Team india

২০২৩ সাল জুড়েই ছিল ক্রিকেট, বছরে একাধিক বৃহৎ টুর্নামেন্ট (Tournament) গিয়েছে দেখা। ক্রিকেটের অগ্রগতির পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বেশ অগ্রগতি দেখা যাচ্ছে। আইপিএলকে দেখেই দক্ষিণ আফ্রিকা, UAE-তে শুরু হয়ে গিয়েছে T20 টুর্নামেন্ট। এমনকি এবছরেই অনুষ্ঠীত হয়েছিল ক্রিকেটের বৃহত্তম টুর্নামেন্ট বিশ্বকাপ (World Cup 2023), এছাড়াও একাধিক বড় বড় টুর্নামেন্ট দেখা গিয়েছে ২০২৩ সাল জুড়ে।

আরও পড়ুন | Top 3: এই ৩ ব্যাটসম্যান ছিলেন ২০২৩ সালের সেরা পারফর্মার, যারা রচনা করেছেন একাধিক কীর্তিমান !!

১. IPL

Ipl final, tournament
IPL Final | Image: Getty Images

এবছর অন্যতম বড় টুর্নামেন্ট হিসাবে দেখা গিয়েছে ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ (IPL 2023)। দীর্ঘ ৪৫ দিন ধরে চলতে থাকা এই টুর্নামেন্টের ফাইনালটি হয়েছিল তিন ধরে। আসলে ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা পরিত্যাক্ত হয়ে যায়, এরপর দ্বিতীয় দিন খেলা শুরু হলে বৃষ্টির জন্য দ্বিতীয় ইনিংসে খেলা বন্ধ থাকে এবং খেলার ফলাফল পাওয়া যায় তৃতীয় দিনে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্সকে পরাস্ত করে ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস পঞ্চম বারের জন্য খেতাব জয় করে। পুরো টুর্নামেন্ট জুড়ে একাধিক হাই ভোল্টেজ ম্যাচ দেখা গিয়েছে, দেখাও গিয়েছে T20 ক্রিকেটে স্লো উইকেট যেখানে ১৪০ রান করাও শক্ত হয়ে দাঁড়িয়েছে আবার ২০০’র বেশি রান নিমেষে তাড়া করে দিচ্ছে দল। এবারে আইপিএলে সবথেকে বেশি রান বানিয়েছিলেন শুভমান গিল এবং সর্বাধিক উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি তবে খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস। রানার্স হয় গুজরাট, পয়েন্ট তালিকার বিচারে চতুর্থ স্থানে থাকা মুম্বই দ্বিতীয় প্লেঅফ খেলায় তারা তৃতীয় স্থান দখল করেন এবং লখনৌ সুপার জায়ান্টস চতুর্থ স্থান দখল করে।

২. এশিয়া কাপ

এবছর এশিয়া কাপ নিয়েও হয়েছিল বেশ জল্পনা। ২০২৩’এর এশিয়াকাপ মূলত খেলার কথা ছিল পাকিস্তানে, তবে ভারতের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকায় তা সম্ভব হয়নি। কিন্তু এশিয়া কাপের হোস্ট দেশ পাকিস্তানকে দেওয়া হয় এবং ভারতের ম্যাচগুলো ফেলা হয়েছিল শ্রীলঙ্কাতে। আর এশিয়ার সেরা হয়েছিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট জুড়ে দুরন্ত প্রদর্শন দেখিয়েছিল টিম ইন্ডিয়া, অন্যদিকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল একপ্রকার সিনেমার মতন। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা দলকে ৫০ রানের মধ্যেই গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। মোহাম্মদ সিরিজের দুরন্ত স্পেল শ্রীলঙ্কা দলকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয় এবং ভারত খুবই সহজে অষ্টমবারের জন্য এশিয়ার সেরা হয়ে ওঠে।

৩. বিশ্বকাপ

World cup final,
World Cup Final | Image: Getty Images

এবছর সবথেকে বড় টুর্নামেন্ট ছিল ক্রিকেট বিশ্বকাপ, এবারের বিশ্বকাপটি নিঃসন্দেহে ভুলতে চাইবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। একটানা ১০ ম্যাচ জিতে মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েই বিশ্বকাপ খোয়াতে হয়েছিল বিশ্বকাপ। এবছর বিশ্বকাপে দেখা গিয়েছে একাধিক হাইভোল্টেজ ম্যাচ, বিরাট কোহলির টুর্নামেন্ট জুড়ে পারফরম্যান্স, মোহাম্মদ শামির সুইং ও নিয়ন্ত্রণের পাশাপশি গ্লেন ম্যাক্সওয়েলের তান্ডব এবারের বিশ্বকাপকে বেশ জমজমাট করে তুলেছিল। ভারত বিশ্বের সেরা না হতে পারলেও তাদের প্রদর্শন নিয়ে বেশ গর্বিত ছিল ভারতবাসী। ষষ্ঠ বারের জন্য টিম ইন্ডিয়াকে পরাজিত করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রালিয়া, মেগা ফাইনালে অজি ওপেনার ট্রেভিস হেড (Travis Head) শতরান হাঁকিয়ে কোটি-কোটি ভারতবাসীর মন ভেঙেছিলেন।

আরও পড়ুন | TOP 3: তিন ক্রিকেটার যারা ২০২৩ সালে ছন্দে ফিরে কাঁপিয়েছেন বাইশ গজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *