TOP 5: বিরাট কোহলি, শচীনোত্তর ভারতীয় ক্রিকেটের মুখ বলতে নিঃসন্দেহে তাঁর কথাই মনে আসে প্রথমে। ২০০৮ সালে অধিনায়ক হিসেবে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতে ক্রিকেটদুনিয়ার নজরে এসেছেন কোহলি (Virat Kohli)। সেই শুরু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাঁকে। ২০০৮ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর কেটে গিয়েছে দেড় দশক। একদিনের ম্যাচ, টেস্ট হোক বা টি-২০-ক্রিকেটের যে কোনো ফর্ম্যাটেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন তিনি। শাসন করেছেন বিশ্বের শ্রেষ্ঠতম বোলারদেরও। শতরানের পর শতরান করে আদায় করে নিয়েছেন ‘কিং কোহলি’ ডাকনাম। বর্তমানে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৭৫টি আন্তর্জাতিক শতরান তাঁর। রান ছাড়িয়েছে ২৫০০০-এর গণ্ডী। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আইপিএলের মত প্রতিযোগিতাতেও কোহলির (Virat Kohli) রমরমা। টুর্নামেন্টের সফলতম ব্যাটার তিনি। এক মরসুমে সবচেয়ে বেশী শতরান, সবচেয়ে বেশী রান করার কৃতিত্বও তাঁরই।
ভারতীয় ক্রিকেটের ‘মডার্ন মাস্টার’ অধিনায়ক হিসেবেও জায়গা করে নিয়েছেন দেশের সর্বকালের সেরাদের তালিকায়। গত দশকের শুরুর দিকে বিদেশের মাঠে টেস্ট জেতা একরকম ভুলে গিয়েছিলো ভারতীয় দল। কোহলিই (Virat Kohli) সেখান থেকে দলে আগ্রাসনের আমদানী করেন। জোর দেন পেস বোলিং-এর ওপর। দলকে শেখান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশেই চোখে চোখ রেখে লড়তে। সাদা বলের ক্রিকেটে বেশ কয়েকবার বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্নামেন্টে তীরে এসে তরী ডুবেছে বিরাটের ভারতের। কিন্তু টেস্টে দীর্ঘসময় তিনি ভারতকে বিশ্বর্যাঙ্কিং-এ এক নম্বরে রাখতে সক্ষম হয়েছিলেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অজিভূমে গিয়ে টেস্ট সিরিজ জিতে ফিরেছিলেন। ২০১৪ থেকে ২০২২। প্রায় আট বছর কোনো না কোনো ফর্ম্যাটে ভারতের অধিনায়কত্ব করেছেন বিরাট (Virat Kohli)। তাঁর জহুরীর চোখ ভারতকে উপহার দিয়েছে অন্তত ৫ অনন্য প্রতিভাকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মহম্মদ সিরাজ-

হায়দ্রাবাদের পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উত্থানের জন্য অনেকখানি কৃতিত্ব দেন তাঁর বিরাট ‘ভাইয়া’কে। টি-২০ ক্রিকেট দিয়ে প্রথম ভারতের ড্রেসিংরুমে প্রবেশ করেছিলেন সিরাজ। শুরুটা ভালো হয় নি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের। বলের নিয়ন্ত্রণ হারিয়ে বারবার অতিরিক্ত রান খরচ করে ফেলতে দেখা গিয়েছিলো তাঁকে। সাদা বলে কেরিয়ারের শুরুতে ‘ফ্লপ’ হলেও সিরাজের ওপর আস্থা হারান নি কোহলি। আইপিএলে সানরাইজার্সের হয়ে পথ চলা শুরু করলেও পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আসেন সিরাজ (Mohammed Siraj)। সেখানে কোহলির সাথে দীর্ঘ সময় কাটাতে দেখা যায় তাঁকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
এরপর ২০২০ সালে টেস্ট দলে তাঁকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। লাল বলের জগতে পা রেখে বদলে যায় সিরাজের কেরিয়ার। অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড, গতিময় পিচে আগুন ঝরাতে দেখা যায় সিরাজকে (Mohammed Siraj)। সিরাজ যে একজন বিশেষ প্রতিভা তা প্রথম দর্শনেই বুঝেছিলেন বিরাট (Virat Kohli)। তাই বাতিলের খাতায় না ফেলে দিয়ে আস্থা রেখেছিলেন তাঁর ওপর। যত সময় গিয়েছে সাদা বলের ক্রিকেটেও নিজেকে উন্নত করে নিয়েছেন সিরাজ। কিছুদিন আগেই একদিনের ক্রিকেটে বিশ্বর্যাঙ্কিং-এ এক নম্বয় জায়গায় ছিলেন তিনি। আইপিএলেও পাওয়ার –প্লে’তে সেরা বোলিং করছেন তিনি। সিরাজের উত্থানের পিছনে কোহলির (Virat Kohli) অবদান অনস্বীকার্য্য।
ঋষভ পন্থ-

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অবসর নেওয়ার পর উইকেটের পিছনে ভারতীয় জার্সিতে ধুন্ধুমার একজন ব্যাটারের অভাব দেখা গিয়েছিলো। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এমএসডি’র ছেড়ে যাওয়া আসন গ্রহণ করার মত কাউকে পাচ্ছিলো না টিম ইন্ডিয়া। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) উইকেটরক্ষক হিসেবে অন্যতম সেরা হলেও ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে সুবিধা করতে পারছিলেন না তিনি। এমন সময়ে আবির্ভাব ঋষভ পন্থের (Rishabh Pant)। কোহলির মতই দিল্লীর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি।
টেস্ট কেরিয়ারের শুরুতে পন্থকে নিয়ে অনেক কথা উঠেছিলো। টেস্টের ব্যকরণ মানেন না তিনি। লাল বলের ক্রিকেট খেলার ধৈর্য্য নেই তাঁর। অহেতুক উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। এমনকি বিদেশের মাঠে ঋষভের (Rishabh Pant) উইকেটকিপিং উঁচুমানের নয় বলেও জানিয়েছিলেন অনেকে। কিন্তু শত সমালোচনা সত্ত্বেও পন্থের ওপর আস্থা রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সময়ের সাথে উইকেটকিপিং-এ প্রভূত উন্নতি তো করেছেনই পন্থ, পাশাপাশি ব্যাট হাতে ভারতের অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-প্রতিপক্ষ যত কঠিনই হোন না কেনো পন্থের (Rishabh Pant) খেলার ধরণ তাতে বদলায় না। ইতিমধ্যেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে শতরান করেছেন। এমনকি অজিদের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম কাণ্ডারীও ছিলেন তিনি।
জসপ্রীত বুমরাহ-

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) উত্থান আইপিএল থেকে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চমকরদ পারফর্ম্যান্স করে জাতীয় দলের দরজায় কড়া নেড়েছিলেন তিনি। শোনা যায় ঘরোয়া ক্রিকেটে তাঁর খেলা দেখে তাঁর মধ্যে সম্ভাবনার খোঁজ পেয়েছিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কেরিয়ারের প্রথম কয়েক বছর সাদা বলের স্পেশ্যালিস্ট হয়েই কাটিয়েছেন তিনি। একদিনের ম্যাচ এবং টি-২০’তে বুমরাহ সফল হলেও টেস্টে তিনি আদৌ দাগ কাটতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু প্রতিভা থাকলে ফর্ম্যাট কোনো বাধা নয়, তা বুঝেছিলেন কোহলি (Virat Kohli)। ২০১৮ সালে তিনিই প্রথম বুমরাহকে টেস্ট ম্যাচে সুযোগ দেন। তাও দেশের মাঠে নয়, বরং দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডসে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট পেয়েছিলেন তিনি। কিন্তু জাত চেনান দ্বিতীয় ইনিংসে। পান ৩ উইকেট। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। তিন ফর্ম্যাটেই ভারতীয় দলে নিয়িমিত হয়ে গিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে খেলেছেন ৩০টি টেস্ট। নিয়েছেন ১২৮ উইকেট। টেস্ট ক্রিকেটে বুমরাহ’র (Jasprit Bumrah) বোলিং গড় ২১.৯৯। ৮বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও একদিনের ক্রিকেটে ১২১টি এবং টি-২০তে ৭০টি উইকেট রয়েছে তাঁর।
কে এল রাহুল-

২০১৪ সালে যেই সিরিজে প্রথমবার ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন বিরাট কোহলি (Virat Kohli), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজেই টেস্ট দলে অভিষেক হয় কে এল রাহুলের (KL Rahul)। তাঁকেও মূলত সাদা বলের খেলোয়াড় হিসেবেই চিনত ক্রিকেট দুনিয়া। কিন্তু লাল বলের খেলায় শুরুতেই জাত চেনান রাহুল। নিজের দ্বিতীয় টেস্টেই করেন শতরান। প্রসঙ্গত অজিদের বিপক্ষে সেই সিরিজে ৪টি শতরান করেছিলেন কোহলি (Virat Kohli) নিজে। রাহুলের ফর্ম অবশ্য ভালো চলে নি বেশীদিন। মাঝে ফর্ম হারিয়ে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি।
মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), মুরলী বিজয়ের (Murali Vijay) মত অনেককে তখন ওপেনার হিসেবে ব্যবহার করে দেখেছে ভারতীয় দল। কিন্তু রাহুলের (KL Rahul) প্রতিভা সম্পর্কে অবগত কোহলি তাঁকে স্কোয়াডের বাইরে রাখার কথা ভাবেন নি। সুযোগ দিয়েছেন দলের সাথে থেকে নিজেকে পরিণত করে তোলার। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কের আস্থার দাম দেন রাহুল। লর্ডসের মাঠে ১২৯ করেন তিনি। ম্যাচের সেরাও হন। নটিংহ্যামে করেন ৮৪ রান। কোহলি পাশে না থাকলে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে হয়ত সফল হতে পারতেন না রাহুল।
অক্ষর প্যাটেল-

জাতীয় দলের জার্সিতে অক্ষর প্যাটেলের (Axar Ptel) কেরিয়ারেরও মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিই। তাঁকে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একদিনের ক্রিকেট ও টি-২০তে সুযোগ দেওয়া হলেও শুরুর দিকে নিজেকে মেলে ধরতে পারেন নি অক্ষর। দীর্ঘ সময়ের জন্য বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে। অক্ষর যে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সম্পদ হতে পারেন তা অনুধাবন করেছিলেন কোহলিই (Virat Kohli)। ২০২১ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দিয়েছিলেন লাল বলের খেলায়।
প্রথম ম্যাচ থেকে অক্ষর (Axar Patel) বুঝিয়ে দেন, কতটা সঠিক ছিলো কোহলির সিদ্ধান্ত। প্রথম ইনিংসে ২ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজেই বল হাতে একের পর এক উইকেট তুলে নেন অক্ষর। বর্তমানে ১২ টেস্টে ৫০ উইকেট রয়েছে তাঁর। এর মধ্যে ৩৬টিই এসেছে কোহলি অধিনায়ক থাকাকালীন। অর্থাৎ ২০২১ থেকে ২০২২-এর একদম গোড়া অবধি সময়কালে। টেস্টে সফল হয়ে আত্মবিশ্বাস বেড়েছে অক্ষরের (Axar Patel)। বর্তমানে সাদা বলের ফর্ম্যাটেও অনবদ্য খেলছেন তিনি। হয়ে উঠেছেন দলে অপরিহার্য্য।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023