বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া, এই কারণে T20 বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ !! 1

টিম ইন্ডিয়ার নির্বাচকরা বিশ্বকাপের জন্য (T20 World Cup 2024) গত ৩০ এপ্রিল ভারতীয় T20 স্কোয়াড প্রকাশ করেছে। ১৫ জনের স্কোয়াডটি ২’রা জুন থেকে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের জন্য আইপিএল শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজ ও USA’র উদ্দেশ্যে রওনা দেবেন। প্রকাশিত হওয়া স্কোয়াডে উইকেট কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পন্থ (Rishabh Pant) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) উপর। তবে এই দুই তারকার মধ্যে বিশ্বকাপ দলে কাকে সুযোগ পেতে দেখা যাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন।

১৫ মাস পর জাতীয় দলে ফিরলেন পন্থ

Rishabh Pant, t20 world cup 2024
Rishabh Pant | Image: Getty Images

বিশেষ করে লম্বা সময় পর ভারতীয় দলে ফিরেছেন পন্থ। ১৫ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন পন্থ। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরে চলতি আইপিএলে তিনি কামব্যাক করেছেন এবং দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্ব সামলাচ্ছেন। দুর্দান্ত পারফরম্যান্স ও উইকেট কিপিংয়ের ধার দেখিয়ে তিনি জাতীয় দলে আবার একবার কামব্যাক করতে চলেছেন। তবুও আসন্ন T20 বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাবেন কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

Read More: IPL 2024: তৃতীয় ট্রফি জয়ের ‘মাস্টারপ্ল্যান’ তৈরি ‘গুরু’ গম্ভীরের, ওয়াংখেড়েতেই মিললো ইঙ্গিত !!

উইকেট রক্ষক হিসাবে দুই তরুণ প্লেয়ারই চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঋষভ ১১ ম্যাচে ৪৪.২২ গড়ে ও ১৫৮.৬৭ স্ট্রাইক রেটে ৩৯৮ রান করেছেন ও ৩বার অর্ধশতরানের গন্ডিও টপকেছেন। পাশাপশি, সঞ্জু স্যামসন ১০ ম্যাচে ৬৪.১৭ গড়ে ও ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৩৮৫ রান বানিয়েছেন। দুই প্রতিভাবান ব্যাটসম্যান দারুন ছন্দে থাকলেও যেকোনো একজনকেই মূল দলে সুযোগ দেওয়া হবে।

বিশ্বকাপ দলে সুযোগ পাবেন না পন্থ

Rishabh Pant
Rishabh Pant | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, চলতি আইপিএল সিজিনে দুই তরুণ ব্যাটসম্যানের থেকেই সমসংখক রান এসেছে তবে দুজনকে একসাথে একাদশে সুযোগ দেবে না ম্যানেজমেন্ট। এমনকি, গত বিশ্বকাপে ব্যার্থ হয়েছিলেন পন্থ, ২ ম্যাচে ৯ রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। পাশাপশি, স্যামসন পন্থের তুলনায় বিগত ১ বছর বেশি ক্রিকেট খেলেছেন ও পারফরমেন্স দেখিয়েছেন তাই পন্থের আগে দলে তিনি সুযোগ পাবেন।

সঞ্জু ভারতের T20 ফরম্যাটে ২৫টি ম্যাচ খেলেছেন, ২২ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে ১৮.৭ গড়ে তিনি ৩৭৪ রান বানিয়েছেন এবং তার স্ট্রাইক রেট হলো ১৩৩। অন্যদিকে পন্থ ৫৬ ইনিংসে ২২.৪৩ গড়ে ও ১২৬.৫৪ স্ট্রাইক রেটে ৯৮৭ রান বানিয়েছেন। বিশ্বকাপ দলের প্রথম একাদশে কোন তরুণকে দেখা যাবে তা সময় আসলেই জানা যাবে।

Read Also: T20 World Cup 2024: T20 বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বিধ্বংসী ব্যাটারের দলে হলো না জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *