Ipl 2024, rcb vs gt
RCB vs GT | Image: Getty Images

IPL 2024: সমাপ্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স’এর (RCB vs GT) মহা ম্যাচ। আজকের ম্যাচে টস জেতেন ক্যাপ্টেন ফফ ও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে দ্বিতীয় ওভারেই ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। পাওয়ার প্লের ভিতরে উইকেট হারান ক্যাপ্টেন শুভমান (Shubman Gill) ও ইনফর্ম সাই সুদর্শন (Sai Sudarshan)। গিল ৭ বলে ২ বানান এবং সুদর্শন ১৪ বলে ৬ বানান।

৪ উইকেটে ম্যাচ জিতলো RCB

Ipl 2024
RCB vs GT | Image: Getty Images

দলের হয়ে সর্বাধিক ২৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন শাহরুখ খান (Shahrukh Khan), তাছাড়া ২০ বলে ৩০ রান বানান ডেভিড মিলার (David Miller) ও ২১ বলে ৩৫ রান বানান রাহুল তেওটিয়া। ব্যাঙ্গালুরু দলের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj), বিজয়কুমার বিশাক ও জশ দয়াল (Yash Dayal)। ১৯.৩ ওভারে মাত্র ১৪৭ রানেই শেষ হয় গুজরাটের ইনিংস।

Read More: “না ঘর কা না ঘাট কা…” মার্কিন দলের টিকিটও পেলেন না উন্মুক্ত চাঁদ, সোশ্যাল মিডিয়ায় জুটলো তীব্র কটাক্ষ !!

রান তাড়া করতে এসে বিধ্বংসী সূচনা দেন ক্যাপ্টেন ফফ ও বিরাট। পাওয়ার প্লের ভিতরেই ৯২ রান জুড়ে দেন দুজন মিলে। দলের হয়ে ক্যাপ্টেন ফফ ২৩ বলে ১০টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৬৪ রান বানিয়েছেন। তিনি আউট হতে না হতেই ১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে RCB। উইল জ্যাক্স (১), পতিদার (২) , ম্যাক্সওয়েল (৪) ও ক্যামেরন গ্রীন (১) রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

এমনকি বিরাট কোহলিও (Virat Kohli) ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৪২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে দলের হয়ে ১২ বলে ২১ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik) ও ৯ বলে ১৫ রানের ইনিংস খেলে জয় সুনিশ্চিত করেন স্বপ্নীল সিং (Swapnil Singh)। গুজরাটের হয়ে ৪ উইকেট তুলে নেন জশুয়া লিটিল (Joshua Little) এবং ২ উইকেট নেন নূর আহমেদ (Noor Ahamed)। আজকের জয়ের পর সপ্তম স্থানে উঠে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল এবং নবম স্থানে নেমে আসলো গুজরাট।

Read Also: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *