GT'র বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি হাঁকালেন উইল জ্যাকস, ২৪ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো RCB !! 1

পরিসমাপ্ত হলো গুজরাট টাইটান্স ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মধ্যে আইপিএল ২০২৪ এর (IPL 2024) ৪৫ তম ম্যাচ। আজকের এই ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক ফফ ডু প্লেসিস (Faf Du Plesis)।প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) কেবলমাত্র ৪ বলে ৫ রান বানিয়ে স্বপ্নীল সিংহের বলে কর্ন শর্মার কাছে সহজ একটি ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়ানে ফেরেন। এমনকি অধিনায়ক শুভমান গিল আজকে পুরোপুরি ফ্লপ হয়েছেন।

২৪ বল বাঁকি থাকতেই জয় ছিনিয়ে নিলো RCB

Will Jacks, ipl 2024
Will Jacks | Image: Getty Images

আজকের ম্যাচে ১৯ টি বল খেলে কেবলমাত্র ১৬ রান বানাতেই সক্ষম হয়েছেন তিনি এবং গ্রেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) বলে বড় শট মারার তাগিদে হারিয়েছেন নিজের উইকেট। এরপর দলের হয়ে দুরন্ত একটি ইনিংস উপহার দিলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। ৪৯ বলে ৮ টি চার ও ৪ টি ছক্কা হাঁকিয়ে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাছাড়া আজকের ম্যাচের জন্য মিডিল অর্ডারে ব্যাটিং করতে আসেন শাহরুখ খান (Shahrukh Khan) যিনিও ৩ চার ও পাঁচটি ছক্কার বিনিময়ে ৫৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।

গুজরাট দলের ফিনিশার ডেভিড মিলার (David Miller) দলের হয়ে ১৯ বলে ২৬ রান বানিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০০ রান বানিয়ে ফেলে গুজরাট। RCB’র হয়ে স্বপ্নীল, ম্যাক্সওয়েল ও সিরাজ (Mohammed Siraj) একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাটিং করতে এসে ১২ বলে ২৪ বানিয়ে জলদি আউট হয়ে যান ফফ ডু প্লেসিস। তবে আজ আবার ৪৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ম্যাচ উইনিং ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ৪১ বলে ৫টি চার ও ১০টি ছক্কার বিনিময়ে ১০০ রান বানিয়ে মাত্র ১৬ ওভারে জয় সুনিশ্চিত করেন উইল জ্যাক্স (Will Jacks)।

Read More: IPL 2024: ক্যাচ মিস RCB-র, সতীর্থের বিরুদ্ধেই ক্ষিপ্ত মহম্মদ সিরাজ, হতাশ বিরাট’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *