WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লীগের প্রধান আকর্ষণ বলা হচ্ছিলো এই ম্যাচটাকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুই দলের ফলাফল ছিলো একেবারেই ভিন্ন মেরুর। গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে পথচলা শুরু করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। আর দিল্লী ক্যাপিটালসের কাছে হেরে শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলো স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), এলিস পেরী (Elysse Perry), মেগান শ্যুটদের মত তারকাসমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
টুর্নামেন্টের তৃতীয় দিনে টানা দুই ম্যাচ জিতে লীগ শীর্ষে নিজেদের অবস্থান আরও একটু পাকা করবে মুম্বই? নাকি গতকালের ব্যর্থতা ঝেড়ে ফেলে আগুনে ফর্মে দেখা যাবে বেঙ্গালুরু’কে? দিনভর এই জল্পনা চলছিলো ক্রিকেট অনুরাগীদের মধ্যে। ভারতীয় দলের দুই তারকা স্মৃতি (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ডুয়েল দেখতেও মুখিয়ে ছিলেন সকলে। শেষ অবধি অবশ্য ভারতীয় সহ-অধিনায়কের বিরুদ্ধে শেষ হাসি হাসলেন ‘উইমেন ইন ব্লু’ অধিনায়কই। বেঙ্গালুরুকে ৯ উইকেটে হারালো মুম্বই।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
আজও টস জিতেছিলেন বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানা। গতকাল প্রথমে বোলিং বেছে ডুবেছিলো আরসিবি দল। আজ প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন মন্ধানা। তবে বদলালো না ম্যাচের ফলাফল। ১৮.৪ ওভারে ১৫৫ রান তোলে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেললেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews), ন্যাটালি স্কিভার-ব্রান্টরা (Natalie Sciver-Brunt)। উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জিতে রান-রেটের হিসেবে অনেকটা এগিয়ে গিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আজকে বেঙ্গালুরুকে হারিয়ে তাদের নেট রান বাড়লো আরও। অন্যদিনে টানা দুই ম্যাচ হেরে লীগ তালিকার নীচের দিকেই রয়ে গেলো বেঙ্গালুরু।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বেঙ্গালুরুর ব্যর্থতা অব্যাহত, হতাশ করলেন তারকা’রা-

স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হিদার নাইট (Heather Knight), মেগান শ্যুট, সোফি ডিভাইন (Sophie Devine), এলিস পেরী (Elysse Perry)-নিলামপর্বের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল দেখে চমকে উঠেছিলেন বিশেষজ্ঞ’রা। মহিলা ক্রিকেটের শ্রেষ্ঠতম তারকাদের সিংহভাগকেই দলে নিতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি (RCB)। টুর্নামেন্ট শুরুর আগে তাদেরকেই ফেভারিটের তকমা দিচ্ছিলেন অনেকে।
তবে খাতায় কলমে সেরা আর বাইশ গজের লড়াইতে সেরা হওয়ার মাঝে যে বিস্তর ফারাক রয়েছে তা উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) প্রথম দুই ম্যাচে বুঝে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকেরা। গতকাল ব্র্যাবোর্ন মাঠে রান তাড়া করতে নেমে সফল হন নি স্মৃতি, রিচা’রা। ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন ব্যাটার’রা। আজও দেখা গেলো একই চিত্র। ১১ বলে ১৬ রান করে আউট হন সোফি ডিভাইন। অধিনায়ক স্মৃতি’র ব্যাট আজও রইলো শান্ত। ১৭ বলে ২৩ করে সাজঘরমুখী হলেন নিলামের সবচেয়ে দামী ক্রিকেটার। দিশা কাসাত (০), এলিস পেরী (১৩) ব্যর্থ হলেন আজ।
মন্থর ইনিংস খেললেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। ২৬ বলে ২৮ রান করে আউট হলেন তিনি। শেষলগ্নে কণিকা আহুজার ১৩ বলে ২২, শ্রেয়াঙ্কা পাতিলের ১৫ বলে ২৩ এবং মেগান শ্যুটের (Megan Schutt) ১৪ বলে ২০ রানের সুবাদে স্কোরবোর্ডে খানিক গতি এসেছিলো বেঙ্গালুরুর। তবুও পুরো ২০ ওভার খেলা সম্ভব হয় নি তাদের পক্ষে। ১৮.৪ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় তারা। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর আজও সফল বাংলার সাইকা ঈশাক (Saika Ishaque)। ২৬ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি। এমিলিয়া কের’ও (Amelia Kerr) নিলেন ২ উইকেট। মুম্বইয়ের সফলতম বোলার অবশ্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। তিনি ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
হেইলি-স্টর্মে খড়কুটোর মত উড়ে গেলো বেঙ্গালুরু-

বল হাতে ৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ঝটকা দিয়েছিলেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। ব্যাট হাতেও মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ঝড় তুলতে দেখা গেলো তাঁকে। প্রথম ম্যাচে ৩১ বলে ৪৭ করেছিলেন তিনি। অল্পের জন্য অর্ধশতক পান নি সেদিন। আজ আক্ষেপ মিটিয়ে নিলেন উইন্ডিজ তারকা। ওপেন করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক দেখিয়েছে তাঁকে। রেণুকা ঠাকুর, এলিস পেরী, মেগান শ্যুট-বেঙ্গালুরু বোলিং-এ তারকা’র ছড়াছড়ি। তাঁদেরও সাধারণের স্তরে নামিয়ে এনে ৩৮ বলে ৭৭* রানের ইনিংস খেললেন হেইলি (Hayley Matthews)। মুম্বই’কে দ্বিতীয় ম্যাচে সহজ জয় এনে দিয়ে ম্যাচের সেরা’ও নির্বাচিত হয়েছেন তিনিই।
হেইলি’র সাথে ওপেন করতে নেমে উইকেটরক্ষক-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) করেন ১৯ বলে ২৩ রান। মারেন ৫ টি চার। প্রীতি বোসের বলে এলবিডব্লু হয়ে ইয়াস্তিকা ফিরলেও হেইলির সাথে মুম্বই ইনিংসের হাল ধরেন ন্যাটালি স্কিভার-ব্রান্ট (Natalie Sciver-Brunt)। ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বইকে (MI) কাঙ্ক্ষিত জয় এনে দেন দুই অলরাউন্ডার। ১৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৭৭* করেন হেইলি। আর ন্যাটালি তাঁর ২৯ বলে ৫৫* রানের ইনিংসটি সাজান ১টি ছক্কা এবং ৯টি চারের সাহায্যে।
টানা দুই জয় তুলে নিয়ে মুম্বই বুঝিয়ে দিলো এখন থেকেই ট্রফির জন্য ঝাঁপাতে তারা প্রস্তুত। দুই ম্যাচে চার পয়েন্টসহ শীর্ষে হরমনপ্রীত’রা। আগামী ৯ মার্চ তাদের পরবর্তী ম্যাচ দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে। ম্যাচ শেষে যখন উৎসবে মেতেছেন মুম্বই ক্রিকেটাররা, তখন ছবিটা সম্পূর্ণ উলটো বেঙ্গালুরু (RCB)শিবিরে। টানা দুই ম্যাচ হারের পর আগামী ৮ মার্চ গুজরাত জায়ান্টসের (GGT) বিরুদ্ধে এবার অস্তিত্বরক্ষার লড়াইতে নামতে হবে স্মৃতি মন্ধানাদের।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur