World Cup 2023: বিশ্বকাপ আসতেই স্বমেজাজে মিচেল স্টার্ক, প্রস্তুতি ম্যাচে দুরন্ত হ্যাট্রিক অজি পেসারের !! 1

World Cup 2023: বেজেছে বিশ্বকাপের (World Cup 2023) দামামা। ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশ নিতে ভারতে পৌঁছে গিয়েছে অংশগ্রহণকারী দলগুলি। মূলপর্বের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য বর্তমানে সবক’টি দলই প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। গতকাল ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ওয়ার্ম-আপ ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিলো বৃষ্টির কারণে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে একটি বল’ও খেলা এগোয় নি। দিনের অন্য প্রস্তুতি ম্যাচটিতেও থাবা বসায় বৃষ্টি। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের (AUS vs NED) খেলা ৫০ ওভার থেকে কমে দাঁড়িয়েছিলো ২৩ ওভারের। তাতেও শেষ করা গেলো না খেলাটি।

প্রথমে ব্যাটিং করে অজি’রা। মিচেল মার্শ (Mitchell Marsh) এবং ডেভিড ওয়ার্নারের (David Warner) চেনা ওপেনিং জুটির বদলে ইনিংসের সূচনায় দেখা গিয়েছিলো স্টিভ স্মিথ এবং জশ ইংলিস’কে। অতিরিক্ত উইকেটরক্ষক ইংলিস দ্রুত ফিরলেও, রান পেলেন স্মিথ। টপ অর্ডারে ৪২ বলে ৫৫ করেন তিনি। তিনে নেমে অ্যালেক্স ক্যারি করেন ২৮ রান। চার নম্বরে মিচেল স্টার্ককে (Mitchell Starc) ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। তিনিও করেন ২৪* রান। শেষমেশ ১৬৬ রান করে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বাম হাতি পেসের ধাক্কায় ছিন্নভন্ন হয় নেদারল্যান্ডস। বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন স্টার্ক। সদ্যই ফিরেছেন সাদা বলের ক্রিকেটে। বিশ্বকাপের জন্য তিনি যে তৈরি তা গতকাল তিরুঅনন্তপুরমের বাইশ গজে বুঝিয়ে দিলেন তিনি। ডাচ’রা যখন ৬ উইকেটের বিনিময়ে ৮৪ রানে দাঁড়িয়ে, তখন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাজি স্টার্ক-

Mitchell Starc | ICC World Cup | Image: Getty Images
Mitchell Starc | Image: Getty Images

২০১৫ বিশ্বকাপে (ICC World Cup) অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। দেশের মাঠে বল হাতে বাইশ গজে ঝড় তুলেছিলেন তিনি। টুর্নামেন্টে ১০.১৮ বোলিং গড় এবং ৩.৫০ ইকোনমি রেটে মাত্র ৮ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি। হয়েছিলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। ২০১৯ বিশ্বকাপে (ICC World Cup) অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হতে না পারলেও স্টার্কের (Mitchell Starc) পারফর্ম্যান্স নজর কেড়েছিলো। ১০ ম্যাচে তাঁর ঝুলিতে জমা হয়েছিলো ২৭ উইকেট। ২০১৫ এবং ২০১০-দুইবারই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

নিজের তৃতীয় বিশ্বকাপে স্টার্কের সামনে সুযোগ থাকছে স্বদেশীয় গ্লেন ম্যাকগ্রাকে (Glenn McGrath) ছাপিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সফলতম বোলার হওয়ার। তার জন্য তাঁকে আরও ২২টি উইকেট নিতে হবে। বিশ্বকাপে (ICC World Cup) তাঁর যা ট্র্যাক রেকর্ড, তাতে বাজি লাগানোই যায় স্টার্ককে নিয়ে।বয়স হয়েছে ৩৩, সদ্য ফিরেছেন চোট সারিয়ে। অনেকেই বাম হাতি পেসারের ছন্দ নিয়ে সন্দিহান ছিলেন। বিশেষ করে রাজকোটে তাঁর বিরুদ্ধে রোহিত শর্মাকে (Rohit Sharma) একের পর এক বড় শট খেলতে দেখার পর অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপে চেনা ছন্দে দেখা যাবে না স্টার্ককে।

কিন্তু গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে অজি পেসার প্রমাণ করলেন কেন তাঁকে বড় মঞ্চের এক্স-ফ্যাক্টর বলা হয়ে থাকে। দুর্দান্ত হ্যাট্রিক করলেন তিনি। প্রথম ওভারের পঞ্চম বলে স্টার্কের (Mitchell Starc) ইনস্যুইঙ্গার খুঁজে নেয় ম্যাক্স ও’ডয়েডের (Max O’Dowd) প্যাড। এরপরের বলে তিনি বোল্ড করেন ওয়েসলি বারেসি’কে (Wesley Barresi)। দুজনেই ফেরেন শূন্য করে। এরপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে স্টার্কের ইনস্যুইঙ্গিং ইয়র্কার নড়িয়ে দেয় বাস দে লিডের (Bas de Leede) স্টাম্প। তিনিও খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে।

দেখে নিন স্টার্কের হ্যাট্রিক’টি-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *