আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে দিন চল্লিশেকের ওপর কেটে গিয়েছে। কিন্তু, ট্রফি হাতছাড়া হওয়ার জ্বালা কুরেকুরে খাচ্ছে ভারতীয় ফ্য়ানদের। কোথাও ছবি দেখলেই জ্বালাটা আরও বেশি করে অনুভূত হচ্ছে। ট্রফিটা এই উপমহাদেশেই আছে। কিন্তু, সীমানার ওপারে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নিয়ে গিয়েছে ট্রফিটা। মলম লাগিয়েও ক্ষতটা যেন কিছুতেই সেরে উঠছে না। এতটাই দগদগে হয়ে রয়েছে যে ইন্টারনেটে কোনও […]