ipl-2024-csk-vs-srh-toss-report

IPL 2024: চিপকের বাইশ গজে আজ দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি দুই হেভিওয়েট-চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের (IPL) শুরুটা ভালো করলেও বর্তমানে খানিক চাপে রয়েছে চেন্নাই। গতবারের চ্যাম্পিয়নরা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে। আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য থাকবে মহেন্দ্র সিং ধোনিদের। মরসুমের নবম ম্যাচে পঞ্চম জয়ের প্রচেষ্টায় থাকবে তারা। অন্যদিকে ছন্দে থাকা সানরাইজার্স আচমকাই গত ম্যাচে লীগের একদম তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে বসায় একটু ব্যাকফুটে। অধিনায়ক কামিন্স চাইবেন আগ্রাসনের রথে সওয়ার হয়ে চেন্নাই বধ করতে।

চিপকে চেন্নাইয়ের হয়ে ওপেন করতে দেখা যাবে অজিঙ্কা রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড়কে। অধিনায়ক ঋতুরাজ আগের ম্যাচেই শতরান করেছেন। আজও সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাইবেন তিনি। তিনে দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। কিউই অলরাউন্ডার চলতি মরসুমে এখনও সাফল্য পান নি তেমন। আজ ফর্মে ফিরতে চাইবেন নিঃসন্দেহে। এরপর শিবম দুবে ও রবীন্দ্র জাদেজাকে নামিয়ে রানের গতি বাড়ানো লক্ষ্য হতে পারে চেন্নাইয়ের। থাকছেন অলরাউন্ডার মঈন আলিও। চিপকের জনতাকে খুশি করতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যামিও। বোলিং বিভাগে মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডেদের সাথে থাকছেন দীপক চাহার ও মুস্তাফিজুর রহমান।

চলতি মরসুমে একাধিক ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে প্রতিপক্ষকে চূর্ণ করতে দেখা গিয়েছে সানরাইজার্স’কে। আজ ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার জুটি ঝড় তুলতে পারে ইনিংসের শুরুতেই। এরপর থাকছেন এইডেন মার্করাম। চারে আরও এক প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেনকে নামিয়ে রান গতি বাড়ানোর লক্ষ্য থাকবে অরেঞ্জ আর্মির। পাঁচে নামতে চলেছেন তরুণ নীতিশ কুমার রেড্ডি। চলতি মরসুমে ব্যাট হাতে দারুণ খেলেছেন শাহবাজ আহমেদ’ও। থাকছেন তিনিও। ফিনিশার হিসেবে সানরাইজার্স শিবির ভরসা রাখছে আব্দুল সামাদের উপর। কামিন্স, ভুবনেশ্বর, নটরাজন পেস ত্রয়ীর সাথে খেলছেন জয়দেব উনাদকাট’ও।

Read More: IPL 2024: ক্যাচ মিস RCB-র, সতীর্থের বিরুদ্ধেই ক্ষিপ্ত মহম্মদ সিরাজ, হতাশ বিরাট’ও !!

IPL ম্যাচের সময়সূচি-

চেন্নাই সুপার কিংস (CSK) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ৪৬

তারিখ- ২৮/০৪/২০২৪

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Chennai Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

MA Chidambaram Stadium, Chennai | IPL 2024 | Image: Twitter
MA Chidambaram Stadium, Chennai | Image: Twitter

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সাধারণত মন্থর উইকেট চোখে পড়ে। ধীর গতির বোলাররা এখানে সাফল্য পেতে পারেন। সাফল্য এনে দিতে পারে গতির তারতম্য’ও। পাওয়ার প্লে’কে নিশানা করবে ব্যাটিং পক্ষ। এখনও অবধি এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ৮০টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ৪৭টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয়ের সংখ্যা এখানে ৩৩টি। এখানে প্রথম ইনিংসের গড় রান সংখ্যা ১৬৪। দ্বিতীয় ইনিংসে গড় রান সংখ্যা ১৫১।

রবিবার দক্ষিণ ভারতের শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১ শতাংশ। তবে তা খেলায় বাধা সৃষ্টি করবে না বলেই মনে করছে ক্রিকেটজনতা। রবিবার চেন্নাইয়ের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ থাকতে পারে। যা অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। একই সাথে ম্যাচের সময় ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহের সম্ভাবনাও আছে।

দুই দলের প্রথম একাদশ-

CSK vs SRH | IPL 2024 | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস (CSK)-

ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মঈন আলি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পথিরানা।

বিকল্প- সমীর রিজভি, শার্দুল ঠাকুর, সাইক রশিদ, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার।

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি.নটরাজন।

বিকল্প- উমরান মালিক, মায়াঙ্ক মারকণ্ডে, আনমোলপ্রীত সিং, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Pat Cummins and Ruturaj Gaikwad | IPL 2024 | Image: Getty Images
Pat Cummins and Ruturaj Gaikwad | Image: Getty Images

ঋতুরাজ গায়কোয়াড়-

টসে অবশ্যই জিততে চেয়েছিলাম। কিন্তু এটা আমাদের হাতে নেই। আমরা যদি বড় রান করতে পারি নিঃসন্দেহে ওরা চাপে পড়বে। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়েছি। ২-৩ ওভারের ব্যবধানেই ধরাশায়ী হয়েছি। বোলিং-এ সুযোগের সদ্ব্যবহার করতে পারি নি। আমরা যেখানে আছি তাতে খুশি হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে আরও ভালো করতে হবে।

প্যাট কামিন্স-

আমরা প্রথমে বোলিং করবো। আপনি দেখতেই পাচ্ছেন কেন এখানে এত আওয়াজ। ছেলেরা মুখিয়ে রয়েছে। আমাদের দলে ভুবি রয়েছে যে নতুন বলে দারুণ। আমি প্রয়োজন পড়লে করি। আমরা একজন অতিরিক্ত ব্যাটারের সাথে যাচ্ছি। মারকণ্ডে বাদ যাচ্ছে। আমরা বরাবরই প্রথমে বোলিং করতে চেয়েছি। পরের দিকে হয়ত শিশির দেখা যেতে পারে।

CSK বনাম SRH, টস রিপোর্ট-

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।

Also Read: বিশ্বকাপ জিততে দুর্দান্ত চাল পাকিস্তানের, ভারতকে বিশ্বসেরা করা এই খেলোয়াড়কে করলো কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *