WPL 2023: “বেশী রান খরচ করেছি…” হারের হ্যাট্রিক করে ফের একবার বোলারদের দুষলেন স্মৃতি মন্ধানা !! 1

WPL 2023: অন্যতম ফেভারিট হিসবেই উইমেন্স প্রিমিয়ার লীগের শুরুটা করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। নিলামপর্বের শেষে তাদের দল দেখে অনেকেই বলছিলেন চাঁদের হাট। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), এলিস পেরী (Ellyse Perry), সোফি ডিভাইন (Sophie Devine), মেগান্ শ্যুট (Megan Schutt)-দের মহিলা ক্রিকেটারদের তারকা’রা রয়েছেন দলে, আক্ষরিক অর্থেই তারার মেলা বলা চলে। কিন্তু খাতায় কলমে শক্তিশালী হলেও বাইশ গজের লড়াইতে এখনও প্রভাব বিস্তার করতে ব্যর্থ বেঙ্গালুরু (RCB)।

মরসুমের প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতা ভুগিয়েছিলো স্মৃতি মন্ধানাদের। দিল্লীর (DC) বিপক্ষে ২২৩ রান খরচ করেছিলেন রেণুকা ঠাকুর’রা (Renuka Singh Thakur)। ৬০ রানে ম্যাচ হারতে হয়েছিলো। মুম্বইয়ের (MI) বিরুদ্ধেও মাত্র ১ উইকেট তুলতে সক্ষম হয়েছিলেন বেঙ্গালুরু বোলার’রা। হার জুটেছিলো ৯ উইকেটে। তৃতীয় ম্যাচেও উন্নতির কোনো লক্ষন দেখা গেলো না আরসিবি বোলিং-এ। প্রথমে ব্যাট করে ২০১ রান তুলে নেয় গুজরাত জায়ান্টস। জোড়া অর্ধশতক করেন সোফিয়া ডাঙ্কলি (Sophia Dunkley) এবং হরলীন দেওল (Harleen Deol)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

প্রথম দুই ম্যাচে টসে জিতলেও ম্যাচ হেরেছিলো বেঙ্গালুরু। আজ টস হারায় জয়ের আশা দেখেছিলেন সমর্থকেরা। টসভাগ্য বদলালেও ম্যাচে ভাগ্য অবশ্য একই থাকলো তাদের। সোফি ডিভাইন (Sophie Devine) এবং হিদার নাইট (Heather Knight) ব্যাট হাতে চেষ্টার কমতি রাখেন নি। তবুও ১১ রানে হেরেই মাঠ ছাড়তে হলো বেঙ্গালুরুকে (RCB)। পরপর তিন ম্যাচে হেরে বিধ্বস্ত অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গোপন করলেন না হতাশা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

হতাশার মাঝে আশার আলো’র খোঁজে স্মৃতি-

WPL 2023 | RCB-W | image: twitter
Royal Challengers Bangalore are still winless after three games in WPL 2023

সর্বোচ্চ মূল্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দিয়েছিলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। তাঁকে অধিনায়কত্ব’ও তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু প্রথম তিন ম্যাচে জয় এনে দিতে ব্যর্থ বাঁ-হাতি ওপেনার। তিন ম্যাচে বড় রানও আসে নি তাঁর ব্যাট থেকে। প্রতি দিনই শুরুটা ইতিবাচক করলেও কেমন যেন খেই হারিয়ে ফেলছেন তিনি। একা স্মৃতি নন, গোটা দলের খেলাই জমাট বাঁধছে না।

দিল্লী ক্যাপিটালস (DC), মুম্বই ইন্ডিয়ান্সের (MI) পর গুজরাত জায়ান্টসের (GGT) বিরুদ্ধে হারতে হলো বেঙ্গালুরুকে। টানা তিন ম্যাচে হেরে এখনও অবধি তাদের ভাঁড়ার শূন্য। লীগ তালিকার একদম শেষে রয়েছেন স্মৃতি’রা (Smriti Mandhana)। ধীরে ধীরে প্লে-অফের স্বপ্নও মুছে যাচ্ছে তাঁদের। এমতাবস্থায় হতাশা’র একমাত্র সঙ্গী অধিনায়কের। ম্যাচ শেষে তিনি জানান, “বোলিং-এর সময় অন্তত ১০ থেকে ১৫ রান অতিরিক্ত দিয়ে ফেলেছিলাম আমরা। যেভাবে আমাদের ব্যাটার’রা পারফর্ম করেছে তাতে আমি গর্বিত। আউটফিল্ড খুব ভালো ছিলো। মাঠের একটা দিক ছোটো। আমাদের বোলারদের অনেকের মাথাতেই সেটা ঘুরছিলো।”

ধারাবাহিক ব্যর্থতার ময়নাতদন্ত করতে গিয়ে স্মৃতি (Smriti Mandhana) জানান, “আমাদের নিজেদের প্রতি আরও কঠোর হতে হবে।” একটানা হারের মাঝেও ভবিষ্যতের জন্য আশার আলো দেখছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক। ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। ব্যাট হাতেও ৪ বলে ১১* করেন তিনি। কনিকা আহুজা শেষলগ্নে ৭ বলে ১০ করে আরসিবি’কে খেলায় ফেরানোর চেষ্টা করেছিলেন। নবীন প্রতিভাদের খেলায় বেশ খুশি তিনি। ম্যাচ শেষে স্মৃতি (Smriti Mandhana) জানান, “যেভাবে শ্রেয়াঙ্কা (পাতিল) ব্যাটিং-বোলিং করেছে, তার সাথে কনিকা (আহুজা) যে মানসিকতা দেখিয়েছে, সেটা আমাদের ঘরোয়া ক্রিকেটের ইতিবাচক দিক।”

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *