রুশোর সেলিব্রেশন পড়লো ভারি, বিরাট কোহলি লাইভ ম্যাচে ওড়ালেন খিল্লি !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ মরশুম (IPL 2024)। গতকাল ধরমশালায় চললো কিং কোহলি (Virat Kohli) শো। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্ধর্ষ একটা ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলকে টিকিয়ে রাখলেন আইপিএল প্লে-অফের জন্য। গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ২৪১ রান বানায় রয়্যাল চ্যালেঞ্জার্স দল সেই রান তাড়া করতে এসে পাঞ্জাব কিংস ১৮১ রানেই গুটিয়ে যায় এবং ৬০ রানে পরাজিত হয়ে আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস। এই নিয়ে আইপিএলের প্লে-অফ থেকে ১৫ বার ছিটকে গেল পাঞ্জাব।

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন কোহলি

Virat Kohli, ipl 2024
Virat Kohli | Image: Getty Images

সম্প্রতি প্রাক্তন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মূলত বিরাটের স্ট্রাইক রেট নিয়ে খুশি নন প্রাক্তন ক্রিকেটাররা। গতকাল সমালোচকদের মোক্ষম জবাব দিলেন বিরাট। ব্যাট হাতেই শুধু তান্ডব দেখালেন না, গতকাল তার ফিল্ডিং দিয়ে তিনি স্পষ্ট করে দিলেন তিনি কতটা ফিট। ব্যাটিং সহায়ক উইকেটে এবং ভাগ্যের তাগিদে গতকাল বিরাট কোহলির ব্যাট থেকে দুর্ধর্ষ একটা ইনিংস দেখা গিয়েছে। চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপ তার মাথাতেই বিরাজমান রয়েছে। ১২ ম্যাচে ৭০.৪৪ গড়ে ও ১৫৩.৫১ স্ট্রাইক রেটে ৬৩৪ রান বানিয়ে ফেলেছেন বিরাট। তার এই ফর্ম আসন্ন T20 বিশ্বকাপের তাগিদে ভারতীয় ভক্তদের বেশ স্বচ্ছন্দ দেবে।

রুশোর সেলিব্রেশনের জবাব দিলেন কোহলি

Rille Rossouw and Virat kohli, ipl 2024
Rille Rossouw and Virat kohli | Image: Twitter

গতকাল ব্যাঙ্গালুরুর বানানো ২৪১ রান তাড়া করতে এসে ঝোড়ো হাফ সেঞ্চুরি করে স্টেন গানের আদলে সেলিব্রেট করেন রাইলি রুশো (Rilee Rossouw)। আর দুরন্ত ফিল্ডিং করে শশাঙ্ক সিংকে (Shashank Singh) রান আউট করার পর কোহলি পাল্টা স্টেন গান সেলিব্রেশন শুরু করেন।

বিগত কয়েকটি ম্যাচ ধরেই বিরাটের স্ট্রাইক রেট নিয়ে চলছে চর্চা। গতকাল সমালোচকদের যোগ্য জবাব দিলেন বিরাট। ৪৭ বলে ৭টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে বিরাট ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর মন্তব্য করে বলেন, “আমার মাথায় স্ট্রাইক রেট বাড়ানোর ব‌্যাপারটাই চলছিল। আজ এটার উপরেই লক্ষ দিয়েছি, আমার জন্য এবং আমার দলের জন্য এটা সুবিধাজনক হবে।

Read Also: এখনও সহজ নয় RCB’র প্লে-অফে পৌঁছানো, গুজরাট-মুম্বইকে দেখাতে হবে বন্ধুত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *