IPL 2025: জেড্ডার আইপিএলের (IPL) মেগা অকশনে ৮৩ কোটি টাকা হাতে নিয়ে বসেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। একমাত্র পাঞ্জাব কিংস ছাড়া এর চেয়ে বেশী টাকা ছিলো না কোনো দলের হাতেই। এই বিপুল পরিমাণ অর্থের সদ্ব্যবহার করলো আরসিবি টিম ম্যানেজমেন্ট। পুরনো তারকাদের ফেরানোর সুযোগ ছিলো, কিন্তু আরটিএম ব্যবহারে চূড়ান্ত অনীহা দেখিয়েছে বেঙ্গালুরু (RCB)। বরং নতুন করে স্কোয়াড গড়ে নেওয়ার প্রয়াস করে তারা। জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ক্রুণাল পাণ্ডিয়া, লুঙ্গি এনগিডিদের মত কার্যকরী তারকাদের দলে নিয়েছে তারা। ১১ কোটির বিনিময়ে নিয়েছে জিতেশ শর্মা’কে। বোলিং শক্তি বাড়ানোর জন্য স্কোয়াডে সামিল করেছে সুয়শ শর্মা, ভুবনেশ্বর কুমারদের। টি-২০ দুনিয়ার দুই উজ্জ্বল নক্ষত্র ফিল সল্ট (Phil Salt) ও লিয়াম লিভিংস্টোনকেও (Liam Livingstone) ছিনিয়ে নিয়ে বেঙ্গালুরু।
Read More: দ্বিতীয় টেস্টে বাদ শুভমান গিল, এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, প্রকাশ্যে আসলো ভারতীয় দলের একাদশ !!
খাতা খুলতে ব্যর্থ ফিল সল্ট-
গত বারের মিনি নিলামে দলই পান নি ফিল সল্ট (Phil Salt)। ভাগ্য বদলায় শেষ মুহূর্তে জেসন রয় নাম প্রত্যাহার করে নেওয়ার্য। বিকল্প হিসেবে তড়িঘড়ি তাঁকে সই করায় কলকাতা নাইট রাইডার্স। বেগুনি-সোনালী জার্সিতেই ঝড় তোলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। সুনীল নাইরাইনের (Sunil Narine) সাথে তাঁর ওপেনিং জুটি সাফল্য এনে দিয়েছিলো কলকাতাকে। মরসুমে ১২ ম্যাচ খেলেছিলেন সল্ট। করেছিলেন ৪৩৫ রান। প্রায় ১৮৫ স্ট্রাইক রেট বজায় রাখতে দেখা গিয়েছিলো তাঁকে। যা মোহিত করেছিলো ক্রিকেটদুনিয়াকে। নাইটরা (KKR) এবার তাঁকে রিটেন না করায় অবাকই হয়েছিলেন বিশেষজ্ঞরা। মেগা নিলামে তাঁকে নিয়ে যে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আন্দাজ করাই গিয়েছিলো। বাস্তবেও দেখা গেলো সেই ছবিটাই। মুম্বই ও কলকাতার চ্যালেঞ্জ সামলে তাঁকে দলে সামিল করে বেঙ্গালুরু (RCB)।
এবারের মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার ফিল সল্ট (Phil Salt)। ১১.৫০ কোটি টাকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে দলে সামিল করেছে তারা। ফাফ দু প্লেসি’র বদলে ওপেনার হিসেবে তিনি বিরাট কোহলির সঙ্গী হতে পারেন। এছাড়া উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিকের শূন্যস্থানও পূরণ করার কথা তাঁর। সল্টের থেকে অনেক প্রত্যাশা রয়েছে বেঙ্গালুরু সমর্থকদের। গত মরসুমে কলকাতার হয়ে যেমন ঝড় তুলেছিলেন, চিন্নাস্বামীতেও তাঁর থেকে তেমন পারফর্ম্যান্সই চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) জনতা। তাঁদের মনে অবশ্য ত্রাসের সঞ্চার করতে পারে সল্টের বর্তমান ফর্ম। নতুন দলে যোগ দেওয়ার খবর সামনে আসার পর টি-১০ লীগে একটি ম্যাচ খেলেছেন তিনি। আউট হয়েছেন শূন্য করেই। এই ইনিংসকে অশনি সঙ্কেত হিসেবে দেখছেন কেউ কেউ।
উলটো ছবি লিভিংস্টোনের ব্যাটে-
ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) এর আগে আইপিএলে (IPL) পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করতেন। এবার মেগা নিলামে তিনি নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো তাঁর। কিন্তু চার ফ্র্যাঞ্চাইজির দড়ি-টানাটানিতে মুহূর্তে দর বেড়ে যায় তাঁর। সানরাইজার্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস’কে ধুন্ধুমার যুদ্ধে হারিয়ে শেষমেশ বাজিমাত করে বেঙ্গালুরু। ৮.৭৫ কোটি টাকায় বিরাটদের দলে নাম লেখান লিভিংস্টোন। বেঙ্গালুরুতে যোগ দেওয়ার পরেই সল্টের (Phil Salt) ব্যাটে যেমন রান খরা, তার ঠিক উলটো ছবি দেখা গিয়েছে লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ব্যাটে। তিনিও খেলছেন আবু ধাবি টি-১০ লীগ। বাংলা টাইগার্সের হয়ে মাত্র ১৫ বলে অপরাজিত ৫০ করেন তিনি। চিন্নাস্বামীর বাইশ গজে ঝড় তুলতে তিনি যে প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন ইতিমধ্যেই।