siraj-selection-in-t20-wc-enrages-fans

জুন মাসের পাঁচ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ২০২২-এর টুর্নামেন্টে আশা জাগিয়ে শুরুটা করেও সেমিফাইনালে ১০ উইকেটের ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ফিরতে হয়েছিলো খালি হাতে। এবার ব্যর্থতার চিত্রনাট্যে বদল আনতে চায় ‘মেন ইন ব্লু।’ গত দেড় বছর ধরে বিস্তর পরীক্ষানিরীক্ষা করা হয়েছে টি-২০ স্কোয়াড নিয়ে। সিনিয়রদের বিশ্রামে রেখে সুযোগ দিয়ে দেখা হয়েছে একঝাঁক জুনিয়র’কে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো এই তরুণ তুর্কিদের মধ্যে অনেকেই সুযোগ পেতে পারেন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াডে। খবর ছিলো ১ মে’র মধ্যেই ঘোষণা করা হবে দল। সেইমত আজ অর্থাৎ ৩০ এপ্রিল দুপুরেই ১৫ সদস্যের নাম সামনে আনলো বিসিসিআই।

Read More: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন দলে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদবের (Suryakumar yadav) মত তারকা। রয়েছেন রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়ার মত সিনিয়র ক্রিকেটারও। ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। বোলিং বিভাগে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সাথে ফাস্ট বোলার হিসেবে থাকছেন আর্শদীপ সিং। তবে তৃতীয় পেসার হিসেবে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম দেখে রীতিমত অসন্তুষ্ট নেটজনতা। নেপথ্যে নিঃসন্দেহে হায়দ্রাবাদের ক্রিকেটারের সাম্প্রতিক ফর্ম। গত বছর তাঁর পারফর্ম্যান্স দেখে অনেকেই মনে করেছিলেন যে সাদা বলের ক্রিকেটে ছন্দ খুঁজে নিয়েছেন তিনি। কিন্তু শেষ কয়েক মাসে তলানিতে গিয়ে ঠেকেছে তাঁর ফর্মের গ্রাফ।

চলতি আইপিএলে সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে খেলেছেন ৯টি ম্যাচ। প্রায় ৫৪ গড়ে নিতে পেরেছেন মাত্র ৬টি উইকেট। ইকোনমি রেট ছুঁয়েছে ৯.৫০। পাওয়ার-প্লে হোক বা ডেথ ওভার-কোনো সময়ের রান আটকাতে সক্ষম হন নি তিনি। এহেন পারফর্ম্যান্স সত্ত্বেও কিসের ভিত্তিতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মত বড় মঞ্চে সুযোগ দেওয়া হচ্ছে সিরাজকে? প্রশ্ন তুলেছেন অনেকে। রোহিত-বিরাটদের মত সিনিয়রদের সাথে সুসম্পর্কের কারনেই জায়গা পেয়েছেন সিরাজ, অভিযোগ তুলেছেন নেটিজেনদের একটা বড় অংশ। ‘এই দেশে ফর্ম বাঁ যোগ্যতা নয়, ব্যক্তিগত সম্পর্কই বিচার্য্য হয়’ ক্ষোভ উগড়ে দিয়েছেন এক ব্যক্তি। ‘সিরাজ ঠিক কেন?’ লিখেছেন আরেক জন। ‘নটরাজন বাঁ সন্দীপ শর্মা’র সুযোগ অনেক বেশী প্রাপ্য ছিলো’ হতাশা চেপে রাখতে পারেন নি নেটদুনিয়ার আরও এক বাসিন্দা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: টি-২০ বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের, রয়েছেন IPL-এ ঝড় তোলা একঝাঁক ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *