WPL 2023: “টি-২০ লীগ মানেই মুম্বই ইন্ডিয়ান্স…” হরমনপ্রীতদের জয়ে উদ্বেল হলো সোশ্যাল মিডিয়া !!

WPL 2023: গত ৪ঠা মার্চ পথচলা শুরু করেছিলো উইমেন্স প্রিমিয়ার লীগ। পুরুষদের ক্রিকেটের আইপিএলের ধাঁচে মেয়েদের খেলাতেও ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু করার পথে হেঁটেছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বাইশ দিনের ক্রিকেট উৎসব শেষে আজ যবনিকা পড়লো তাতে। পাঁচ দলীয় প্রতিযোগিতায় আগাগোড়া দাপট দেখিয়েছিলো দুটি দল- দিল্লী ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। তারাই মুখোমুখি হয়েছিলো আজ ফাইনালে। […]