IPL 2024, SRH vs RCB: জয়ের মুখ দেখলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, SRH'কে ৩৫ রানে হারালো RCB !! 1

IPL 2024: অবশেষে জয়ের মুখ দেখলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হায়দ্রাবাদের মাঠেই জয় সুনিশ্চিত করলো RCB দল। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন RCB দলের ক্যাপ্টেন ডুপ্লেসিস (Faf Du Plesis)। প্রথমে ব্যাটিং করতে এসে বিরাট কোহলির ব্যাট থেকে আবার একটি অর্ধশতরান দেখা যায়। ৪৩ বলে ৫৩ রান বানান বিরাট (Virat Kohli), ডু প্লেসিস ১২ বলে ২৫ রান বানিয়ে জলদি উইকেট হারান। ৯ বলে ৬ রান বানিয়ে উইকেট হারান উইল জ্যাক্স (Will Jacks)। পাশাপশি  দলের হয়ে দ্রুততম ২০ বলে ৫০ রান বানান রজত পতিদার (Rajat Patidar)। ২০ বলে ৩৭ রানের একটি প্রয়োজনীয় ইনিংস খেলেন ক্যামেরন গ্রীন (Cameron Green) ও শেষের দিকে স্বপ্নীল ও কার্তিকের (Dinesh Karthik) ১২ ও ১১ রানের দৌলতে ব্যাঙ্গালুরুর রান গিয়ে পৌঁছায় ২০৬’এ।

৩৫’রানে ম্যাচ জিতলো RCB

Ipl 2024
SRH vs RCB | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে আজকে প্রথম ওভারেই উইল জ্যাকসের বলে প্যাভিলিয়নে ফেরেন ইনফর্ম ট্রেভিস হেড (Travis Head)। মাত্র ১ রান বানিয়েই হারান নিজের উইকেট, পাশাপাশি পাওয়ার প্লের ভিতরেই অভিষেক শর্মা ১৩ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩১ রান বানিয়ে যশ দয়ালের বলে নিজের উইকেট হারান। ৮ বলে ৭ রান বানান এইডেন মার্করাম (Aiden Markram) এবং ৩ বলে ৭ রান বানিয়ে পাওয়ার প্লের ভিতরেই হেনরিখ ক্লাসেন (Henrich Klassen) প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লেতে ৬২ রান বানাতে সক্ষম হয় হায়দ্রাবাদ। তবে চার উইকেট হারিয়ে ফেলতে ব্যাকফুটে চলে যায় SRH।

দলের হয়ে সর্বাধিক ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahamed)। ক্যাপ্টেন কামিন্স ১৫ বলে ৩১ রান বানান। অন্যদিকে ব্যাঙ্গালুরুর পক্ষ থেকে ২টি করে উইকেট নেন স্বপ্নীল সিং, ক্যামেরন গ্রীন ও কর্ন শর্মা (Karn Sharma)। ১টি করে উইকেট পেয়েছেন উইল জাক্সস ও যশ দয়াল (Yash Dayal)। ১৭১ রানে শেষ হয় RCB’র ব্যাটিং, ৩৫ রানে সিজিনের দ্বিতীয় ম্যাচ জিতে নিলো RCB।

আরও পড়ুন | IPL 2024: “শেষ দু’বছরের কামানো সব ইজ্জত খুইয়ে…”, দিল্লির কাছে ফের হারতেই নোংরা ট্রোলের শিকার GT !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *