ipl-match-52-rcb-vs-gt-toss-report

IPL 2024: আইপিএলের লীগ পর্বের ৫২তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স (RCB vs GT)। পয়েন্ট তালিকায় সবার নীচে থাকলেও টানা দুটি ম্যাচে জয় পেয়েছেন বেঙ্গালুরু (RCB)। টুর্নামেন্টে টিকে থাকার ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে চাইলে আজ জয় ছাড়া পথ খোলা নেই বিরাট কোহলিদের সামনে। আজ পরাজিত হলেও অঙ্কের হিসেবে আইপিএলের (IPL) প্লে-অফে পা রাখা সম্ভব হবে না তাঁদের পক্ষে। যাবতীয় পারমুটেশন-কম্বিনেশন মাথায় রেখে নিশ্চয় মাঠে নামবে দু প্লেসির দল।মরিয়া লড়াই দেখা যেতে পারে তাদের পক্ষ থেকে। অন্যদিকে গত মরসুমের রানার্স-আপ গুজরাতেরও (GT) হালত বিশেষ ভালো নয় এইবার। সাত নম্বরে রয়েছে তারা। লীগ টেবিলের মই বেয়ে উপরের দিকে উঠতে জয়ই একমাত্র রাস্তা শুভমান গিলদেরও।

Read More: PBKS vs CSK, Match-53, Dream 11 Prediction in Bengali: ধর্মশালায় ধুন্ধুমার লড়াই পাঞ্জাব ও চেন্নাইয়ের, এক নজরে দেখে নিন ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য !!

IPL ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ৫২

তারিখ- ০৪/০৫/২০২৪

ভেন্যু- এম চিদাম্বরম স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Bengaluru Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Chinnaswamy Stadium, Bengaluru | IPL 2024 | Image: Twitter
Chinnaswamy Stadium, Bengaluru | Image: Twitter

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইশ গজে সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স (RCB vs GT)। সাধারণত বেঙ্গালুরুর মাঠে পিচ ব্যাটিং সহায়কই হয়ে থাকে। এখানে বল পড়ে সঠিকভাবে ব্যাটে আসে। পাশাপাশি দ্রুত আউটফিল্ড ও অপেক্ষাকৃত ছোট বাউন্ডারির সুবিধা গ্রহণ করে নিয়মিত বড় শট মারতে সক্ষম হন ব্যাটাররা। চলতি মরসুমে বেঙ্গালুরুতে বড় ইনিংস দেখা গিয়েছে। আজকের ম্যাচেও বড় রান দেখতে পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান বলছে এখানে ৯২টি আইপিএল ম্যাচের মধ্যে ৩৯টিতে প্রথম ব্যাটিং করে জয় মিলেছে। রান তাড়া করে জয়ের সংখ্যা ৪৯। প্রথম ইনিংসে গড় স্কোর ১৮০, দ্বিতীয় ইনিংসে ১৫৫।

বেঙ্গালুরু শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৬ শতাংশ। যা অস্বস্তি বাড়াতে পারে ক্রিকেটারদের। এছাড়া খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ বেঙ্গালুরু শহরের আকাশ খানিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে ক্রিকেটজনতাকে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা। কোনোরকম বৃষ্টিপাতের কারণে খেলা স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আজ।

দুই দলের প্রথম একাদশ-

RCB vs GT | Image: Getty Images
RCB vs GT | Image: Getty Images

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, উইল জ্যাকস ✈,  গ্লেন ম্যাক্সওয়েল ✈, ক্যামেরন গ্রিন ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), কর্ণ শর্মা, স্বপ্নীল সিং,  মহম্মদ সিরাজ, যশ দয়াল, বিজয়কুমার বৈশাখ।

বিকল্প- রজত পতিদার, মহীপাল লোমরোর, আকাশ দীপ, অনুজ রাওয়াত, সুয়শ প্রভুদেশাই।

গুজরাত টাইটান্স (GT)-

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার ✈, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈, মানব সুতার, নূর আহমেদ ✈, মোহিত শর্মা, জশ লিটল ✈ ।

বিকল্প- বি আর শরথ, সন্দীপ ওয়ারিয়র, দর্শন নলকাণ্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব।

*✈-বিদেশী ক্রিকেটার।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Shubman Gill and Faf du Plessis | RCB vs GT | Image: Getty Images
Shubman Gill and Faf du Plessis | RCB vs GT | Image: Getty Images

ফাফ দু প্লেসি-

আমরা রান তাড়া করতে চাই। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আগে যে অবস্থানে ছিলাম তার থেকে যে বদলটা এসেছে সেটা স্বস্তিদায়ক। ব্যাটিং-এর দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের ছন্দ খুঁজে পেয়েছি। দল অপরিবর্তিত থাকছে।

শুভমান গিল-

আমাদের চার ম্যাচের চারটেই জিততে হবে। মাঠে নেমে সেরাটা দেওয়াই প্রয়োজন। আমি মনে করি আমাদের ফিল্ডিং-ই আমাদের বিপক্ষে গিয়েছে। ব্যাটিং-এ উন্নতিও প্রয়োজন। আইপিএল দীর্ঘ প্রতিযোগিতা। আমাদের আজকের ম্যাচে ভালো করতে হবে। আমাদের দলে দুটো পরিবর্তন রয়েছে। মানব সুতারের অভিষেক হচ্ছে। জশ লিটল’ও খেলছে।

RCB vs GT, টস রিপোর্ট-

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Also Read: “IPL ঘৃণা ছড়ানোর সঠিক সময়…” সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য আকাশ চোপড়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *