ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 1

ক্রিকেট খেলাটা ভারতে একটা ধর্মের মত। বড় বড় খেলোয়াড়েরা এখানে বীরের মত পূজিত হন দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য। এদেশে অনেক রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ অনেকেই প্রচারে থাকার জন্য ক্রিকেট এবং ক্রিকেটাদের নিয়ে মাঝেমধ্যেই নানা মতামত দিয়ে থাকেন। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে রাইজিং পুণে সুপারজায়েন্টের কর্তা সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা, মহেন্দ্র সিং ধোনির বারবার সমালোচনা করে লাইমলাইটে চলে আসেন। সাধারণ ক্রিকেটপ্রেমীরা অবশ্যই তার মতামতকে একমদমই গুরুত্ব দিতে নারাজ। যাই হোক, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাভালে এমন একজন ব্যাক্তি, তিনি কখন কি বলেন তা অনেকই বুঝে উঠতে পারেননা। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ইচ্ছে করেই পাকিস্তানের কাছে হেরেছে। শুধুমাত্র তাই নয়, ওই ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং দেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ভূমিকার তদন্ত করে দেখা উচিৎ বলে মনে করছেন রামদাস।

ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 2
রামদাস আতাভালে

এখানে দেখুনঃ মিষ্টি মনের মানুষ শচীন তেন্ডুলকরকেও নাকি ইনি যমের মতো ভয় পেতেন

যাবতীয় বিষয়কে মাথায় রেখে এদিন তিনি বলেছেন, “বিরাট তো যখন যেখানে খুশী সেঞ্চুরি করতে পারে। আর যুবরাজ সিং সহ দলের অন্য ব্যাটসম্যানেরা, যাঁরা সাধারণত অধিকাংশ ম্যাচেই ভালো ব্যাট করে, তারা দেখলাম যে দিন সবচেয়ে বেশি দরকার, সেই দিনই ব্যর্থ হল। আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট, যুবিরা ম্যাচ হারবে সেটা আগেই ঠিক করে রেখেছিল। হাভভাব দেখে মনে হচ্ছে, ফাইনালে ম্যাচ নিশ্চিতভাবে ফিক্সিং হয়েছে। অবশ্যই এর ঠিকঠাক তদন্ত হওয়া দরকার।”

ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 3
যুবরাজ সিং
ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 4
বিরাট কোহলি

কোনও সন্দেহ নেই, পাকিস্তানের কাছে ফাইনালে হারটা সহজে মেনে নেওয়া যায়না। তবে, ম্যাচের ফলাফলের ওপর সাধারণ মানুষের কোনও হাত নেই। ভারতীয় ক্রিকেটারদের ওপর কিন্তু রামদাসের রাগ এখনোও পড়েনি। তিনি আরও বলেন, “পাকিস্তানের কাছে হার আমাদের কাছে একটা বড় লজ্জজার বিষয়। আমরা আইসিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ওদের অনেকবার হারিয়েছি। আর এবার আমাদের ক্রিকেটাররাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা যে পাকিস্তানের কাছে হারবে, সেটা আগেই ঠিক করা ছিল। নইলে এই ভারতীয় দল পাকিস্তানের কাছে কোনও ভাবেই হারতে পারে না।”

ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 5

ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 6

এইরকম অযৌক্তিক অভিযোগের পাশাপাশি একটি নতুন ধরনের দাবিও তুলেছেন রামদাস। এমন দাবি না কেউ কোনওদিন শুনেছে, না ভেবেছে। রামদাসের দাবী, দেশের ক্রিকেট দলে এবার দলিতদের জন্য জায়গা সংরক্ষিত রাখতে হবে। তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট দলে এবার দলিতদের সুযোগ দিতে হবে। আমার দাবি, জাতীয় দলে ওদের জন্য কম করে ২৫ শতাংশ সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে।”

ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 7
ভারতীয় ক্রিকেট দল

ক্রিকেটেও দলিতদের সংরক্ষণ নিয়ে সরব এই কেন্দ্রীয়মন্ত্রী, কোহলি–যুবিদের বিরুদ্ধে তুললেন ম্যাচ গড়াপেটার অভিযোগও ! 8

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *