TOP 3: বর্তমানে আইপিএলে বুঁদ হয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব। টি-২০ ক্রিকেটের মহোৎসব এখন রয়েছে মাঝপথে। আগামী ২৮ মে ফাইনাল আইপিএলের। তারপরেই ফোকাস পুরোপুরি সরে যাবে টেস্ট ক্রিকেটের দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে আগামী ৭ থেকে ১১ জুন বসতে চলেছে প্রতিযোগিতার আসর। বৃষ্টি যাতে ম্যাচের ফয়সালার পথে অন্তরায় হয়ে না দাঁড়ায় তাইজন্য রয়েছে একটি রিজার্ভ ডে’ও। গত দশ বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় সেরার শিরোপা জিততে পারে নি ‘টিম ইন্ডিয়া।’ কখনও সেমিফাইনাল বা কখনও ফাইনালে গিয়েও হেরে আসতে হয়েছে। কাপ আর ঠোঁটের দূরত্ব রয়েই গিয়েছে। ২০১৩’র চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৩-এ এসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েই ট্রফির আলোয় দেশকে আলোকিত করতে চায় ভারতীয় দল।
প্রস্তুতিতে কোনোরকম ফাঁক রাখতে চাইছে না ‘মেন ইন ব্লু’। ইতিমধ্যেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকে। দলে অভিজ্ঞতার সাথে সাথে জায়গা দেওয়া হয়েছে তারুণ্যকেও। শোনা যাচ্ছে ৭ তারিখ থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রস্তুতি শুরু করার জন্য ২৪ বা ২৫ মে পাড়ি দিতে পারেন ইংল্যান্ড। দলে নির্বাচিত যে সকল ক্রিকেটার আইপিএলে প্লে-অফ খেলার সুযোগ পাবেন না, তাঁরাও যোগ দিতে পারেন কোচ দ্রাবিড়ের সাথে। আবহাওয়া ও পরিবেশের সাথে মানিয়ে নিতেই আগেভাগে ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা। প্রতিযোগিতার জন্য যে দল ভারত ঘোষণা করেছে তাতে রয়েছে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ। ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) মত তারকাদের পাওয়া না গেলেও সাফল্যের ব্যাপারে আশাবাদী ভারতীয় দল। বিশেষজ্ঞদের মতে অন্তত তিনটি কারণ অজিদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলকেই এগিয়ে রেখেছে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ভালো ছন্দে রয়েছে ভারতের বোলিং ব্রিগেড-

‘বিদেশে টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট তূলতে হবে’ অধিনাইয়ক থাকাকালীন কথাটা প্রায়ই বলতেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেই স্ট্র্যাটেজি সাথে নিয়েই নামবে ‘টিম ইন্ডিয়া।’ আর ২০ উইকেট তূলতে যাঁদের দিকে তাকিয়ে থাকবে ভারত সেই শামি (Mohammed Shami), সিরাজরা (Mohammed Siraj), প্রত্যেকে রয়েছেন দারুণ ছন্দে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) না থাকলেও ভরসা যোগাচ্ছে ভারতের বোলিং। ২০২০-২১ সালের বর্ডার-গাওস্কর ট্রফিতে দারুণ বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তাঁর। গত কয়েকমাসে বল হাতে অনেকটা পরিণত হয়েছেন তিনি। স্যুইং ও বাউন্সকে ব্যবহার করে প্রতিপক্ষকে নাজেহাল করতে তাঁর দিকে তাকিয়ে থাকবে ভারতীয় দল। আইপিএলে যে লাইন-লেন্থ মেনে বোলিং করছেন সিরাজ (Mohammed Siraj), তা ওভালে দেখাতে পারলে নিঃসন্দেহে সুবিধা পাবে ভারত। নতুন বলে সিরাজের সাথে জুটি বাঁধতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় স্যুইং বরাবরই বড় অস্ত্র হয়ে ওঠে। শামির ‘হিট দ্য ডেক’ বোলিং এখানে অজিদের বিপাকে ফেলতে পারে। তৃতীয় ও চতুর্থ পেসার হিসেবে উমেশ (Umesh Yadav) ও জয়দেব উনাদকাটও (Jaydev Unadkat) ইংল্যান্ডের পিচে কার্যকরী হয়ে উঠতে পারেন।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সাফল্য-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থানে ছিলো অস্ট্রেলিয়া। বিশ্বের কোনো দলের বিরুদ্ধে হারের মুখ দেখে নি প্যাট কামিন্সের (Pat Cummins) দল। তাদের অশ্বমেধের ঘোড়া এসে আটকেছে কেবল ভারতে। ফেব্রুয়ারী-মার্চ মাসে বর্ডার-গাওস্কর ট্রফির আসর বসেছিলো ভারতে। প্রথম দুই টেস্টে অজিদের নাজেহাল করে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথম টেস্টে নাগপুরে জয় আসে ইনিংস ও ১৩২ রানে। এবং দিল্লীতে দ্বিতীয় ম্যাচে ভারত জেতে চার উইকেটে। এরপর ইন্দোরে অস্ট্রেলিয়া একটি ম্যাচ জিতলেও সিরিজ ভারতের পক্ষেই যায়। কেবল দেশের মাঠে নয় গত কয়েকবছরে বারবার দেশে-বিদেশে অজিদের টেস্টে হারিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ ২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ার মাঠে তাদের ধরাশায়ী করে এসেছিলেন কোহলি (Virat Kohli), ঋষভ পন্থরা (Rishabh Pant)। ৩২ বছর পর কোনো সফরকারী দল হিসেবে জিতেছিলেন ব্রিসবেনের গাব্বাতে। তারও আগে ভারতের মাঠে ২০১৭ সালে স্টিভ স্মিথদের হারিয়ে সিরিজ জেতে ভারত। সব মিলিয়ে গত ছয় বছর অজিদের বিপক্ষে আধিপত্য বজায় রেখেছে ‘মেন ইন ব্লু।’ এই সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই এগিয়ে রেখেছে।
২০২১-এর ভুল আর করবে না ভারত-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এটা ভারতের দ্বিতীয়বার। এর আগে দাপটের সাথে ফাইনালে কোয়ালিফাই করলেও শেষ যুদ্ধে দুর্ভাগ্যের শিকার হতে হয় ‘টিম ইন্ডিয়া’কে। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাইল জেমিসন (Kyle Jamieson), টিম সাউদীদের (Tim Southee) স্যুইং-এর মোকাবিলা না করতে পেরে হারতে হয় কোহলি, রাহানেদের (Ajinkya Rahane)। একটা সময় মনে হচ্ছিলো নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে ম্যাচ। কিন্তু বৃষ্টিভেজা সাউদাম্পটনে আচমকাই ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে টেস্টে বিশ্বজয়ের সুযোগ হারায় ভারত। পূর্ব্ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর একই ভুল করার পথে হাঁটবে না দল। বরং সাবধানী ক্রিকেট দেখা যাওয়ার সম্ভাবনা ‘মেন ইন ব্লু’র তরফ থেকে। পরিবেশ ও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে খেলা শুরুর অনেক আগেই ইংল্যান্ড যাচ্ছেন দলের সদস্যরা। টেস্টে ভারতের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ইতিমধ্যেই রয়েছেন ইংল্যান্ডে। কাউন্টি খেলে নিজেকে তৈরি করছেন তিনি। ভারতের পূর্ণ অভিজ্ঞতা এবং নিবিড় প্রস্তুতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে এগিয়ে রাখবে তাদের।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023