“এভাবেও ফিরে আসা যায়…” WTC ফাইনালের দলে ফিরলেন রাহানে, শুভেচ্ছার বন্যায় ভাসালো নেটমাধ্যম !! 1

জোরকদমে চলছে আইপিএল। টুর্নামেন্ট এসে পৌঁছেছে মাঝপথে। লীগ তালিকার সাপ-সিঁড়ির খেলায় চলছে বিস্তর ওঠানামা। টি-২০ ক্রিকেটের উত্তেজনার মাঝেও ক্রিকেটপ্রেমীদের মাথায় রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ভাবনা। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে দাপটের সাথে ফাইনালে উঠলেও শেষ হার্ডলটা আর টপকাতে পারে নি ভারত। ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিলো বিরাট কোহলির দলকে। এবার আর সেই ভুল করতে চায় না ‘টিম ইন্ডিয়া।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ফলে বর্ডার-গাওস্কর ট্রফি জেতার সাথে সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ১০ বছর হলো আইসিসি ট্রফি নেই ঝুলিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে সেই চিত্রটা পাল্টাতে চায় রোহিত শর্মার দল।

আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। ভারতের প্রতিপক্ষ সেখানে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভারতের সাফল্যের খতিয়ান দীর্ঘ, যা আত্মবিশ্বাসী করে তুলেছে ‘মেন ইন ব্লু’কে। তাও পরিকল্পনা এবং প্রস্তুতিতে কোনওরকম ফাঁক রাখতে নারাজ ভারতীয় দল। শোনা যাচ্ছে ২৪ বা ২৫ মে নাগাদ ইংল্যান্ড চলে যেতে পারেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

টেস্ট দলের যে ক্রিকেটারদের দল আইপিএল প্লে-অফ থেকে ছিটকে যাবে, সেই ক্রিকেটাররাও একই সাথে ইংল্যান্ড চলে যেতে পারেন প্রস্তুতি সারতে। চোট-আঘাতজনিত সমস্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ফাইনালে পাচ্ছে না ভারত। শেষ অবধি কারা জায়গা পান দলে, তা নিয়ে আগ্রহ ছিলো বিস্তর। তালিকায় অজিঙ্কা রাহানের নাম দেখে চমকেছেন অনেকেই। অনেকেই আবার অভিজ্ঞ ক্রিকেটারকে দলে প্রত্যাবর্তনের কারণে শুভেচ্ছা জানিয়ে ভরিয়েছেন সমাজমাধ্যমের দেওয়াল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

WTC ফাইনালে রাহানের প্রত্যাবর্তনে খুশি নেটজনতা-

Ajinkya Rahane | WTC final | image: twitter
Ajinkya Rahane returns to Indian squad for the WTC final against Australia

বয়স এবং অফ ফর্মের কারণ দেখিয়ে গত বছরের গোড়ায় শ্রীলঙ্কা সিরিজের আগে বাদ দিয়ে দেওয়া হয় অজিঙ্কা রাহানেকে। আর খোলে নি জাতীয় দলের দরজা। রঞ্জি ট্রফিতে হায়দ্রাবাদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে। তাও অস্ট্রেলিয়া সিরিজের দলে ভাবা হয় নি তাঁর কথা। । আইপিএলেও তাঁকে ধরে রাখার পথে হাঁটেনি রাহানের পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। প্রায় ধ্বংস হতে যাওয়ার মুখে দাঁড়ানো রাহানের ক্রিকেট কেরিয়ারকে দ্বিতীয় জীবন দেয় চেন্নাই সুপার কিংস। ৫০ লাখ টাকার বেস প্রাইসে তাঁকে আইপিএলে সই করায় চেন্নাই। সেই ভরসার দাম এবার সুদে-আসলে মিটিয়ে দিচ্ছেন তিনি।

আইপিএল শুরুর আগে ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে রাহানে জানিয়েছিলেন টি-২০ প্রতিযোগিতাকে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান তিনি। কথাকে কাজে পর্যবসিত করে দেখিয়েছেন তিনি। চলতি মরসুমে সবচেয়ে বেশী স্ট্রাইক রেট তাঁর। খেলছেন একের পর এক বিধ্বংসী ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সের মত দলকে গুঁড়িয়ে দিয়েছেন একাই। ভালো খেলার পুরষ্কার পেলেন এবার। ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে রাহানে জানিয়েছিলেন এখনো ভারতের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখিসেই স্বপ্ন অবশেষে পূরণ হলো তাঁর। আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকেরা। বুমরাহ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থরা বাদ পড়েছেন চোটের কারণে। ১৫ সদস্যের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রাহানে। ভারতের প্রাক্তন সহ-অধিনায়ক প্রায় দেড় বছর পর ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

রাহানেকে বাদ দেওয়াকে ‘অন্যায়’ বলেছিলেন প্রাক্তনী অজয় জাদেজা। নেটনাগরিকদেরও একটা বড় অংশ মেনে নিতে পারেন নি ‘ক্রাইসিস ম্যান’ রাহানেকে সরিয়ে দেওয়ার বিষয়টি। বিশেষ করে ভারতীয় মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব রাহানের অনুপস্থিতি বেশ কয়েকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলো। অবশেষে তিনি ফেরত আসায় খুশির বাঁধ ভেঙেছে তাঁদের। ‘একেই বলে প্রত্যাবর্তন’ লিখেছেন জনৈক নেটিজেন। আনন্দের আতিশয্যে আরেকজন লিখেছেন, “নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন অজিঙ্কা।’ তিনি আসায় ভারতীয় মিডল অর্ডার মজবুত হলো বলে জানিয়েছেন অনেকে। ইংল্যান্ডের রাহানের পরিসংখ্যান বেশ ভালো। সেই কথা মনে করিয়ে দিয়ে নেটনাগিরকদের আবেদন কেবল পনেরো জনের দলে নয়, রাহানে প্রথম একাদশেও যেন রাখা হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *