IPL 2024, KKR vs PBKS Match 42 Toss Report: টস জিতলো পাঞ্জাব, প্লে অফের রাস্তা পরিষ্কার রাখতে KKR দলে এন্ট্রি হলো এই পেসারের !! 1

IPL 2024: আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। পয়েন্ট তালিকার বিচারে নাইট রাইডার্স দ্বিতীয় স্থানে রয়েছে এবং নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শেষম্যাচটি জেতে কলকাতা নাইট রাইডার্স এবং চ্যালেঞ্জার বেঙ্গালুরু মধ্যম ঘোষিত হয়েছিল যেখানে ম্যাচটি শেষ বলে জয় লাভ করে কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে পাঞ্জাব দল হায়দ্রাবাদ (SRH) রাজস্থান (RR) মুম্বই (MI) ও গুজরাট টাইটান্স (GT) দলের কাছে পরাজিত হয়ে পৌঁছেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। দুই দলের পরিস্থিতি একেবারে ভিন্ন ধরনের। কলকাতা দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করছে তো পাঞ্জাব দলের আসল ব্যাটিং শুরু হচ্ছে তাদের লোয়ার মিডিল অর্ডার থেকে। চলতি সিজিনে মাত্র ২ ম্যাচ জিতেছে পাঞ্জাব এবং তারা ছিটকেও নিয়েছেন প্লে লফের দূত থেকে।

KKR vs PBKS, ম্যাচ 42 পিচ ও আবহাওয়া

Eden Gardens, world cup 2023, ipl 2024
Eden Gardens | Image: Getty Images

ইডেনের পিচের কথা বলতে গেলে এখানে সর্বদা ব্যাটসম্যানরা রান পেয়ে থাকে। বোলারদের কাছে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার সুযোগ থাকলেও ব্যাটসম্যানদের তান্ডবে এই সিজিনে সেট সম্ভব হচ্ছে না। চলতি সিজিনে প্রায়শ ম্যাচেই ২০০’র বেশি রান দেখা গিয়েছে, ইমপ্যাক্ট প্লেয়ার আসার পর থেকে ব্যাটসম্যানরা বোলারদের উপর চরাও হয়ে ব্যাটিং করছে। আজকের ম্যাচেও একই পরিস্থিতির শিকার হবেন বোলাররা।

আজকের আবহাওয়ার কথা বলতে গেলে সমগ্র কলকাতা জুড়েই প্রাচুর গরম আবহাওয়া থাকবে। সকালে ৪২ ডিগ্রীতে তাপমাত্রা পৌঁছনোর কথা রয়েছে তা রাতে ২৯ ডিগ্রীতে নেমে আসবে। বাতাসে অপেক্ষক আদ্রতা থাকবে ৬৪%। বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এককথায় ক্রিকেটপ্রেমীরা আজকের ম্যাচটি বেশ উপভোগ করবে।

আরও পড়ুন | সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ঘটলো সর্বনাশ, পুলিশের হাতে গ্রেফতার হলেন বিরাট কোহলি !!

টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য

শ্রেয়াস আইয়ার আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড়কে এগিয়ে নিয়েছি। এই মরসুমে আমি সন্তুষ্ট, শেষ খেলায় স্টার্কের আঙুলে কাটা পড়েছিল, দুষ্মন্ত চামেরা তার স্থলাভিষিক্ত করবেন। একটি দুর্দান্ত শুরু দরকার এবং তারপরে এটিকে একটি বড় স্কোরে রূপান্তর করতে হবে, একই ফর্ম এবং গতি অব্যাহত রাখার চেষ্টা করবো।

স্যাম কুরান – আমরা প্রথমে ব্যাটিং করবো। আমাদের ঘরে ৪টি খেলা ছিল, দুর্ভাগ্যবশত চারটিই হেরেছি, যদিও ছেলেরা বাইরের মাঠে খেলার জন্য প্রস্তুত। আমরা জানি এখান থেকে আমাদের কী করতে হবে।

দুই দলের একাদশ:

কলকাতা নাইট রাইডার্স: ফিলিপ সল্ট (wk), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (c), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুষ্মন্ত চামেরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

পাঞ্জাব কিংস : জনি বেয়ারস্টো, স্যাম কুরান (c), রিলি রোসো, জিতেশ শর্মা (wk), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হারপ্রীত ব্রার, হর্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আরশদীপ সিং।

KKR vs PBKS, MATCH 42 টস জিতে প্রথমে ফিল্ডিং করবে পাঞ্জাব কিংস।

আরও পড়ুন | IPL 2024, SRH vs RCB: জয়ের মুখ দেখলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, SRH’কে ৩৫ রানে হারালো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *