MS DHONI
MS Dhoni

TOP 3: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক কে? ক্যুইজের আসরে প্রশ্নটা শুনলে শতকরা আশি বা পঁচাশি ভাগ মানুষ যাঁর নাম উচ্চারণ করবেন তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ঝাড়খণ্ডের মেকন কলোনি থেকে উঠে আসা ধোনি ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছু। ২০০৭ সালে যখন শচীন (Sachin Tendulkar), সৌরভদের মত সিনিয়র’রা টি-২০ বিশ্বকাপ থেকে নাম তুলে নেন, তখন অধিনায়কত্বের ভার এসে পড়ে ধোনির ওপর।

নেতা হিসেবে প্রথম টুর্নামেন্টেই ধোনি বুঝিয়েছিলেন নিজের দক্ষতা। তারুণ্যে ঠাসা এক দল নিয়ে তিনি জিতে ফিরেছিলেন কুড়ি-বিশের বিশ্বকাপ। যে দক্ষিণ আফ্রিকার মাটি ২০০৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল থেকে ভারতকে ফিরিয়েছিলো খালি হাতে, সেইখান থেকেই ট্রফি হাতে দেশে ফেরে ধোনি অ্যান্ড কোং। এরপর দীর্ঘ দশ বছর জাতীয় দলের নেতার ভূমিকা পালন করেছেন তিনি। গড়েছেন একের পর এক রেকর্ড।

১৯৮৩ সালের একদিনের বিশ্বকাপ জিতেছিলো ভারত। লর্ডসের মাঠে দোর্দণ্ডপ্রতাপ উইন্ডিজকে হারিয়ে খেতাব নিজেদের নামে করেছিলো কপিল দেবের (Kapil Dev) দল। এরপর দীর্ঘসময় একদিনের ক্রিকেটের সর্বোচ্চ শিরোপার নাগাল পায় নি ‘মেন ইন ব্লু।’ সেই ট্রফিখরাও ঘোচে ধোনির হাত ধরেই। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছক্কা মেরে ২৮ পর পর ভারতকে বিশ্বকাপ এনে দেন স্বয়ং ‘মাহি’ই।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২০১১ সালের ২ এপ্রিল তারিখ তাই স্মরণীয় হয়ে থাকবে। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। একমাত্র অধিনায়ক হিসেবে সাদা বলের খেলায় তিনটি আইসিসি ট্রফিই জেতার নজির গড়েন ধোনি (MS Dhoni) । ২০০৪ থেকে ২০১৯, দেড় দশকের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ধোনিকে অনন্য বানিয়েছে কোন মন্ত্রবল? কেনো তিনি অধিনায়ক হিসেবে বাকিদের থেকে কয়েক যোজন এগিয়ে? এই প্রতিবেদনে রইলো তিন প্রধান কারণ যা তাঁকে জায়গা করে দিয়েছেন সর্বকালের সেরার তালিকায়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জহুরির চোখ রয়েছে MS Dhoni’র-

MS Dhoni and Rohit Sharma | image: twitter
As a captain MS Dhoni has always backed his players

একজন ভালো অধিনায়কের বৈশিষ্ট কি? ক্রিকেট তারকাদের এই প্রশ্ন করলে মোটামুটি একই উত্তর দেবেন সকলে। একজন ভালো অধিনায়ক হতে গেলে তাঁর দলের প্রতিটি ক্রিকেটারের দক্ষতা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তাঁদের সাফল্য-ব্যর্থতা ভাগ করে নেওয়ার মানসিকতা থাকাও অত্যন্ত প্রয়োজনীয়। আর এই ক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে ধোনির (MS Dhoni)  মধ্যে। যে কোনো পরিস্থিতিতে নিজের খেলোয়াড়দের পাশে থাকতে দেখা গিয়েছে তাঁকে। বহু তরুণ খেলোয়াড়কে ভরসা যুগিয়ে তাঁদের তারকা বানিয়েছেন তিনি। বিশেষ ভাবে বলা যায় রোহিত শর্মার (Rohit Sharma) কথা। মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাটিং-এর সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারছিলেন না রোহিত। ২০১৩ সালে তাঁকে ওপেনিং-এ তুলে আনেন ধোনি (MS Dhoni) । আর বাকিটা ইতিহাস। মুম্বইয়ের রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ‘হিটম্যান’ হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা রয়েছে ধোনির।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও সতীর্থদের পাশে থাকার দায়িত্ব থেকে যে অব্যাহতি নেন নি ধোনি (MS Dhoni)  তা বোঝা যায় বিরাট কোহলির (Virat Kohli) কথা থেকে। বিরাট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ব্যাট হাতে ক্রমাগর ব্যর্থ হয়ে তিনি যখন ভেঙে পড়েছিলেন তখন তাঁকে সাহস যুগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিই। তাঁর জহুরির চোখ যে এখনও একই রকম কার্যকরী রয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে আইপিএলের মঞ্চে। শ্রীলঙ্কার মাথিশা পথিরাণাকে (Matheesha Pathirana) স্কুল ক্রিকেট খেলতে দেখে পছন্দ করেছিলেন ধোনি। এবারের আইপিএলে বল হাতে ঝড় তুলেছেন মাথিশা। চেন্নাই (CSK) জার্সিতে একের পর এক ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন। মেন্টর হিসেবে এখনও ধোনিকে পাশেই পাচ্ছেন শ্রীলঙ্কার তরুণ।

‘বুড়ো ঘোড়া’দের থেকেই সেরাটা আদায় করে নেন-

Shane Watson and MS Dhoni | image: twitter
MS Dhoni has achieved great success while leading the old war horses

দক্ষতা থাকলে বয়স যে মাঠের লড়াইতে কোনো বাধা হতে পারে না তা বারবার প্রমাণ করে ছাড়েন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) । তাঁর নিজের বয়স বর্তমানে ছুঁয়েছে একচল্লিশ। এখনও চূড়ান্ত ফিট তিনি। ব্যাট হাতেও যে সপ্রতিভ তাঁর প্রমাণ আইপিএলের ষোড়শ মরসুমে বেশ কয়েকবার দিয়েছেন। ক্রিকেটমহলে প্রচলিত রয়েছে যে টি-২০ হলো তরুণদের খেলা, এখানে বয়স্কদের ঠাঁই নেই। সাফল্য দিয়েই এই মিথ’কে বারবার ভেঙেছেন ধোনি, ভেঙেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস (CSK)।

কখনও মাইক হাসি (Micheal Hussey), ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo), কখনও ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum), কখনও আবার ফাফ দু প্লেসি (Faf Du Plessis)- পঁয়ত্রিশ পেরোনো তারকাদের নিয়ে দল গড়েই আইপিএলে সাফল্য পেয়েছেন তিনি। নিজেই হাসিমুখে একবার সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের দলকে আর্মি অফ ড্যাডস বলতে পারেন।’ কেবল তারুণ্যের স্পর্ধা নয়, অভিজ্ঞতাও যে টি-২০ খেতাব জয়ের চাবিকাঠি হতে পারে তা বুঝিয়েছেন ধোনি। তথাকথিত ‘বয়স্ক’দের দিয়ে বাজিমাত করার স্ট্র্যাটেজি ষোড়শ মরসুমে এসেও কাজে লাগিয়েছেন ধোনি। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অম্বাতি রায়ডুদের (Ambati Rayudu) খোলামনে খেলার স্বাধীনতা দিয়েছেন তিনি। যা পঞ্চম আইপিএল খেতাব জিততে সাহায্য করেছে চেন্নাই দলকে।

বরফশীতল মস্তিষ্ক তাঁকে করেছে স্বতন্ত্র-

MS Dhoni | image: twitter
MS Dhoni’s calm and composed demeanour has earner him the title ‘Captain Cool’

দীর্ঘ সময় ক্রিকেট খেলছেন ধোনি (MS Dhoni) । খেলেছেন বহু ম্যাচ, কিন্তু মাঠে তাঁকে মেজাজ হারাতে বিশেষ দেখা যায় নি। যে কোনো পরিস্থিতি, তা সে যতই কঠিন হোক না কেনো, মস্তিষ্ক ঠান্ডা রাখারই পক্ষপাতী তিনি। বিরাট কোহলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মত ইঁটের বদলে পাটকেল দেওয়ার আগুনে মনোভাব তিনি পোষণ করেন না। বরং মাঠে তাঁর আচরণে উল্টোটাই বেশী দেখা যায়। ঠান্ডা মাথায় পরিকল্পনা ছকে নিয়ে প্রতিপক্ষকে মাত করতে চান ধোনি।

তুখড় গেম রিডিং তাঁকে সাহায্য করে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে। গত দেড় দশকে যে তিনটি আইসিসি ট্রফি ভারত জিতেছে, তার প্রতিটির পিছনেই রয়েছে ধোনির (MS Dhoni) হিমশীতল মস্তিষ্কের ক্যারিশ্মা। টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেওয়ার মাস্টারস্ট্রোক হোক বা ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে বিভ্রান্ত করতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ঈশান্ত শর্মার (Ishant Sharma) হাতে বল তুলে দেওয়া, তাঁর মগজের কম্পিউটার বারবার বুঝিয়েছে কেনো ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে সর্বজনবিদিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *