"পুরানো চাল ভাতে বাড়ে.." রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং ভুবনেশ্বর কুমার !! 1

IPL 2024: পরিসমাপ্তি ঘটলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের ভিতর এক রুদ্ধশ্বাস ম্যাচের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন SRH অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। পাওয়ার প্লের ভিতরেই ওপেনার অভিষেক শর্মা (Abhisekh Sharma) ১২ ও অন্মলপ্রীত সিং (Ammolpreet Singh) ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই চাপের মুখে পড়ে SRH ব্রিগেড। দলের হয়ে সর্বাধিক ৪২ বলে ৩টি চার ও ৮টি ছক্কার বিনিময়ে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নীতিশ রেড্ডি (Nitish Reddy)।

SRH’এর সামনে ব্যার্থ রাজস্থান

Srh vs rr, ipl 2024
SRH vs RR | Image: Getty Images

পাশাপশি, গত দুই ম্যাচে রান না পাওয়া ট্রেভিস হেড (Travis Head) আজকে ব্যাট হাতে জ্বলে ওঠেন। ৪৪ বলে ৬ টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষের দিকে ১৯ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন (Henrich Klassen)। নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স দলের সংগ্রহ ২০১।

Read More: শেষ বলে জয় সুনিশ্চিত করলো SRH, প্লে-অফের টিকিট কনফার্ম করতে রাজস্থানের অপেক্ষা অব্যহত !!

রান তাড়া করতে এসে প্রথম ওভারেই যশ বাটলার (Jos Buttler) ও সঞ্জু স্যামসম (Sanju Samson) ভুবনেশ্বরের দুরন্ত বোলিংয়ের শিকার হন। দুই ব্যাটসম্যানই খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। খাতা না খুলেই ভুবনেশ্বর কুমারের বলে প্যাভিলিয়নে ফেরেন দুই ইনফর্ম ব্যাটসম্যান। তবে, আজকে আবার একবার দলের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন তরুণ জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৪০ বলে ৬৭ রান বানান তিনি এবং রিয়ান পরাগ ৪৯ বলে ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে দুই তরুণের প্রয়াশ বিফলে যায় রাজস্থান দলের।

রিয়ান আউট হতে ২৪ বলে প্রয়োজন ছিল ৪২ রানের এবং শেষ পর্যন্ত সেই রান ১২ বলে ২০’তে এসে পৌঁছায়। তবে সেখান থেকে ক্যাপ্টেন কামিন্স ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) বলে শেষ বলে মাত্র ১ রানে জয় সুনিশ্চত করে সানরাইজার্স দল। সমাজ মাধ্যমে দলের এই অসাধারণ পারফরমেন্সের পর শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: জোর ধাক্কা নাইট রাইডার্স শিবিরে, টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরলেন তারকা বিদেশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *