ধনশ্রী অতীত, শ্রেয়সের জীবনে আগমন নতুন নারীর, ভাইরাল হলো ছবি !! 1

এবারের আইপিএলে (IPL) যেন নবজন্ম লাভ করেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ক্রিকেট কেরিয়ার। ওডিআই বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর থেকে একের পর এক কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলো তাঁকে। দক্ষিণ আফ্রিকা সফরে একটি শতরান করলেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। সিরিজের মাঝপথে বাদ পড়তে হয়েছিলো জাতীয় দল থেকে। তারপরেও তৈরি হয়েছিলো নতুন বিতর্ক। বিসিসিআই-এর ঘরোয়া ক্রিকেট খেলার ফরমান না মেনে সমস্যায় পড়েন তিনি। রঞ্জি না খেলার শাস্তি হিসেবে ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছিলো শ্রেয়সকে। এই জটিল পরিস্থিতির মাঝে এক ঝলক টাটকা বাতাস এনে দিলো নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএল (IPL) জয়।

দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ২০২০ সালে আইপিএল জয়ের খুব কাছাকাছি এসেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। কিন্তু সেবার মুম্বইয়ের বিরুদ্ধে হারতে হয়েছিলো ফাইনালে। ক্যাপিটালস জার্সিতে যা পারেন নি তা তিনি করে দেখালেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে। ২০১২ ও ২০১৪ সালের ট্রফি জয়ের পর লম্বা ট্রফি খরার মধ্যে যাচ্ছিলো নাইট (KKR) ফ্র্যাঞ্চাইজি। সেই শুষ্ক মরুতে সাফল্যের বারিধারা এলো শ্রেয়সের (Shreyas Iyer) হাত ধরেই। গত রবিবার টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে রীতিমত গুঁড়িয়ে দিয়ে জয় নাইটদের। শ্রেয়স বাহিনী আইপিএল ফাইনালের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যবধানে জয় হাসিল করে নেয়। তাঁর নেতৃত্বের জয়জয়কার চারদিকে। সোশ্যাল মিডিয়াও এখন মজেছে শ্রেয়সে।

Read More: ENG vs PAK: “এত মার খান কেন?” সমর্থকের প্রশ্নে ঘোর অস্বস্তিতে পাক অলরাউন্ডার শাদাব খান !!

আফগান সুন্দরীর সাথে ফ্রেমবন্দী শ্রেয়স-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

আইপিএল জয়ের পর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এখন ‘টক অফ দ্য টাউন।’ প্রাক্তন নাইট রবিন উথাপ্পা (Robin Uthappa) একটি সাক্ষাৎকারে ভূয়সী প্রশংসা করেছেন তাঁর। “আমি বলছি যে শ্রেয়স আইয়ার ভারতের অধিনায়ক হবে ভবিষ্যতে। আমার মনে হয় দৌড়ে ও রয়েছে। হয়ত শুভমান গিলের আগেই রয়েছে। ওর মধ্যে দল সামলানোর মত চারিত্রিক দৃঢ়তা রয়েছে।” সহমত নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত’ও (Chandrakanta Pandit)। তিনিও জানিয়েছেন, ““আমি শ্রেয়সকে অনেকটা কৃতিত্ব দেবো। ও অসাধারণ অধিনায়ক। মাথা ঠান্ডা রাখতে পারে। আমাদের পরামর্শ মন দিয়েছে শুনেছে এবং মাঠে ও মাঠের বাইরে দলকে দারুণভাবে চালিতে করেছে। ও কতটা দক্ষ তা প্রমাণ করেছে। পরবর্তী ভারতীয় অধিনায়ক হওয়ার ব্যপারে ও যোগ্যতম।”

সমর্থকদের মধ্যেও হইচই পড়ে গিয়েছে শ্রেয়সের নেতৃত্বে কলকাতা আইপিএল জেতার পর। বহুগুণ বেড়েছে তাঁর মহিলা ফ্যানের সংখ্যা। এতদিন ‘বন্ধু’ ধনশ্রী ভার্মার সাথে শ্রেয়সের ছবি প্রকাশিত হতেই ভাইরাল হত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আইপিএল জয়ের পর এক ছবিতে তাঁর পাশে দেখা গিয়েছে এক আফগান রমণীকে। আফগানিস্তানের ওয়াজমা আয়ুবি (Wazhma Ayoubi) সমাজমাধ্যমে পরিচিত নাম। ক্রিকেটপ্রেমী হিসেবে সুনাম রয়েছে এই ইনফ্লুয়েন্সারের মাঝেমধ্যেই আফগানিস্তানের জাতীয় দলের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির হন তিনি। ওয়াজমার পছন্দের তালিকায়  রয়েছে ভারতীয় দল ও ভারতীয় ক্রিকেটাররাও। নাইট রাইডার্স আইপিএল জেতার পর শ্রেয়সের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “জয়ী অধিনায়কের সঙ্গে।” ট্যুইটারে ইতিমধ্যে ১৭হাজার লাইক পেয়েছে ছবিটি। রিট্যুইট হয়েছে ৩৬৯বার।

দেখুন সেই ছবিটি-

Also Read: T20 বিশ্বকাপের আগেই দলে বড় পরিবর্তন, অধিনায়ত্ব পেলেন কোহলি তো ভাগ্য খুললো এই তরুণ ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *