WTC Final: কেনিংটন ওভালে ভারতের কাজটা ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই সিদ্ধান্তই এখন ফিরছে ব্যুমেরাং হয়ে। প্রথম ইনিংসে ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪৬৯ রান স্কোরবোর্ডে যোগ করে অস্ট্রেলয়া। তাড়া করতে নেমে নড়বড়ে শুরু করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ অল্প রানের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা। অজিঙ্কা রাহানের ৮৯, জাদেজার ৪৮ এবং শার্দুল ঠাকুরের ৫১ রানের সুবাদে ফলো-অন রক্ষা করতে পারলেও ১৭৩ রানে পিছিয়ে থেকেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। দুই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনের হারের কথা তখনই ভেসে উঠেছিলো ভারতীয় সমর্থকদের মানসপটে। খেলা যত এগোচ্ছে আশঙ্কাই যেন চলেছে সত্যি হওয়ার পথে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং ভালোই করেছে ভারতের পেসাররা। স্পিনের জাল বুনে ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। লাবুশেনের ৪১ এবং অ্যালেক্স ক্যারির অপরাজিত ৬৬ রানের ইনিংস তাদের স্কোরবোর্ডকে সচল রাখে আজ। চতুর্থ দিনে ২৭০ রানের মাথায় ডিক্লেয়ার করে তারা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। ওভালের ইতিহাস বলছে ২৬৩ রানের বেশী এখানে চতুর্থ ইনিংসে তাড়া করে কেউ জেতে নি। প্রায় অসম্ভব কাজটাই জিততে গেলে করতে হবে ভারতকে। এমতাবস্থায় একটা ভালো ওপেনিং জুটি আশা করেছিলো দল। শুভমান গিল স্কট বোল্যান্ডের বলে বিতর্কিত আউট হওয়ায় সেই আশা পূরণ হয় নি। অধিনায়ক রোহিতের কাছে ‘পয়া’ ওভালে বড় রান চেয়েছিলেন সমর্থকেরা। সেই আশাও বিনষ্ট হলো অঙ্কুরেই। উইকেট খুইয়ে ভারতকে অনন্ত চাপের মুখে ফেলে সাজঘরে ফিরলেন অধিনায়ক।
Read More: WTC Final 2023: ক্রিজে সেট হয়েও উইকেট ছুঁড়ে দিয়ে এলেন রোহিত শর্মা, লিয়নের স্পিনে হলেন কুপোকাত !! দেখুন ভিডিও
ব্যর্থতা সঙ্গী রোহিতের, হারের আশঙ্কা করছেন ভক্তেরা-

দেড় দিনে ৪৪৪ রান তোলা টেস্ট ক্রিকেটে বেশ কঠিন ব্যাপার। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে খোলা ছিলো দুটি রাস্তা। মন্থর খেলে ড্র করে যুগ্মজয়ী হিসেবে রেকর্ড বইতে জায়গা পাওয়া, অথবা ঝোড়ো ইনিংস খেলে ওভালে অজি শৌর্য্যের মিনারকে ধুলোয় মিশিয়ে জয় ছিনিয়ে নেওয়া। রোহিত শর্মা এবং শুভমান গিল যখন ব্যাট করতে নামলেন শনিবারের বিকেলে, তখন মনে হচ্ছিলো ৪৪৪-এর প্রায় অসম্ভব লক্ষ্যকেই টি-২০ বা একদিনের ম্যাচের ঢঙে তাড়া করতে নেমেছেন তাঁরা, ইংল্যান্ডের মাটিতেই যেন ইংল্যান্ডের ‘বাজবল’ থেকে অনুপ্রেরণা খুঁজে নিয়েছে ভারত। বেশ দ্রুত রান এলো কিছুক্ষণ। বোল্যান্ডের লাফিয়ে ওঠা বল সামলাতে না পেরে ফিরলেন শুভমান। তারপর রানের গতি কমে খানিক।
শুভমান আউট হলেও টিকে ছিলেন রোহিত। ২০২১ সালে ওভালে ১২৭ রান করে নিজেকে টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। আজ ফের একবার সময়ের চাকা পিছনের দিকে ঘুরিয়ে তেমনই একটা ইনিংস খেলার লক্ষ্যে ছিলেন হিটম্যান। স্টার্ক, কামিন্সদের সামলাচ্ছিলেন ভালোই। পুল, কাটের মত শটও দেখা যাচ্ছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু রোহিতের রান তোলার গতিতে বাধাদান করলেন নাথান লিয়ঁ। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৩ উইকেট পেয়েছেন। আজ টার্ন পেলেন লিয়ঁ। প্রথম ওভারেই পরাস্ত করলেন রোহিতকে। পা সামনের দিকে বাড়িয়ে স্যুইপ মারতে গিয়েছিলেন রোহিত। বলের নাগাল পায় নি ব্যাট। সরাসরি প্যাডে আছড়ে পড়ে বল। রিভিউ চেয়েও বাঁচতে পারেন নি ভারত অধিনায়ক। ৪৩ রানে আউট হন তিনি। আরও একটি আইসিসি নক-আউট ম্যাচে রোহিত ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পদত্যাগ চেয়েছেন। ‘আর কটা ব্যর্থতা আমরা মেনে নেবো?’ প্রশ্ন তুলেছেন তাঁরা। অনেকেই বলেছেন, ‘এবার অবসর নেওয়ার সময় হয়েছে।’
দেখুন ট্যুইটার চিত্র-
This Could be Rohit’s Last Test Innings Right?
— LØKÎ (@ImLokii45) June 10, 2023
If you offer wicket like that you can’t win….or even draw the match. Rohit didn’t play a captain’s knock.
— Debananda Bhatta (@DebanandaBhatt6) June 10, 2023
if there is a competition to get out first Rohit Sharma will come first in that#RohitSharma #WTCFinal pic.twitter.com/OcRT6EqH7W
— FK (@neyooX9) June 10, 2023
such an actual pisstake fuck youuuuuuuu rohit
— . (@deewanimedstani) June 10, 2023
So Rohit played sweep and got out? Why are people calling it irresponsible? Not watching live.
— ಹೊಸದೊಂದು ಹೆಸರಿಡು ನನಗೆ (@suryakumar902) June 10, 2023
Rohit’s retirement?
— Ugmaram (@ugma_ram_) June 10, 2023
Rohit Sharma at his idiotic best! There was no need to play a stupid shot like that. He shud know better against spinners n that too Lyon and at a crucial stage of the match. Play out the damn innings at least. Time to go for him.
— Rajoo🇮🇳 (@Rajoo56473358) June 10, 2023
Set ho ke out hona koi Rohit Sharma se seekhe.
— Avnish Tiwari (@avnishtiwarii26) June 10, 2023
Rohit will look so much at ease & then perish from nowhere,hardly seen him struggle in this format since sometime…
— Ruvaid Wani (@RR_WANI_7) June 10, 2023
Why do u do this to us Rohit 😭
— Prajna (@prajnanaik) June 10, 2023