WPL 2023: “ক্যালকুলেটরগুলো এখনই ফেলবেন না…” শেষ ম্যাচেও RCB’র হারে স্মৃতিদের পাশাপাশি সমাজমাধ্যমে কটাক্ষের শিকার পুরুষ দল’ও !!

WPL 2023: হার দিয়ে যাত্রা শুরু করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের উইমেন্স প্রিমিয়ার লীগের যাত্রা শেষও হলো হার দিয়েই। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিলো দিল্লী। হারতে হয়েছিলো ৬০ রানে। আর অষ্টম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয় এলো ৪ উইকেটে। দেড় দশক আইপিএল খেলেও ট্রফির স্বাদ পায় নি রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) পুরুষ দল। প্রথম মরসুমে মেয়েদের থেকে […]