ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 1

সামান্যের জন্য ২০০৫ সালে ফসকে গিয়েছিল। সেবারে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গিয়েছিল। দীর্ঘ ১২ বছর পর এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের মহিলাব্রিগেড। সেবারের ফাইনালে প্রতিপক্ষ দলের সামনে ভারতীয় দল সহজে আত্মসমর্পন করে বসলেও, রবিবার লর্ডসে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ আত্মবিশ্বাসী দেখাচ্ছে মিতালি রাজদের। এত সবের মধ্যেও বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে ডার্বিতে হেভিওয়েট অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনালে ওঠার জন্য এবার ভারতীয় মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিকভাবে পুরস্কৃত করা পরিকল্পনাও করে ফেলেছে বিসিসিআই।

ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 2

এখানে দেখুনঃ মিতালিদের অভিনন্দন জানাতে গিয়ে এ কী ভুল করে বসলেন অাইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল!

সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের সামনে থাকছে একটা মাত্র বাধা। সে বাধা অতিক্রম করতে পারলে দেশকে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপের খেতাব এনে দিতে পারবেন মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মানদানা, ঝুলন গোস্বামীরা। আর তাঁদের সে বাধার নাম টিম ইংল্যান্ড। রবিবার লর্ডসে ৩ বারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে ফাইনালে উড়িয়ে দিতে পারলে ইতিহাস রচনা করে ফেলবেন ভারতের জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা। তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সেমির লড়াইয়ে সফল হয়ে ফাইনালে ওঠার জন্য শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ এক বার্তায় বিসিসিআই নিজেদের ওয়েবসাইটে লেখে, “ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক মিতালি রাজ এবং তাঁর দলের বাকি ক্রিকেটারদের চলতি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছে।”

ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 3
মিতালি রাজ
ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 4
হরমনপ্রীত কৌর
ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 5
স্মৃতি মানদানা
ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 6
ঝুলন গোস্বামী

আরোও দেখুনঃ অনন্য নজির গড়ে এবার ইতিহাস তৈরির সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত অধিনায়ক মিতালি রাজ

গত ২০শে জুলাই ডার্বিতে আইসিসি–র মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের বেশিরভাগ কৃতিত্ব বর্তায় দলের অন্যতম অলরাউন্ডার ক্রিকেটার হরমনপ্রীত কৌরের ওপর। মূলত তাঁরই ১১৫ বলে ১৭১ রানের সুবাদে ভারত সেমিফাইনালের লড়াইয়ে সহজে ৪২ ওভারে স্কোরবোর্ডে ২৮১ রান জমা করে ফেলে। তাঁর ওই ১৭১ রানের ইনিংসটি মূলত সাজানো ছিল ২০টি চার এবং ৭টি ছয় দিয়ে। হরমনপ্রীতের এমন রাজকীয় পারফরম্যান্সকে মাথায় রেখে বোর্ড আরও উৎসাহ দিয়ে জানায়, “এবারে আমরা হরমনপ্রীত কৌরের বিষয়ে আলোচনা করতে চাই। তিনিই ১১৫ বলে ১৭১ রানের নজরকাড়া ইনিংস খেলে ভারতকে প্রতিযোগিতার ফাইনালে তুলতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন।”

ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 7
হরমনপ্রীত কৌর

এর পাশাপাশি আগামী রবিবার লর্ডসে টিম ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতা মিতালি রাজ সহ দলের বাকি ক্রিকেটারদেরও শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 8
ভারতীয় মহিলা ক্রিকেট দল

ফাইনালের আগে মিতালিদের বিশেষ এই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড 9

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *