Top 3: এই ৩ ব্যাটসম্যান ছিলেন ২০২৩ সালের সেরা পারফর্মার, যারা রচনা করেছেন একাধিক কীর্তিমান !! 1

২০২৩ সাল জুড়েই ছিল ক্রিকেট আর ক্রিকেটের মরশুমে ব্যাটসম্যানদের (Batsman) থেকে একাধিক ম্যাচে প্রদর্শন দেখিয়ে বিপক্ষকে দমিয়ে রাখতে দেখা গিয়েছে। দর্শকরা মাঠে ব্যাটসম্যানদের থেকে চার ছক্কার বৃষ্টি দেখতেই মাঠে হাজির হন আর ব্যাটসম্যানরা দর্শকদের মজা দিয়েও থাকেন। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি জমজমাট ম্যাচ দেখা গিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটিং ছিল নিঃসন্দেহে সেরা দুই ওডিআই ইনিংসে খেলা ইনিংসের মধ্যে একটি। যেখানে ২৯২ রান তাড়া করতে ৯২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে অজি ব্রিগেড সেখানে ২০২* রান বানিয়ে ২০২৩’এর নিজের খেলা সেরা ইনিংসে পরিণত করেছেন। ঠিক তেমনিভাবে এই বছর তিন ফরম্যাটেই দাপিয়ে বেড়িয়েছেন বেশ কয়েক ব্যাটসম্যানরা। তবে আজকের প্রতিবেদনে আমরা সেরা ৩ ব্যাটসম্যানকে বেছে নিয়েছি যারা ২০২৩’সাল জুড়েই সেরা প্রদর্শন দেখিয়ে এসেছেন।

আরও পড়ুন | TOP 3: ৩ তরুণ ক্রিকেটার যারা ২০২৩ সালে হয়ে উঠেছেন জলন্ত অগ্নিপিন্ড !!

১. বিরাট কোহলি

Virat kohli,batsman
Virat Kohli | Image: Getty Images

ক্রিকেট জগতের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন হলেন বিরাট কোহলি (Virat Kohli)। একাধিক রেকর্ড ভেঙেছেন কোহলি, ২০২৩ সালে সেরাদের সেরাও হয়ে উঠলেন কোহলি, একসময় সচিনের সঙ্গে টক্কর দিয়ে এসেছেন কিং কোহলি, আজকাল শুভমান গিলের সঙ্গেও চলছে বিরাটের টক্কর। ওডিআই ফরম্যাটে এবছর বিরাট তার পুরানো ছন্দ ফিরে পেয়েছেন, যদিও বছর জুড়ে একাধিক ক্রিকেট খেলার জন্য T20 ফরম্যাটে দেখা যায়নি বিরাটকে। তবে লাল বলের ফরম্যাটে ও একদিনের খেলায় দেখা গিয়েছে কোহলিকে। বিরাট এবারের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের গড়া রেকর্ডও ভেঙে দিয়েছেন। একটি বিশ্বকাপ এডিসনে সচিন ৬৭৩ রান করেছিলেন সচিন তবে এবারের বিশ্বকাপে বিরাট ৭৬৫ রান বানিয়েছেন। এবারের বিশ্বকাপে ৩ টি শতরানও হাঁকিয়েছেন বিরাট এবং ৬ বার ৫০’এর গন্ডিও পার করছেন তিনি। ৬৬.০৬ গড়ে ২০৪৮ রান বানিয়েছেন তিনি, পাশাপাশি এবছর তিনি ৮ বার ১০০ ও ১০ বার ৫০’এর বেশি রান বানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে এবারের আইপিএলেও ৫৩.২৫ গড়ে ৬৩৯ রান বানিয়েছিলেন এবং ৬ টি অর্ধশতাধিক রান সহ ২ টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২. শুভমান গিল

Shubman gill, batsman
Shubman Gill | Image: Getty Images

২০২৩ সালে শুভমান গিলের স্বপ্নের বছর ছিল, এবছর ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান বানিয়েছেন গিল। ওডিআই ক্রিকেটে ২০০’র গন্ডিও পার করেছেন গিল। এবছর তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, বছরের প্রথম থেকেই প্রতিটি সিরিজেই প্রায় একটি করে শতরান হাঁকিয়েছেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে অসাধারণ ২০৮ রানের ইনিংস খেলেন গিল এবং তাদের বিরুদ্ধেই T20 ফরম্যাটে শতরান হাঁকান তিনি এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ১২৬ তিনিই হাঁকিয়েছিলেন। এখানে থেমে থাকেননি তিনি, অস্ট্রালিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পছন্দের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শতরান হাঁকিয়েছিলেন তিনি। এশিয়া কাপেও তার ব্যাট থেকে টুর্নামেন্টের সর্বাধিক রান এসেছিল, ১ টি শতরান সহ ৩০২ রান বানিয়েছিলেন তিনি। এরপর বিশ্বকাপেও থেমে থাকেননি গিল, ৯ ম্যাচে ৩৫৪ রান বানিয়েছিলেন। এমনকি এবারের আইপিএলে ৩ শতরান সহ ৮৯০ রান বানিয়ে টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। ২০২৩ সালে ৪৬.৮২ গড়ে ও ৭ টি শতরান ও ১০টি অর্ধশতরান সহ সর্বাধিক ২১৫৪ রান বানিয়েছেন।

৩. রোহিত শর্মা

Rohit Sharma, batsman
Rohit Sharma | Image: Getty Images

ক্যাপ্টেন হিসাবে ২০২৩ আইপিএলে দ্বিতীয় প্লে অফ, WTC ফাইনালে পরাজয় ও বিশ্বকাপ ফাইনালে পরাজয় রোহিতকে ক্যাপ্টেন হিসাবে অনেক যন্ত্রনা দিলেও দলের জন্য নিজের রান বলিদান দিয়েছেন রোহিত (Rohit Sharma)। বিশ্বকাপে তার ব্যাটিং দেখে তাকে নিয়ে সমালোচনা লোকগুলিও তার ভক্ত হয়ে উঠেছেন। এবছর ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করতে T20 ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নেন হিটম্যান তবে ফাইনালে হারের কষ্ট এখনও রয়েছে রোহিতের মধ্যে। এবছর ওডিআই ফরম্যাটে হাজারের বেশি রান করেছেন রোহিত এবং টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পিচে তার ব্যাটিং মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। এবছর ক্যাপ্টেন হিসাবে সর্বাধিক রান রোহিত বানিয়েছেন, ৪৮.৬৪ গড়ে ৪ সেঞ্চুরি ও ১১ অর্ধশতরান সহ ১৮০০ রান করেছিলেন রোহিত। বিশ্বকাপেও ১০০’র বেশি স্ট্রাইক রেটে ৫৯৮ রান বানিয়েছিলেন। তবে ফাইনালে খেলা অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিংকে নিয়ে নেটিজেনরা বেশ প্রশ্ন তুলেছিল।

আরও পড়ুন | “একজন কুসংস্কারাছন্ন মহিলা…” স্ত্রী অথিয়াকে নিয়ে মুখ খুললেন KL রাহুল, করলেন সমালোচনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *