RCB'র সামনে টিকলো না গুজরাটের ব্যাটিং, ১৪৭ রানে শেষ হলো গিল'দের ইনিংস !! 1

IPL 2024: চিন্নাস্বামীতে দুরন্ত কামব্যাক হোম টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। গুজরাট টাইটান্স’এর বিরুদ্ধে দুরন্ত প্রচেষ্টা দেখালো দলের বোলিং বিভাগ। আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক ফফ ডু প্লেসিস (Faf Du Plesis)। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারায় গুজরাট।

মাত্র ১ রান বানিয়ে ঋদ্ধিমানকে (Wriddhiman Saha) প্যাভিলিয়নে ফেরান সিরাজ। চলতি মরশুমে ব্যাট হাতে ফ্লপ হচ্ছেন শুভমান গিল (Shubman Gill) এবং আজকের ম্যাচে ৭ বলে ২ রান বানিয়ে সিরাজের দ্বিতীয় উইকেটের শিকার হন তিনি।

১৪৭’রানে শেষ হলো গুজরাটের ব্যাটিং

Rcb vs gt, ipl 2024
RCB vs GT | Image: Getty Images

পাওয়ার প্লের ভিতরেই ১৪ বলে ৬ রান বানিয়ে ক্যামেরন গ্রিনের বলে প্যাভিলিয়নে ফেরেন সাই সুদর্শন (Sai Sudarshan)। দলের হয়ে ২৪ বলে ৫টি ছক্কা ও ১টি চারের বিনিময়ে ৩৭ রান বানান শাহরুখ খান। পাওয়ার হিটার ডেভিড মিলারের (David Miller) ব্যাট থেকে এসেছে ২০ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস। ১৪ বলে ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রশিদ খান (Rashid Khan)।

দলের হয়ে শেষ ভরসা ছিলেন রাহুল তেওটিয়া (Rahul Tewatia) ২১ বলে ৩৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষমেশ বিজয় শঙ্করের ব্যাট থেকে প্রয়োজনীয় ১০ রানের বিনিময়ে গুজরাট ১৪৭ রানেই অলআউট হয়ে গিয়েছে। RCB’র হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন যশ দয়াল (Yash Dayal), মোহাম্মদ সিরাজ ও বিজয়কুমার বিশাক। ১টি করে উইকেট নিয়েছেন কর্ন শর্মা ও ক্যামেরন গ্রীন।

Read More: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *