TOP 3: বিরাট কোহলি পারেন নি। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কি পারবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতকে খেতাব এনে দিতে? গত সপ্তাহে এই প্রশ্নই ঘুরছিলো ভারতীয় সমর্থকদের মুখে। উত্তর পাওয়া গেলো আজ। টিম ইন্ডিয়ার মুকুটে নতুন পালক যোগ করতে পারলেন না রোহিত (Rohit Sharma)। দুই বছর আগে সাউদাম্পটনে ৮ উইকেটে হেরে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব খুইয়েছিলো বিরাট কোহলির ভারত। আর আজ ২০৯ হেরে অস্ট্রেলিয়ার হাতে শিরোপা তুলে দিলো রোহিতের টিম ইন্ডিয়া। নেতা বদলেও সাফল্যের সন্ধান পেলো না ভারতীয় দল। ইংল্যান্ডের কেনিংটন ওভালে ভারত হারতেই শুরু হয়েছে পারফর্ম্যান্সের কাটাছেঁড়া। হারের ময়নাতদন্ত করে অনেক বিশেষজ্ঞই ভুলচুক খুঁজে পাচ্ছেন অধিনায়ক রোহিতের স্ট্র্যাটেজিতে। চলছে জোরালো সমালোচনা।
এর আগে ২০২২-এর টি-২০ বিশ্বকাপেও যখন ভারত সেমিফাইনাল থেকে হেরে ফিরেছিলো তখনও বিস্তর সমালোচনার মুখে পড়েছিলো রোহিত শর্মার অধিনায়কত্ব। দল নির্বাচন নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন অনেকে। এবারও রোহিতের প্রথম একাদশ চয়নের সাথে একমত হতে পারছেন না অনেকেই। ওভালে দুই স্পিনার-তিন পেসারে থিওরি থেকে সরে গিয়ে এক স্পিনারের সাথে চার পেসার খেলান রোহিত শর্মা। বাইরে রাখেন অশ্বিনকে। বিশ্বের এক নম্বর বোলারের অনুপস্থিতি ফারাক গড়ে দিলো ম্যাচের।
যেখানে নাথান লিয়ঁ’র মত অফস্পিনার অস্ট্রেলিয়াকে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট এনে দিলেন, সেখানে অশ্বিনকে না খেলানো অন্যায়, বলছেন বিশেষজ্ঞরা। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্তের সাথে অমত পোষণ করছেন অনেকে। আতসকাঁচের তলায় ব্যাট হাতে রোহিত শর্মার ফর্মও। দুই ইনিংসে ১৫ এবং ৪৩ রান করেছেন তিনি। গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতের পারফর্ম্যান্স বিচার করে বলা যায় যে এই তিন কারণে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানানো উচিৎ তাঁর।
Read More: WTC Final: “IPL আগে নাকি জাতীয় দল?” টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর BCCI-কে একহাত নিলেন রবি শাস্ত্রী !!
বিশ্বকাপকে পাখির চোখ করবেন রোহিত-

অধিনায়ক হিসেবে আজ আইসিসি ট্রফি জেতার সুযোগ ছিলো রোহিত শর্মার সামনে। কিন্তু টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ২০৯ রানে হেরে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া করেছেন তিনি। সম্ভবত শেষ সুযোগ তিনি পেতে চলেছেন আসন্ন একদিনের বিশ্বকাপে। ভারতেই বসবে একদিনের বিশ্বকাপের আসর। দেশের মাঠে কাপ কোনোমতেই হাতছাড়া করতে চাইবেন না রোহিত। টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। কিন্তু একদিনের বিশ্বকাপ রয়ে গিয়েছে অধরা।
ক্রিকেটকে বিদায় জানানোর আগে সীমিত ওভারের খেলায় ত্রিমুকুট জিতে নিতে চাইবেন রোহিত। তাই আগামী মাসগুলোয় কেবল ফোকাস করতে পারেন একদিনের খেলাতেই। সামনের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এর আগেও টি-২০ ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। একদিনের ক্রিকেটে ফোকাস করতে উইন্ডিজ সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে পারেন রোহিত।
চোট-আঘাতের ঝুঁকি এড়াতে-

বিশ্বকাপে সম্পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামতে চাইবেন রোহিত শর্মা। তাই চোট-আঘাত এড়িয়ে চলাই আপাতত তাঁর লক্ষ্য হতে চলেছে। লাল বলের খেলায় ব্যাটারদের চোট লাগার সম্ভাবনা সীমিত ওভারের ক্রিকেটের থেকে অনেকটাই বেশী। সেই কথা খেয়াল রেখেই রোহিত টেস্টকে বিদায় জানাতে পারেন সীমিত ওভারের ক্রিকেটে তরতাজা থেকে মাঠে নামার উদ্দেশ্যে। এই বছরের গোড়ায় আঙুলের চোটে বেশ ভুগতে হয়েছে তাঁকে। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন, তারপর গোটা টেস্ট সিরিজে মাঠে নামতে পারেন নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অনুশীলনের সময় ফের আঙুলে চোট পান তিনি। বিশ্বকাপের আগে যাতে আর চোট-আঘাতের কবলে না পড়তে হয় তা নিশ্চিত করতে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকবেন তিনি।
সময় হয়েছে নতুন প্রজন্মকে জায়গা ছাড়ার-

রোহিত শর্মার বর্তমানে বয়স ৩৬। ক্রিকেট জীবন যে প্রায় শেষের দিকে তা বলাই যায়। ব্যাট হাতে ফর্মও বিশেষ ভালো যাচ্ছে না তাঁর। ফেব্রুয়ারীর গোড়ায় নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে একটি শতরান ছাড়া দীর্ঘদিন রানের মধ্যে নেই তিনি। অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে রান পান নি। এমনকি আইপিএলেও ব্যাট হাতে বেশ কঠিন সময় কেটেছে তাঁর। ১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৩২ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১৫ এবং ৪৩। নড়াচড়ায় জড়তা দেখা গিয়েছে রোহিতের। প্রথম ইনিংসে কামিন্সের গতির সাথে মানিয়ে নিতে না পেরে এলবিডব্লু হন। দ্বিতীয় ইনিংসেও নাথান লিয়ঁ’ বলের টার্ন না বুঝে আগেভাগে স্যুইপ মারতে গিয়ে হারান উইকেট। বয়সের কারণে এবার টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জকে বিদায় জানাতে পারেন রোহিত। অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়ালের মত তরুণ ওপেনাররা তৈরি রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। তাঁদের জন্য টেস্ট ক্রিকেটের দরজা উন্মুক্ত করে বিদায় নিতে পারেন হিটম্যান।