"এরা হারতেই মাঠে নামে..." RCB'র কাছে ৬০ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল PBKS, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2024: গত চার ম্যাচে চার জয়, এখনও পর্যন্ত প্লে-অফের দৌড়ে টিকে রইলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। আজকের ‘ডু ওর ডাই’ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (PBKS vs RCB)। পাঞ্জাবকে ৬০ রানে পরাজিত করে টুর্নামেন্টে টিকে রইলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস (PBKS)। আজকের ম্যাচে টস ভাগ্য ছিল স্যাম কুরানের (Sam Curran) পক্ষে। টস জিতে ব্যাঙ্গালুরু দলকে প্রথমে ব্যাটিং লড়ার আহবান দেন ক্যাপ্টেন স্যাম।

পাঞ্জাবের বিরুদ্ধে ২৪১’ রান জুড়ে দেয় RCB

Virat Kohli, ipl 2024
Virat Kohli | Image: Getty Images

তার নেওয়া সিদ্ধান্ত পাওয়ার প্লেতে বেশ কার্যকরী হয় এবং পাওয়ার প্লের ভিতরেই RCB’ দলের ক্যাপ্টেন ফফ ডু প্লেসিস (Faf Du Plessis) ও ইনফর্ম উইল জ্যাক্সকে (Will Jacks) প্যাভিলিয়নে ফেরান অভিষেক করা বিদ্ব্যাৎ কাভেরাপ্পা। আবার একবার কঠিন সময়ে দলের হয়ে সামনে থেকে পারফরমেন্স করে দেখালেন কিং বিরাট কোহলি (Virat Kohli)। রজত পতিদারের (Rajat Patidar) সঙ্গে জুটি বেঁধে ৩২ বলে ৭৬ রানের অংশীদারি রাখেন দুই ব্যাটসম্যান। ৩টি চার ও ৬ টি ছক্কার সহযোগে ২৩ বলে বিধ্বংসী মেজাজে সিজিনের চতুর্থ অর্ধ-শতরান সম্পন্ন করেন পতিদার। ৫৫ রান বানিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন।

Read More: IPL 2024: মেগা অকশনের আগেই ছাঁটাই কোচ-অধিনায়ক, জোর ডামাডোল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবিরে !!

আজ RCB’র হয়ে ৭টি চার ও ৬ টি ছক্কার বিনিময়ে ৪৭ বলে কিং কোহলি ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাশাপশি ক্যামেরন গ্রিনের (৪৬) ও কার্তিকের (১৮) রানের বিনিময়ে ২৪১’রান বানিয়ে ফেলে কোহলি’রা। তবে, রান তাড়া করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। মাত্র ৬ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। পাশপাশি, ১৬ বল খেলে ২৭ রান বানিয়ে পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়ে যান জনি। দলের হয়ে সর্বাধিক ৬২ রান বানান রিলে রুশো।

৬০’রানে ম্যাচ হারলো পাঞ্জাব

Ipl 2024, pbks vs rcb
PBKS vs RCB | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকান প্রতিভাবান ব্যাটসম্যান আজ তার বিধ্বংসী ইনিংসে ৯টি চার মেরেছেন ও ৩টি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছেন। তবে, দলের ইনফর্ম ব্যাটসম্যান শশাঙ্ক আউট হতেই পাঞ্জাবের থেকে খেলা ফসকে যায়। ব্যাট হাতে তিনি ১৯ বলে ৩৭ রান বানিয়েছিলেন এবং ইনিংস জিরে ৪টি চার ও ২টি ছক্কাও হাঁকিয়েছিলেন। ১৮১ রানে শেষ হয় পাঞ্জাবের ব্যাটিং, ৬০ রানে সিজিনে পঞ্চম ম্যাচ জিতে নিলো RCB, আজকের পাঞ্জাবের পরাজয়ের পর সমাজমাধ্যম জুড়ে চলছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: SRH দলের এই ‘বিবাহিত’ তারকাকে মন দিলেন কাব্য মারান, মিললো চমকপ্রদ তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *