স্বীকৃতি পেয়েছিলো ভারত। ভারতের প্রথম টেস্ট জয়টি এসেছিলো দীর্ঘ ২০ বছর পর। ১৯৫২ সালে প্রথম টেস্ট জয় আসে ভারতের, এমনকি ৫০ বছর ধরে ১৯৬ টেস্ট খেলে মাত্র ৩৫টি জয় এসেছিলো ভারতের খাতায়। ৭০’এর দশকে ভারতে একইসাথে সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ দের মতন প্লেয়ারদের জন্য ভারতীয় ক্রিকেটে কিছুটা উন্নতি আসে। 

আসতে আসতে ১৯৭৪ সালে প্রথম ওডিআই ম্যাচ খেলতে দেখা যায় ভারতকে এবং ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে দলটি। ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটের রূপ রেখা একেবারে বদলে গিয়েছিলো। ভারতের পুরুষ জাতীয় ক্রিকেট দল পাঁচটি বড় আইসিসি টুর্নামেন্ট জিতেছে, দুইবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে (১৯৮৩ ও ২০১১), আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ একবার (২০০৭ ) এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুইবার (২০০২ও ২০১৩ ) জিতে বিশ্ব ক্রিকেটে প্রচুর খ্যাতি অর্জন করে। বর্তমানে ভারতীয় দল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি ভারত ক্রিকেট বোর্ড (BCCI) হলো বিশ্বের সবথেকে ধনী বোর্ড। 

ভারত জাতীয় ক্রিকেট দল (INDIA National Cricket Bio)

পূর্ণ নাম ভারতীয় জাতীয় ক্রিকেট দল
ডাক নাম টিম ইন্ডিয়া, মেন ইন ব্লু
প্রতিষ্ঠা ১৯২৬
নিয়ামক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
সভাপতি রজার বিনি
প্রধান কোচ রাহুল দ্রাবিড়
ক্যাপ্টেন রোহিত শর্মা
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট: BCCI.tv
ফেসবুক: Indian Cricket Team
ইনস্টাগ্রাম: Indian Cricket Team
টুইটার(X): BCCI
ইমেল  [email protected]
বিসিসিআইয়ের ঠিকানা ক্রিকেট সেন্টার, ২য় তলা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ‘ডি’ রোড, চার্চগেট, মুম্বাই ৪০০০২০, ভারত

যোগাযোগের নম্বর:- + (৯১) ২২ ২২৮৯ ৮৮০০ 

অধিনায়ক  রোহিত শর্মা
সহ অধিনায়ক  হার্দিক পান্ডিয়া (ওডিআই/টি টোয়েন্টি), জসপ্রীত বুমরাহ (টেস্ট)
প্রধান কোচ  রাহুল দ্রাবিড়
বোলিং কোচ  পরস মামব্রে
ব্যাটিং কোচ  বিক্রম রাঠোর
ফিল্ডিং কোচ  টি দিলীপ
ফিজিও  নীতিন প্যাটেল
স্পন্সর IDFC ফার্স্ট ব্যাঙ্ক, ড্রিম 11, অ্যাডিডাস, এসবিআই লাইফ, ক্যাম্পা, অ্যাটমবার্গ, স্পোর্টস18, জিওসিনেমা
বার্ষিক ইনকাম (২০২৩-২৪) ₹১৬,৮৭৫ কোটি

ভারত জাতীয় দলের ইতিহাস (India National Cricket Team History)

  • ভারত জাতীয় ক্রিকেট দল ২৫ জুন ১৯৩২ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল।


  •  ১৯৫২ সালে প্রথম টেস্ট জয় আসে ভারতের, এমনকি ৫০ বছর ধরে ১৯৬ টেস্ট খেলে মাত্র ৩৫টি জয় এসেছিলো ভারতের খাতায়।
  • প্রথম দুই বিশকাপে চূড়ান্ত ব্যার্থতার পর, ১৯৮৩ সালের বিশ্বকাপে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া এবং শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে প্রথম বিশ্বকাপ জয় করে ভারত।

বর্তমান ভারত স্কোয়াড (Current INDIA National Cricket Team Squad in Bengali)-

ভারত জাতীয় ক্রিকেট ওডিআই স্কোয়াড (INDIA National Cricket ODI Squad)

খেলোয়াড়ের নাম ভূমিকা জার্সি নম্বর 
রোহিত শর্মা ব্যাটসম্যান ৪৫
বিরাট কোহলি ব্যাটসম্যান ১৮
কেএল রাহুল উইকেটকিপার ব্যাটসম্যান
শুভমান গিল ব্যাটসম্যান ৭৭
ঋতুরাজ গাইকোয়ার্ড ব্যাটসম্যান ৩১
শ্রেয়স আইয়ার ব্যাটসম্যান ৯৬
তিলক ভার্মা ব্যাটসম্যান
ওয়াসিংটন সুন্দর অলরাউন্ডার
অক্ষর প্যাটেল অলরাউন্ডার
রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার
রজত পরিদার ব্যাটসম্যান ১৭
সাই সুদর্শন ব্যাটসম্যান ৬৬
সঞ্জু স্যামসন উইকেটকিপার ব্যাটসম্যান
রিঙ্কু সিংহ ব্যাটসম্যান ৩৬
অর্ষদীপ সিং বোলার
আবেশ খান বোলার ৬৫
কুলদীপ যাদব বোলার ২৩
মুকেশ কুমার বোলার ৪৯
ঈশান কিষান উইকেটকিপার ব্যাটসম্যান ৩২
রবিচন্দ্রন অশ্বিন অলরাউন্ডার ৯৯
হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার ৩৩
প্রসিদ্ধ কৃষ্ণ বোলার ৪৩
মোহম্মদ শামি বোলার ১১
জসপ্রীত বুমরাহ বোলার ৯৩
জয়দেব উনাদকাট বোলার ৯১
শার্দূল ঠাকুর অলরাউন্ডার ৫৪
সূর্যকুমার যাদব ব্যাটসম্যান ৬৩
মোহম্মদ সিরাজ বোলার ৭৩
উমরান মালিক বোলার ২১

ভারত জাতীয় ক্রিকেট টি-টোয়েন্টি স্কোয়াড (INDIA National Cricket T-20 Squad)

খেলোয়াড়ের নাম ভূমিকা জার্সি নম্বর 
রোহিত শর্মা ব্যাটসম্যান ৪৫
বিরাট কোহলি ব্যাটসম্যান ১৮
অক্ষর প্যাটেল অলরাউন্ডার
অর্ষদীপ সিং বোলার
মুকেশ কুমার বোলার ৪৯
হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার ৩৩
শুভমান গিল ব্যাটসম্যান ৭৭
কুলদীপ যাদব বোলার ২৩
রবি বিষ্ণু  বোলার ৫৬
যশস্বী জয়সওয়াল  ব্যাটসম্যান ২৩
আবেশ খান বোলার ৬৫
তিলক ভার্মা ব্যাটসম্যান
রিঙ্কু সিংহ ব্যাটসম্যান ৩৬
জিতেশ শর্মা  উইকেটকিপার ব্যাটসম্যান
সঞ্জু স্যামসন উইকেটকিপার ব্যাটসম্যান
শিবম দুবে  অলরাউন্ডার ৭০
ওয়াসিংটন সুন্দর অলরাউন্ডার
জুজুভেন্দ্র চাহাল  বোলার
দীপক চাহার  বোলার ৯০
ঋতুরাজ গাইকোয়ার্ড ব্যাটসম্যান ৩১
জসপ্রীত বুমরাহ বোলার ৯৩
মোহম্মদ সিরাজ বোলার ৭৩
উমরান মালিক বোলার ২১
ঈশান কিষান উইকেটকিপার ব্যাটসম্যান ৩২
সূর্যকুমার যাদব ব্যাটসম্যান ৬৩
সাই কিশোর  বোলার
প্রসিদ্ধ কৃষ্ণ বোলার ৪৩
রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার
শ্রেয়স আইয়ার ব্যাটসম্যান ৯৬

ভারত জাতীয় ক্রিকেট টেস্ট স্কোয়াড (INDIA National Cricket TEST Squad)

খেলোয়াড়ের নাম ভূমিকা জার্সি নম্বর 
রোহিত শর্মা ব্যাটসম্যান ৪৫
কেএল রাহুল উইকেটকিপার ব্যাটসম্যান
রবিচন্দ্রন অশ্বিন অলরাউন্ডার ৯৯
শিকর ভারত  উইকেটকিপার ব্যাটসম্যান ১৫
শ্রেয়স আইয়ার ব্যাটসম্যান ৯৬
ওয়াসিংটন সুন্দর অলরাউন্ডার
বিরাট কোহলি ব্যাটসম্যান ১৮
কুলদীপ যাদব বোলার ২৩
মোহম্মদ সিরাজ বোলার ৭৩
শুভমান গিল ব্যাটসম্যান ৭৭
জসপ্রীত বুমরাহ বোলার ৯৩
মুকেশ কুমার বোলার ৪৯
যশস্বী জয়সওয়াল  ব্যাটসম্যান ২৩
অক্ষর প্যাটেল অলরাউন্ডার
সরফরাজ খান  উইকেটকিপার ব্যাটসম্যান ৯৭
ধ্রুব জুয়েল  উইকেটকিপার ব্যাটসম্যান ১৬
রজত পরিদার ব্যাটসম্যান ১৭
আকাশদীপ  বোলার ৪১
ঈশান কিষান উইকেটকিপার ব্যাটসম্যান ৩২
ঈশান কিষান উইকেটকিপার ব্যাটসম্যান ৩২
চেতেশ্বর পূজারা  ব্যাটসম্যান ১৫
প্রসিদ্ধ কৃষ্ণ বোলার ৪৩
রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার
মোহম্মদ শামি বোলার ১১
শার্দূল ঠাকুর অলরাউন্ডার ৫৪
জয়দেব উনাদকাট বোলার ৯১
দেবদত্ত পাদিক্কাল  ব্যাটসম্যান  ৩৭

আইসিসি ইভেন্টে ভারতীয় ক্রিকেট দলের রেকর্ড (Indian National Cricket Team Records In ICC Event)

  • ১৯৮৩ সালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে ভারত প্রথম কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ ট্রফি জয় করেছিল। 
  • ২০০৩ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল ফাইনালে পৌঁছালেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় মঞ্চে ভারত ব্যার্থ হয়েছিল। 
  • ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসে এবং এমএস ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। 
  • ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে মেগা ফাইনালে পরাস্ত করে দীর্ঘ ২৮ বছর পর ভারত দ্বিতীয় বিশ্বকাপ জয় করে।
  • ২০০২ এবং ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল।
  • ২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ফাইনাল খেললেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল।
শিরোপা বিপক্ষ সাল
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা ২০০২
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তান ২০০৭
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শ্রীলঙ্কা ২০১১
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড ২০১৩

ভারতীয় প্লেয়ারদের রেকর্ড (Indian Players Records)

টেস্ট ক্রিকেটে শীর্ষ ৫ ব্যাটসম্যান (Most Runs In Test Cricket)

খেলোয়াড়ের নাম মোট সংগ্রহ গড়
শচীন টেন্ডুলকার ১৫,৯২১ ৫৩.৭৮
রাহুল দ্রাবিড় ১৩,২৮৮ ৫২.৬৩
সুনীল গাভাস্কার ১০,১২২ ৫১.১২
বিরাট কোহলি* ৮,৮৪৮ ৪৯.১৫
ভিভিএস লক্ষণ ৮,৭৮১ ৪৫.৯৭

টেস্ট ক্রিকেটে শীর্ষ ৫ বোলার (Most Wickets In Test Cricket)

খেলোয়াড়ের নাম মোট উইকেট গড়
অনিল কুম্বলে ৬১৯ ২৯.৬৫
রবিচন্দ্রন অশ্বিন ৫১৬ ২৩.৭৬
কপিল দেব ৪৩৪ ২৯.৬৪
হরভজন সিং ৪১৭ ৩২ ৪৬
ইশান্ত শর্মা ৩১১ ৩২.৪

ওডিআই ক্রিকেটে শীর্ষ ৫ (Most Runs In ODI Cricket)

খেলোয়াড়ের নাম  মোট রান গড়
শচীন টেন্ডুলকার ১৮,৪২৬ ৪৪.৮৩
বিরাট কোহলি ১৩,৮৪৮ ৫৮.৬৭
সৌরিভ গাঙ্গুলি ১১,২২১ ৪০.৯৫
রাহুল দ্রাবিড় ১০,৮৮৯ ৩৯.১৫
এমএস ধোনি ১০,৭৭৩ ৫০.৫৮

ওডিআই ক্রিকেটে শীর্ষ ৫ বোলার (Most Wickets In ODI Cricket)

খেলোয়াড় উইকেট গড়
অনিল কুম্বলে ৩৩৪ ৩০.৮৩
জাভাগল শ্রীনাথ ৩১৫ ২৮.০৮
অজিত আগারকার ২৮৮ ২৭.৮৫
জাহির খান ২৬৯ ৩০.১১
হরভজন সিংহ ২৬৫ ৩৩.৪৭

টি টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ ৫ ব্যাটসম্যান (Most Runs In T20Is )

খেলোয়াড়ের নাম মোট রান গড়
বিরাট কোহলি ৪,০৩৭ ৫২.৭৩
রোহিত শর্মা ৩,৯৭৪ ৩১.৩২
কেএল রাহুল ২,২৬৫ ৩৭.৭৫
সূর্যকুমার যাদব ২,১৪১ ৪৬.০২
শিখর ধাওয়ান ১,৭৫৯ ২৭.৯২

টি টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ ৫ উইকেট ( Most Wickets In T20Is Cricket)

খেলোয়াড়ের নাম মোট উইকেট গড়
জুজুভেন্দ্র চাহাল ৯৬ ২৫.০৯
ভুবনেশ্বর কুমার ৯০ ২৩.১
জসপ্রীত বুমরাহ ৭৪ ১৯.৬৬
হার্দিক পান্ডিয়া ৭৩ ২৬.৭১
রবিচন্দ্রন অশ্বিন ৭২ ২৩.২২

ভারতের বিখ্যাত কিছু স্টেডিয়াম (Major Stadiums Of India)

  • ইডেন গার্ডেন্স, কলকাতা 
  • ওয়ানখেড়ে স্টেডিয়াম, মুম্বই 
  • নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাট 
  • অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
  • এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চেপক), চেন্নাই
  • এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু
  • সওয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর
  • রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দ্রাবাদ 
  • ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
  • একানা ক্রিকেট স্টেডিয়ামে, লখনৌ

ভারত জাতীয় দল সম্পর্কীত প্রশ্নাবলী (India National Team FAQs)-

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ?

রোহিত শর্মা হলেন ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন।

ভারত মোট কতবার বিশ্বকাপ জয় করেছে ?

ভারত ওডিআই ফরম্যাটে ২বার (১৯৮৩,২০১১) এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০৭ সালে ট্রফি জয় করেছে।

ভারতীয় দল প্রথম টেস্ট কবে জিতেছিল ?

১৯৫২ সালে ভারত প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল।

ভারতের হয়ে সর্বাধিক রান কে বানিয়েছেন ?

শচীন তেন্ডুলকর, ভারতীয় দলের হয়ে ৭৮২ ইনিংসে ৩৪,৩৫৭ রান বানিয়েছেন তিনি।

ভারতের হয়ে সর্বাধিক উইকেট কে নিয়েছেন ?

অনিল কুম্বলে, ভারতীয় দলের হয়ে মোট ৯৫৩ উইকেট নিয়েছেন কুম্বলে।