WPL 2023: "ক্যালকুলেটরগুলো এখনই ফেলবেন না..." শেষ ম্যাচেও RCB'র হারে স্মৃতিদের পাশাপাশি সমাজমাধ্যমে কটাক্ষের শিকার পুরুষ দল'ও !! 1

WPL 2023: হার দিয়ে যাত্রা শুরু করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের উইমেন্স প্রিমিয়ার লীগের যাত্রা শেষও হলো হার দিয়েই। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিলো দিল্লী। হারতে হয়েছিলো ৬০ রানে। আর অষ্টম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয় এলো ৪ উইকেটে। দেড় দশক আইপিএল খেলেও ট্রফির স্বাদ পায় নি রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) পুরুষ দল। প্রথম মরসুমে মেয়েদের থেকে ট্রফির প্রত্যাশা ছিলো ফ্যানেদের। পূরণ হলো না সেই স্বপ্ন। তারকাখচিত দল গড়েও আট ম্যাচে ২ জয় আর ৬ হার দিয়েই মরসুম শেষ করলো বেঙ্গালুরু।

আজকের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স (MIW) অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দুরন্ত ছন্দে শুরু করলেও শেষ দুই ম্যাচে পরপর হেরে চাপে পড়ে গিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। লীগ টেবিলে দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রাখলেও গতকাল দিল্লী ক্যাপিটালসের (DCW) বিরুদ্ধে ৯ উইকেটে হেরে সরাসরি ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ থেকে দূরে সরে গিয়েছিলো মুম্বই। আজ বেঙ্গালুরুকে (RCBW) হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লীগ শীর্ষে জায়গা করে নিলো তারা। সন্ধ্যের দিল্লী বনাম ইউ পি ওয়ারিয়র্স (UPW) ম্যাচে দিল্লী জিতলে অবশ্য জায়গা হারাতে হবে হরমনপ্রীতদের। তবে দাবার বোর্ডে নিজেদের চালটুকু দিয়ে রাখলো মুম্বই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

গোটা টুর্নামেন্টে ছন্নছাড়া ক্রিকেট খেলেছে বেঙ্গালুরু। আজকেও সেই ছন্নছাড়া ক্রিকেটে কোনো বদল দেখা গেলো না। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তূলতে পেরেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCBW)। বল হাতে কামাল করলেন নিউজিল্যান্ডের এমিলিয়া কের (Amelia Kerr)। নিলেন তিন উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারালেও ১৬ ওভারের মধ্যে জয়সূচক রান করে নেয় মুম্বই। টানা দুই জয়ের পর ফের হেরে সমাজমাধ্যমের বিদ্রুপের মুখে বেঙ্গালুরু। পাশাপাশি মুম্বইয়ের ফর্ম’ও যে নিম্নগামী সে কথাও হরমনপ্রীত, ন্যাট সিভার-ব্রান্টদের (Nat Sciver-Brunt) মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটজনতা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জিতলেও ছন্দ হারিয়েছে মুম্বই, বলছে সোশ্যাল মিডিয়া-

Yastika Bhatia | WPL 2023 | image: Twitter
Yastika Bhatia of Mumbai Indians helped her team gain a victory against Royal Challengers Bangalore

নিলামপর্বে তাক লাগিয়ে দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW)। স্মৃতি মন্ধানা, এলিস পেরী (Ellyse Perry), সোফি ডিভাইন, হিদার নাইটদের (Heather Knight) মত মহিলা ক্রিকেটের বড় নামদের তুলে নিয়েছিলো তারা। টুর্নামেন্ট শুরুর আগে বেঙ্গালুরু দলকে তারকা সমাবেশ বা চাঁদের হাট নামে অভিহিত করছিলেন বিশেষজ্ঞ’রা। এমনকি সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও ঘোরাফেরা করছিলো তাদের নাম। কিন্তু বাস্তবে গোটা প্রতিযোগিতায় জ্বলে উঠতে দেখা গেলো না তাদের। ছেলেদের দলের ধারাবাহিক ব্যর্থতার পাশে মেয়েদের হতাশাজনক পারফর্ম্যান্স যুক্ত হওয়ায় আরসিবি’কে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন নেটিজেনরা। “আবার পরের বছর দেখা হবে” রসিকতার সুরে জানিয়েছে সোশ্যাল মিডিয়া।

সমালোচনা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana) নিয়েও। টুর্নামেন্টের সবচেয়ে দামী ক্রিকেটার তিনি। ৩ কোটি ৪০ লাখের বিনিময়ে তাঁকে দলে নিয়েছিলো বেঙ্গালুরু, তা সত্ত্বেও পারফর্ম্যান্স মোটেও আশানুরূপ হয় নি তাঁর। স্পিনারের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়েছেন বাঁ-হাতি ওপেনার। আকাশছোঁয়া মূল্যে স্মৃতিকে দলে নেওয়া যে বড় ভুল তা আরসিবিকে মনে করিয়ে দিয়েছে নেটজনতা। ভারতীয় ওপেনারের ব্যর্থতা নিয়েও ছড়িয়েছে নানান মিম বা ব্যঙ্গচিত্র।

আজ জিতলেও মুম্বই ইন্ডিয়ান্সের পারফর্ম্যান্স নিয়ে আশঙ্কার মেঘ কিন্তু কাটে নি সমর্থকদের মধ্যে।.টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে যেভাবে খেলেছিলো মুম্বই, মনে হচ্ছিলো বাকিদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন ন্যাট সিভার-ব্রান্ট, এমিলিয়া কের’রা (Amelia Kerr)। কিন্তু ষষ্ঠ ও সপ্তম ম্যাচের হার যেন সপ্তম স্বর্গ থেকে কঠিন বাস্তবে টেনে নামিয়েছে মুম্বইকে। শেষ ম্যাচেও কষ্ট করে জিততে হলো মুম্বইকে। বোলার’রা প্রতিপক্ষকে কম রানে বেঁধে রাখলেও ন্যাট সিভার, হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) মিডল অর্ডার শান্ত রইলো আজ। শেষ অবধি সেই এমিলিয়ার ব্যাটেই শাপমুক্তি ‘পল্টন’-এর। আসল সময়ে ছন্দ হারালো মুম্বইকর’রা? আশঙ্কার গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *