GT vs CSK, MATCH 59 Toss Report in Bengali: টস জিতলো চেন্নাই, প্লে-অফের রেসে টিকে থাকতে গুজরাট দলে হলো বড় পরিবর্তন !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (GT vs CSK)। দুই দলের মধ্যেই আগে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে চেন্নাইয়ের কাছে বড় ব্যাবধানে পরাজিত হতে হয়েছিল গুজরাট দলকে। পয়েন্ট তালিকার বিচারে আপাতত ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এবং ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একদম শেষে রয়েছে গুজরাট। দিল্লির কাছে একটি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে দুই ম্যাচ পরপর হেরে হারের হ্যাটট্রিক করেছে গুজরাট টাইটান্স। আজকের দিনে গত বছর দুই দল এই মাঠেই আইপিএল ফাইনাল খেলেছিল। গুজরাট দল গত সিজিনের প্লে-অফের ম্যাচ থেকে এখনও পর্যন্ত চেন্নাইয়ের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আজকে দুই দলের মধ্যেই হতে চলেছে হাড্ডাহাড্ডি এক লড়াই।

Read More: রুশোর সেলিব্রেশন পড়লো ভারি, বিরাট কোহলি লাইভ ম্যাচে ওড়ালেন খিল্লি !!

GT vs CSK, IPL 2024, MATCH 59, PITCH AND WEATHER UPDATE

Ipl 2024
Narendra Modi Stadium | Image: Getty Images

আজকের ম্যাচটি গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনিষ্ঠিত হতে চলেছে। এই মাঠের পিচের কথা বলতে গেলে এখানকার পিচ ব্যাটসম্যানদের পক্ষে বেশ সহায়ক। চলতি মরশুমে একাধিক রান দেখা গিয়েছে এই মাঠে। গুজরাট তাদের শেষ ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলেছিল, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার দল খুব সহজেই গুজরাটকে পরাজিত করেছিল। এখানে প্রথম ইনিংসে গড় রান ১৯০ এবং দ্বিতীয় ইনিংসে সেটি গিয়ে দাঁড়ায় ১৯৬’তে। শেষবার দুই দল এই ময়দানে ২০২৩ আইপিএলের ফাইনাল ম্যাচটি খেলেছিল যেখানে গুজরাতকে পরাস্ত করে পাঁচবারের চ্যাম্পিয়ন হয়ে ওঠে CSK। আজ আহমেদাবাদে দিনের বেলা সর্বাধিক ৪১ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং রাতে কমতে কমতে ২৮ ডিগ্রীতে চলে আসবে। বাতাসে ৩৭ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকবে ও ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। বৃষ্টিপাত হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে দিয়েছে হওয়া অফিস।

GT vs CSK, IPL 2024, MATCH 59, টসের পর অধিনায়কদের বয়ান

শুভমান গিল –

আগে বোলিং করতাম, উইকেট দেখতে ভালো লাগছে। প্লে-অফে যোগ্যতা অর্জনের ১ শতাংশ সম্ভাবনা রয়েছে, তাই আমরা তার জন্য কঠোর চেষ্টা করতে যাচ্ছি। মেজাজটা অন্য ম্যাচের মতো, দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিতেই বিশ্বাস করি। ব্যাট করার জন্য এটা ভালো উইকেট। বড় রান বানিয়ে তাদের সীমাবদ্ধ করার চেষ্টা করবে।

ঋতুরাজ গাইকোয়ার্ড –

আমরা প্রথমে বল করব। দেখে ভালো উইকেট মনে হচ্ছে। এখানে দ্বিতীয় ব্যাটিং ভালো হয়। তাই আমরা তাড়া করতে চাই। অনেকটা চেন্নাইয়ের মতো উইকেট আমরা লাল মাটির উইকেট খুব একটা পছন্দ করিনা। আপনি আইপিএলে অনেক ম্যাচ হারতে হয় তবে আপনাকে নিশ্চিত করতে হবে সবাই সঠিক ভাবে আছেন কিনা।

GT vs CSK, IPL 2024, MATCH 59, দুই দলের একাদশ

গুজরাট টাইটানস: শুভমান গিল (C), সাই সুধারসন, শাহরুখ খান, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড (WK), রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা, কার্তিক ত্যাগী।

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কওয়াড় (C), রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (WK), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, সিমারজিৎ সিং।

Read Also:বিশ্বকাপের আগে বড় খোলাসা BCCI’এর, প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হচ্ছেন রাহুল দ্রাবিড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *