WC 2023: দুর্দান্ত একটি আইপিএল সিজিনের পর ভারতীয় দল ইংল্যান্ডে পারি দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC FINAL)জন্য। ভারতীয় দলের কাছে রয়েছে সুযোগ এই চ্যাম্পিয়নশিপ জিতে ICC’ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উপর নজর রয়েছে টিম ইন্ডিয়ার। তবে এখানেই অভিযান শেষ নয় ভারতের , সেপ্টেম্বর মাসের দিকে শুরু হতে চলেছে এশিয়া কাপ যেখানে ভারতীয় দল জেতার আশায় থাকবে অন্যদিকে অক্টোবর নভেম্বর মাসের দিকে শুরু হতে চলেছে বিশ্বকাপ আর সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতেই যার কারণে চলছে একাধিক চর্চা তবে এবার উঠে আসলে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেখানে জানা যাচ্ছে এবারের বিশ্বকাপ স্পট থেকে নাকি বাদ পড়ছেন রবীন্দ্র জাদেজা এবং তার জায়গায় সুযোগ পাচ্ছেন এক 3D প্লেয়ার।
বিশ্বকাপ দল থেকে বাদ যাবেন জাদেজা

তিনি আর কেউ নন, তিনি হলেন বিজয় শংকর (Vijay Shankar)। তবে, এবার ভাগ্য খুলতে চলেছে বিজয় শংকরের (Vijay Shankar)। ভারতীয় দলের এই প্লেয়ারকে পাওয়া যেতে পারব বিশ্বকাপের স্কোয়াডে। আসলে, বিজয়কে গতবার বিশ্বকাপের মঞ্চেই দেখা গিয়েছিল। যেখানে বিজয়কে নিয়ে চলেছিল অনেক চর্চা। আসলে, ২০১৯ সালে ভারতীয় দলের অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ করে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে, সেই ভাবে তার সাথে ব্যাটিং বোলিং করার মতন অলরাউন্ডার ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে, চোটের কারণে পুরো ম্যাচ বোলিং করতে পারতেন না পান্ডিয়া। যেখানে প্রয়োজন পড়েছিল আর এক অলরাউন্ডারের। এর ফলে দলে সুযোগ এসেছিল বিজয় শংকরের। অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটসম্যান অম্বতি রায়ডুর (Ambati Rayudu) পরিবর্তে দলে সুযোগ পান বিজয়। তখন ভারতীয় দলের চিফ সিলেক্টর ছিলেন এম এস কে প্রসাদ, যিনি বিজয়কে 3D প্লেয়ারের আখ্যা দেন।
বিজয় শংকর পেতে চলেছেন সুযোগ

আসলে, এমন বলার পিছনে সবথেকে বড় কারণ ছিল বিজয় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করতে সক্ষম। এরপর, দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ,আবার বিজয়ের কাছে আছে সুবর্ণ সুযোগ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার। এবছর আইপিএলে বেশ দারুন পারফরমেন্স করেছেন বিজয় শংকর। ১৪ টি ম্যাচে তিনি ৩৭.৬৩ গড়ে ৩০১ রান করেছেন। তিনি জাদেজার পরিবর্তে বিশ্বকাপে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবেন। আসলে, জাদেজা টেস্ট ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার, কিন্তু সাদা বলের ক্রিকেটে খুব বেশি ছাপ রাখতে পারেননি। এমনকি, তিনি বেশ কয়েকটি ম্যাচে শান্তই রয়েছেন ও আইপিএলে তার ব্যাট থেকে তেমন পারফর্ম করতে দেখা যায়নি। যেখানে, বিজয় শংকর সুযোগ পেলে দলের হয়ে মিডিল অর্ডারে ব্যাটিং করার সুযোগ পাবেন এবং দ্রুত রান বানিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে।
জাতীয় দলের হয়ে বিজয় ১২ টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন। ৩১.৮৬ গড়ে তিনি ২২৩ রান বানিয়েছেন, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। এমনকি প্রথম বলেই বিশ্বকাপে উইকেট নিয়েছিলেন শংকর। অন্যদিকে, জাদেজাকে ২০১৯ বিশ্বকাপে নিয়েও বসিয়ে রেখেছিল ম্যানেজমেন্ট। গ্রুপ স্টেজের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ও সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই সুযোগ পান জাদেজা। জাদেজার ওডিআই ক্যারিয়ার বিচার করলে ১৭৪ ওডিআই ম্যাচে ৩২.৮১ গড়ে ২৫২৬ রান করেছেন ও ১৯১ টি উইকেট নিয়েছেন।