T20 বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বিধ্বংসী ব্যাটারের দলে হলো না জায়গা !! 1

মাত্র কয়েকদিনের অপেক্ষা, শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। এবার ওয়েস্ট ইন্ডিজ ও USA’তে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আজ হোস্ট ওয়েস্ট ইন্ডিজ তাদের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করেছে। ২০১২ ও ২০১৬ সালের T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুত। গ্রুপ C’তে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনী ও উগান্ডার সঙ্গে একই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের আগে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজ খেলেছে। ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-২ ব্যাবধানে জয়লাভ করে উইন্ডিজ, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ ব্যাবধানে সিরিজে পরাজিত হয়। তবে, T20 ফরম্যাটে অন্যতম শক্তিশালী দল হলো এই ওয়েস্ট ইন্ডিজ। যদিও ২০২২ বিশ্বকাপে বিশ্বকাপ খেলার জন্য সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয় উইন্ডিজ। ২ জুন পাপুয়া নিউ গিনি দলের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

Read More: রোহিত শর্মা নয় বরং এই ৩ খেলোয়াড় টি-২০ বিশ্বকাপে যোগ্য অধিনায়ক, ট্রফি জয় নিশ্চিত করতো ভারত !!

উইন্ডিজের ব্যাটিং অর্ডারে ভরপুর পাওয়ার হিটার

Andre Russell, t20 world cup 2024
West Indies | Image: Getty Images

উইন্ডিজের হয়ে বিশ্বকাপের দলকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল (Rovman Powel)। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জনসন চার্লস (Johnson Charles), শাই হোপ (Shai Hope) ও ব্রেন্ডন কিংকে (Brandon King) বাছাই করেছে উইন্ডিজ। তবে দলে সুযোগ পেলেন না কাইল মায়ার্স (Kyle Mayers), যিনি অস্ট্রেলিয়া সিরিজের সময় স্কোয়াডের অংশ থাকলেও ওপেনিং পদ ছেড়ে নিম্ন-ক্রমে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিতে তাকে দলে বাদ দেওয়া হয়েছে। মিডিল অর্ডারের জন্য শিমরন হেটমায়ের (Shimron Hetmyer), নিকোলাস পুরান (Nicholas Pooran) ও ক্যাপ্টেন রোভম্যান পাওয়েলকে দেখা যাবে।

T20 স্পেশালিস্টদের নিয়েই তৈরি হলো উইন্ডিজ স্কোয়াড

West Indies, t20 world cup 2024
West Indies Team | Image: Getty Images

দলের অলরাউন্ডারদের মধ্যে আন্দ্রে রাসেল (Andre Russell), শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), রোমারিও শেফার্ড (Romario Shepherd), রোস্টন চেস (Roston Chase), আকিল হুসেন ( Akeal Hosein) ও জেসন হোল্ডারকে (Jason Holder) বাছাই করেছে উইন্ডিজ বোর্ড। দলের পেসারদের ভূমিকায় সহ অধীনয়ায়ক আলজারি জোসেফ (Alzarri Joseph) ও গাব্বা কাঁপানো শামার জোসেফকে (Shamar Joseph) নিয়োগ করা হয়েছে। পাশপাশি, দলের স্পিনারদের মধ্যে গুড়াকেশ মোতিকে বাছাই করেছে উইন্ডিজ দল।

T20 বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

রোভম্যান পাওয়েল (C), আলজারি জোসেফ (VC), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, শাই হোপ (WK), আকিল হুসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান (WK), আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

READ ALSO: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *