WPL 2023
WPL 2023

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লীগে আজ ছিলো মর্যাদারক্ষার লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত জায়ান্টস দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে আজ মাঠে নেমেছিলো। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আজ মরসুমের প্রথম জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিলো দুই দলের সামনেই। দুই ম্যাচের শেষে লীগ টেবিলের একদম নীচে অবস্থান করছিলো গুজরাত (GGT) এবং বেঙ্গালুরু (RCB)। ট্রফির লড়াইতে ফিরতে আজ জয় একান্ত প্রয়োজন ছিলো দুই পক্ষেরই।

মরসুমের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ব্যটিং বিক্রমের সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো গুজরাত (GGT)। ১৪৩ রানে হারতে হয়েছিলো তাদের। আর দ্বিতীয় ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিলো ইউ পি ওয়ারিয়র্সের (UPW) গ্রেস হ্যারিসের (Grace Harris) এক অসামান্য ইনিংসের জন্য। ২৬ বলে ৫৯* করে ম্যাচ গুজরাতের হাতের মুঠো থেকে কেড়ে নিয়ে গিয়েছিলেন গ্রেস। গত দুই ম্যাচের ভুল আর করতে রাজী ছিলেন না গুজরাত ক্রিকেটার’রা। গত ম্যাচে প্রথমে ব্যাট করে হারতে হয়েছিলো। তবু আজ ফের টসে জিতে ব্যাটিং-ই বেছে নিলেন অধিনায়ক স্নেহ রানা (Sneh Rana)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

গত দুই ম্যাচে টসে জিতেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। কিন্তু বাইশ গজের লড়াইতে জুটেছিলো হার। প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ৬০ রানে হেরেছিলেন স্মৃতি’রা। আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারেন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আজ টস বিপক্ষে গিয়েছিলো বেঙ্গালুরুর। কিন্তু ম্যাচের ফলাফল কিছুমাত্র পরিবর্তন হলো না। ফের একবার বোলিং ভিলেন হলো আজ। গুজরাতের তোলা ২০১ রানের জবাবে আরসিবি ইনিংস থামলো ১৯০ রানে। টানা তিন ম্যাচ হেরে অন্ধকার আরও খানিক ঘন হলো বেঙ্গালুরুর চারপাশে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আগ্রাসী ব্যাটিং-এ রানের পাহাড়ে গুজরাট-

Harleen Deol | WPL 2023 | image: twitter
Harleen Deol and Sophia Dunkley’s innings steered Gujarat Giants to a huge total

চোটের জন্য আজও খেলতে পারেন নি বেথ মুনি (Beth Mooney)। অধিনায়কত্ব করলেন স্নেহ রানা’ই (Sneh Rana)। টস জেতার স্নেহ বলেছিলেন প্রথমে ব্যাটিং করার ফায়দা নিতে চায় তাঁর দল। অধিনায়কের কথামতই শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেলো গুজরাত দল’কে। মেগান শ্যুটের (Meghan Schutt) বলে সাবভিনেনী মেঘনা মাত্র ৮ রানে ফিরে গিয়েছিলেন। আগের ম্যাচগুলিতেও শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়তে দেখা গিয়েছিলো গুজরাত’কে। কিন্তু আজ অন্য গুজরাত (GGT) ব্যাটিং লাইন-আপকে দেখলো ক্রিকেটবিশ্ব।

ওপেনার সোফিয়া ডাঙ্কলি (Sophia Dunkley) দ্বিতীয় ওভারেই এলিস পেরী’র (Ellyse Perry) বলে স্কুপ শট মেরে বল বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তুলতে দেখা গেলো তাঁকে। মাত্র ১৮ বলে অর্ধশতক পেরিয়ে গিয়েছিলেন ডাঙ্কলি। যেভাবে রান তুলছিলেন তিনি, ডব্লুপিএলের প্রথম শতরানটি আশা করতে শুরু করেছিলেন অনেকেই। তবে ২৬ বলে ৬৫ রান করে অবশেষে থামতেই হলো তাঁকে। ১১টি চার এবং ৩টি ছক্কা মারেন তিনি।

ডাঙ্কলি ফেরার পর গুজরাতের ব্যাটিং-কে টানলেন হরলীন দেওল (Harleen Deol)। প্রথম ম্যাচে শূন্য করে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে কামব্যাক করেছিলেন ভারতীয় ক্রিকেটার। আজও নিজের ছন্দ ধরে রাখলেন তিনি। হরলীনের (Harleen Deol) ব্যাট থেকে এলো ৪৫ বলে ৬৭ রান। অজি অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার (Ashleigh Gardener) আজ ১৫ বলে ১৯ করে থেমে যান। লোয়ার অর্ডারে দয়ালন হেমলতা’র (Dayalan Hemalatha) ৭ বলে ১৬ রান এবং অ্যানাবেল সাদারল্যান্ডের ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসদুটি গুজরাত জায়ান্টসের (GGT) রান ২০০’র গণ্ডী পার করিয়ে দেয়। ২০ ওভারে ২০১ রান করে থামে জায়ান্টস’রা।

আজও ব্যর্থ স্মৃতি, আবার হার বেঙ্গালুরুর-

Sophie Devine | WPL 2023 | image: twitter
Despite Sophie Devine and Heather Knight’s heroics with the bat, RCBW fell short against GGT

সর্বোচ্চ মূল্যে উইমেন্স প্রিমিয়ার লীগ নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তিন ম্যাচ কেটে গেলেও এখনও সেরা ছন্দের ধারেপাশেও দেখা যাচ্ছে না স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana)। সম্ভাবনা জাগিয়ে আজ শুরু করেছিলেন স্মৃতি। কিন্তু ১৪ বলে ১৮ রান করেই থামতে হলো তাঁকে। অ্যাশলি গার্ডনারের (Ashleigh Gardner) শিকার হলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চমৎকার ব্যাটিং করেছিলেন রিচা ঘোষ (Richa Ghosh)। দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপেও একাধিক ম্যাচ জেতানো ইনিংস দেখা গিয়েছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালঞ্জার্স (RCB) জার্সিতে টানা ব্যর্থতা সঙ্গী তাঁরও। ১০ বলে ১০ রান করে গার্ডনারের বলে বোল্ড হন তিনি। শুরুটা আজও ভালো করেছিলেন এলিস পেরী (Elysse Perry)। কিন্তু ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন না অস্ট্রেলীয় তারকা এলিস পেরী। ২৫ বলে ৩২ করে আউট হন তিনি।

প্রায় একার কাঁধেই রয়্যাল চ্যালেঞ্জার্স ইনিংসকে টানলেন সোফি ডিভাইন (Sophie Devine)। প্রথম দুই ম্যাচে বড় রান পান নি তিনি। তৃতীয় ম্যাচে এসে জাত চেনালেন নিউজিল্যান্ডের তারকা। ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৬৬ রান এলো তাঁর ব্যাট থেকে। সোফির ব্যাটেই বেঁচে ছিলো বেঙ্গালুরুর জয়ের স্বপ্ন। অ্যানাবেল সাদারল্যান্ডের (Annabel Sutherland) বলে অ্যাশলি গার্ডনারের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যেতেই টানা তৃতীয় হার কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলো আরসিবি’র।

ইউ পি ওয়ারিয়র্স ম্যাচে অসামান্য এক ইনিংস খেলে গুজরাতের স্বপ্ন খানখান করে দিয়েছিলেন গ্রেস হ্যারিস (Grace Harris)। আজকেও শেষলগ্নে সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের হিদার নাইট (Heather Knight)। সেদিন গ্রেসের সঙ্গ দেওয়ার জন্য একজন সোফি একলেস্টোন (Sophie Ecclestone) ছিলেন। আজ হিদারের সাথে দাঁড়ালেন না কেউই। ১১ বলে ৩০* রানের ঝোড়ো ইনিংস খেলেও দিনের শেষে পরাজিতের দলের নাম থাকলো তাঁর। টানা তিন ম্যাচ হেরে লীগ তালিকার সবচেয়ে নীচে এখন বেঙ্গালুরু। তাদের পরবর্তী ম্যাচ ১০ মার্চ ইউ পি’র বিরুদ্ধে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *