নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। কুড়ি-বিশের ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছেন বিরাট কোহলি। ব্যস্ত ক্রিকেটসূচীতে খানিক ফাঁক পেয়েই স্ত্রী অনুষ্কা শর্মাকে সাথে নিয়ে চলে গিয়েছেন হৃষিকেশে। সেখানে স্বামী দয়ানন্দ গিরি’র আশ্রমে দেখা গেলো তারকা দম্পতি বিরাট এবং অনুষ্কা’কে (Anushka Sharma)। বিরুষ্কার সঙ্গে রয়েছে তাঁদের শিশুকন্যা ভামিকাও। কিছুদিন আগে অনুষ্কা ও ভামিকা’কে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন বিরাট। সেখানে নিম করোলি বাবা’র আশ্রমে ভক্তদের মাঝে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখা গিয়েছিলো তারকা দম্পতিকে। সেখান থেকে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া শতরান হাঁকিয়েছিলেন বিরাট। ৩ ম্যাচে ২৮৩ রান এসেছিলো তাঁর ব্যাটে। আগামী ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাওস্কর ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়াকে হারানো অত্যন্ত জরুরী ভারতের কাছে। হৃষিকেশ থেকে ফিরে আরও একবার বিরাট (Virat Kohli) ব্যাট হাতে জাদু দেখান কিনা সেইদিকেই এখন লক্ষ্য রাখছে ক্রিকেটদুনিয়া।
প্রধানমন্ত্রীর গুরুর আশ্রমে গেলেন কোহলি-

হৃষিকেশের গুরু দয়ানন্দ গিরির আশ্রমে মহাতারকাদের যাতায়াত অবশ্য নতুন কিছু নয়। এর আগে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীও এসেছেন এই আশ্রমে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দয়ানন্দ গিরিকে নিজের গুরুর মর্যাদাও দিয়েছিলেন। গত ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর হৃষিকেশে এই আশ্রম দর্শন করতে এসেছিলেন মোদী। সূত্রের খবর অনুযায়ী আশ্রমে কিছু পূজা-অর্চানা করার ইচ্ছা রয়েছে বিরাট (Virat Kohli) এবং অনুষ্কার। তারকা দম্পতির পক্ষ থেকে একটি লঙ্গরেরও ব্যবস্থা করা হয়েছে। এই সবকিছুই অনুষ্ঠিত হবে আজ, অর্থাৎ ৩১শে জানুয়ারী। গতকাল আশ্রমে পৌঁছে অবশ্য একাধিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিলো ভারতীয় ক্রিকেটের মহাতারকা’কে। আশ্রমের জনসংযোগ আধিকারিক গুণানন্দ রায়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন পৌঁছে প্রথমেই বিরাট এবং অনুষ্কার (Anushka Sharma) স্বামী দয়ানন্দ সরস্বতীর সমাধি দেখতে যান। সেখানে প্রায় ২০ মিনিট ধ্যানও করেন তারকা দম্পতি। এরপর গঙ্গার ঘাটে হৃষীকেশের বিখ্যাত গঙ্গা আরতিতেও যোগ দেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যাতেও আশ্রমেই থাকার কথা বিরাট এবং অনুষ্কার। কঠিন অস্ট্রেলিয়া সিরিজ সামনে, এছাড়াও বছরের শেষের দিকে রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চ্যালেঞ্জের মুখে পড়ার আগে তাই ঈশ্বরের শরণাপন্ন বিরাট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটরক্ষক), ঈষান কিষণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।