TOP 3: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)-এর নয়া মরসুম। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর তরফে জানিয়ে দেওয়া হয়ে ক্রীড়াসূচি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে চলেছে আইপিএলের ষোড়শ মরসুম। প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) মুখোমুখি হবে চারবারর খেতাবজয়ী দল চেন্নাই সুপার কিংসের (CSK)। গত বছরই প্রথমবার আইপিএলের আঙিনায় আত্মপ্রকাশ করেছে গুজরাত টাইটান্স দলটি। প্রথম মরসুমেই দুরন্ত ক্রিকেট খেলে ট্রফি জিতে তাক লাগিয়ে দিয়েছিলো গুজরাত দল।
দুরন্ত দলীয় সংহতি, অভিজ্ঞতা ও তারুণ্যের আদর্শ মিশেল আর নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভয়ডরহীন, আক্রমণাত্মক নেতৃত্ব গুজরাতকে ট্রফি জয়ের দিকে এগিয়ে দিয়েছিলো। গত বারের সাফল্যের পর এইবারও সমর্থকদের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে গুজরাত টাইটান্স (GT) দলকে। টানা দ্বিতীয় ট্রফি জিতে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সাফল্যকে ছুঁতে পারবে টাইটান্স’রা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গত বারের চ্যাম্পিয়ন দলের নিউক্লিয়াস প্রায় পুরোটাই অটুট রেখেছে গুজরাত। ছেড়ে গিয়েছেন লকি ফার্গুসন (Lockie Ferguson), রহমানুল্লাহ গুরবাজের (Rahamanullah Gurbaz) মত কয়েকজন। তবে গত ‘মিনি’ অকশনে তাঁদের পরিবর্তও খুঁজে নিয়েছেন হার্দিক, শুভমান (Shubman Gill), ঋদ্ধিমান’রা। নীচে আলোচিত এই ৩ কারণে এবারের প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল বলা হচ্ছে গুজরাত টাইটান্স’কে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বোলিং বিভাগে দারুণ ভারসাম্য রয়েছে দলে-

গুজরাত দলের বোলিং বিকল্প দেখে ঈর্ষায় পড়তে পারেন অন্যান্য দলের সমর্থকেরা। পেস আক্রমণ’কে নেতৃত্ব দেবেন ভারতীয় দলের তারকা মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর গুজরাত (GT) জার্সিতে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। বিশেষত পাওয়ার প্লে’তে শামির নিয়ন্ত্রিত বোলিং বেশ কিছু ম্যাচে তফাত গড়ে দিয়েছিলো। ১৬টি ম্যাচে মাঠে নেমে ২০ উইকেট পেয়েছিলেন তিনি। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বোলিং করলেও মাত্র ৮ ছিলো তাঁর ইকোনমি রেট। যা নিঃসন্দেহে তারিফযোগ্য।
এছাড়াও পেস বিভাগে গতির আগুন ছোটাতে দেখা যাবে আইপিএলে এক ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যানের মালিক আলঝারি জোসেফ’কে (Alzharri Joseph)। মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর। ‘মিনি’ অকশন থেকে যোগ দিয়েছেন শিভম মাভি (Shivam Mavi)। কুড়ি-বিশের ক্রিকেটে তিনি কতটা ঘাতক হতে পারেন ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই তা প্রমাণ করেছেন মাভি।
গুজরাত বোলিং অস্ত্রাগারে রয়েছে প্রদীপ সাঙ্গওয়ান (Pradeep Sangwan), সাই কিশোরের মত প্রতিভা। রয়েছেন পার্পল ক্যাপজয়ী মোহিত শর্মা’ও (Mohit Sharma)। এছাড়াও মাঝের ওভারগুলোয় গুজরাত বোলিং-এর হাল ধরার জন্য রয়েছে আফগানিস্তানের সুপারস্টার রশিদ খান (Rashid Khan)। আইসিসি’র বিচারে গত দশকের সেরা টি-২০ খেলোয়াড় দলে থাকায় বোলিং শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে গুজরাতের।