জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 1

ক’দিন আগেই বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির পরামর্শে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বেছে নেওয়া হয় রবি শাস্ত্রীকে। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ সমৃদ্ধ উপদেষ্টা কমিটি জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে জাহির খান এবং ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম সুপারিশ করে। শেষ পর্যন্ত রবি শাস্ত্রীর আপত্তিতে বোর্ড অবশ্য উপদেষ্টা কমিটির সুপারিশকে আমল না দিয়ে ভরত অরুণকে বোলিং কোচ, সঞ্জয় বাঙ্গারকে সহকারি কোচ এবং আর শ্রীধরকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করে ফেলে। আগেরদিন সেই শাস্ত্রী দ্রাবিড়কে সরিয়ে দিয়ে জাতীয় দলের নতুন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে শচীন তেন্ডুলকরের নাম সুপারিশ করেছিলেন। আর এদিন রীতিমতো বোমা বিস্ফোরণ ঘটিয়ে জাহিরের জায়গায় ভারতীয় দলে নতুন বোলিং পরামর্শদাতা হিসেবে কপিল দেবের নাম তুলে ধরলেন কোহলির নতুন হেড স্যার শাস্ত্রী।

জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 2
রবি শাস্ত্রী
জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 3
জাহির খান
জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 4
রাহুল দ্রাবিড়

এখানে দেখুনঃ মুখ খুললেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, কারণটা জানলে অবশ্যই অবাক হবেন

 

জানা গিয়েছে, নিজের পছন্দের লোক ভরত অরুণ জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শাস্ত্রী বোর্ড কর্তাদের কাছে কপিলের নাম সুপারিশ করেছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের নেতাকে বর্তমান ভারতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে চাইছেন তিনি। বোর্ড কর্তারা এখনও এ ব্যাপারে শচীন তেন্ডুলকর, কপিল দেবের সঙ্গে কথা বলেননি। আর তাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু দেরি হতে পারে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। যদিও এই গুরুত্বপূর্ণ পদে তাঁরা আসবেন কিনা, সবটাই শচীন, কপিলের ওপর নির্ভর করছে। এর আগে অবশ্য বোর্ডের উপদেষ্টা কমিটি এই বিষয়গুলিকে মাথায় রেখে জাহির খান এবং রাহুল দ্রাবিড়ের নাম সুপারিশ করেছিল। যদিও সেই সুপারিশ বাতিল হয়ে যায় রবি শাস্ত্রীর আপত্তির কাছে। আর এখন তিনি শচীন, কপিলের নাম সুপারিশ করে বসলেন। এর দ্বারায় এটাই প্রমাণ হয়, জাহির খান এবং রাহুল দ্রাবিড়ের নাম সুপারিশ করার আগে উপদেষ্টা কমিটি শাস্ত্রীর সঙ্গে এ ব্যাপারে একটুও আলোচনা করেনি।

জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 5
শচীন তেন্ডুলকর
জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 6
কপিল দেব

এ ব্যাপারে এখনও পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, তা সবটাই রবি শাস্ত্রীর মাধ্যমে। শচীন তেন্ডুলকর কিংবা কপিল দেব এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে এটা ঠিক শীঘ্রই শচীন এবং কপিলের সঙ্গে এ ব্যাপারে কথা হবে বোর্ড কর্মকর্তাদের। এমনকি তাঁদের সঙ্গে কথা হতে পারে টিম ইন্ডিয়ার নবনিযুক্ত হওয়া কোচ রবি শাস্ত্রীরও। রবি শাস্ত্রীর উপস্থিতিতে এই মুহূর্তে জাতীয় দলের স্বার্থে রাহুল দ্রাবিড় নিজের কাজ করে যেতে পারবেন। তবে ভারতীয় ক্রিকেট দলে জাহির এবং দ্রাবিড়ের বর্তমান পদ কি হবে, সেটা তারা নিজেরাও জানেন না। এই অচলাবস্থা তখনই কাটবে, যেদিন বোর্ড এই বিষয়ে সরকারিভাবে কোনও সিদ্ধান্ত নেবে।

জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী 7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *