আসন্ন আইপিএলে এই ৩ ফ্রাঞ্চাইজি KL রাহুলকে দলে নিয়োগ করতে মোরিয়া হয়ে লড়াই চালাবে !! 1

KL Rahul: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। চলতি মরশুমের প্রতিটি ম্যাচ এতটাই সাসপেন্স নিয়ে সমাপ্ত হচ্ছে যে শেষ বলে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। তবে, চলতি আইপিএলের ৫৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস (SRH vs LSG), এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান বানায় লখনৌ এবং এই রান তাড়া করে ৯.৪ বলেই জয় সুনিশ্চিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ। লখনৌ দলের এই পারফরমেন্সের পর মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) রাহুলের উপর রিতিমতন মেজাজ হারিয়েছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে লখনৌ দলের হয়ে খেলতে দেখা যাবে না কেএল রাহুলকে (KL Rahul)। ২০২২ সালে মেগা নিলামের আগে, লখনৌ ফ্রাঞ্চাইজির প্রথম মৌসুমের আগে তিনজন খেলোয়াড় বাছাই করার অনুমতি দেওয়া হয়েছিল। তখন লখনৌ কেএল রাহুলকে ১৭ কোটি টাকায় দলে যুক্ত করেছিল তবে আসন্ন মরশুমে তাকে দলে নেওয়ার জন্য ৩ টি দল লড়াই চালাবে।

গুজরাট টাইটান্স

LSG vs GT
Gujarat Titans | Image: Getty Images

তালিকার শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। ২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টস (LSG) এর সঙ্গে সঙ্গে গুজরাট দলের আবির্ভাব ঘটেছিল। আইপিএলের মঞ্চে প্রথম সিজনেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আইপিএল ট্রফি জয় করে গুজরাট টাইটান্স। এরপর ২০২৩ বর্ষে ফাইনালেও পৌঁছে গিয়েছিল গুজরাট দলটি, তবে শেষ বলে ম্যাচ হারতে হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে। তবে ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরার ইচ্ছা প্রকাশ করেন হার্দিক পান্ডিয়া এবং তাকেই এই ফ্রাঞ্চাইজদের নতুন অধিনায়ক করা হয়েছে। যে কারণে শুভমান গিলকে (Shubman Gill) গুজরাট দলের অধিনায়ক করা হয়েছে। তবে, তার নেতৃত্বে গুজরাট দলের পারফর্মেন্স অনেকটাই বিগড়ে গিয়েছে।

Read More: Big Breaking: অধিনায়কত্ব ছাড়লেন KL Rahul, খেলবেন না বাঁকি দুটি ম্যাচ !!

আপাতত ১১ টি ম্যাচে তারা চারটি জয় পেয়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে শেষের পজিশনে রয়েছে। গুজরাট দলের কাছে প্লেঅফে কোয়ালিফাই করার মতন সম্ভাবনা নেই বললেই চলে। তবে আসন্ন সিজনে গুজরাট দলের একজন ক্যাপ্টেন ও উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন হবে। চলতি সিজনে গুজরাটের ক্যাপ্টেন ও উইকেট রক্ষক ব্যাটসম্যান দুজনেই চরম ফ্লপ হয়েছেন। আপাতত ঋদ্ধিমান ৯ ইনিংসে ১৫.১১ গড়ে ও ১১৮.২৬ স্ট্রাইক রেটে ১৩৬ রান বানিয়েছেন। তার এই পারফরমেন্সের পরে আগামী মৌসুমে তাকে দলে রাখতে চাইবে না ফ্রাঞ্চাইজি। যে কারণে লোকেশ রাহুলকে টার্গেট করতে চাইবে। গুজরাট টাইটান্স তাকে দলে নিয়োগ করে অধিনায়ক বানাতে পারে ও তিনি একজন উইকেট কিপারের ভূমিকা পালন করতে পারেন।

চেন্নাই সুপার কিংস

Ipl 2024
Chennai Super Kings | Image: Getty Images

আসন্ন মরশুমে কেএল রাহুলকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস। চলতি মৌসুমে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দলের অধিনায়কত্ব ঋতুরাজ গায়কওয়ার্ডের হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি দলের উইকেট রক্ষকের ভূমিকা ধোনি পালন করলেও তিনি রীতিমতন চোটের সঙ্গে লড়াই করছেন। তবুও ভক্তদের জন্য তিনি এই সিজনে খেলে যাচ্ছেন, আশা করা যায় আগামী সিজন থেকে তিনি আর আইপিএলে অংশগ্রহণ করবেন না। ফলে চেন্নাই দলের একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন হবে, তারা লোকেশ রাহুলকে টার্গেট করতে পারেন। শুধুমাত্র উইকেট কিপার হিসেবেই নয় তাকে লিডারশিপ গ্রুপের আওতায়ও আনতে পারে চেন্নাই দল।

পাঞ্জাব কিংস

Kl rahul
Punjab Kings | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস যারা কেএল রাহুলকে (KL Rahul) টার্গেট করতে পারে। এই দলের হয়ে লোকেশ রাহুল আগেও খেলেছেন, তবে ২০২২ সালের মেগা নিলামের আগে রাহুল পাঞ্জাব দলে থাকতে চাননি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রাহুল নতুন দল পেতে চেয়েছিলেন, যে কারণেই তিনি লখনৌ দলে যোগ দেন তবে আসন্ন মেগা নিলামে পাঞ্জাব কিংস দলে আবার ফিরতে পারেন রাহুল। এই দলের হয়ে সর্বাধিক রান তিনিই বানিয়েছেন, তিনি দলকে নেতৃত্বও দিয়েছিলেন। পাঞ্জাব লখনৌ’এর হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন এবং ৫২.৬২ গড়ে তিনি ২৫৪৮ রান বানিয়েছিলেন। যদিও তার নেতৃত্বে পাঞ্জাব প্লে-অফে পৌঁছাতে পারেনি পাঞ্জাব, কিন্তু তার নেতৃত্বে পরবর্তী দুই সিজিনে লখনৌ সুপার জায়ান্টস দুইবার প্লে-অফে পৌঁছে গিয়েছিল।

তবে রাহুলের পরবর্তী সময়ে তার বন্ধু মায়ঙ্ক আগারওয়ালের (Mayank Agarwal) হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল যিনিও ক্যাপ্টেন হিসাবে চরম ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক হিসেবে। পাশাপাশি চলতি সিজিনে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) দলের নেতৃত্ব দেওয়ার পর চোটের কারণে তিনি আপাতত বাইরেই বসে আছেন। তার পরিবর্তে স্যাম কুরানকে (Sam Curran) দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। আসন্ন আইপিএলে পাঞ্জাব দলের একজন অধিনায়ক ও একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন। যে কারণে আসন্ন মেগা আইপিএলে লোকেশ রাহুলকে টার্গেট করতে পারে পাঞ্জাব কিংস।

Read Also: IPL 2024: শেষ হলো পাঞ্জাব কিংসের পথ চলা, RCB’র কাছে হারতেই আইপিএল ২০২৪ থেকে গেল ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *