"চোকারদের সাথেও জিততে পারে না..." RCB'র কাছে ম্যাচ হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে GT !! 1

IPL 2024: পরাজয়ের ডবল হ্যাটট্রিক করার পর এবার জয়ের হ্যাটট্রিক করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। পরপর তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আজকের মেগা প্রথমে ব্যাটিং করতে আসে গুজরাট টাইটান্স (GT)। পাওয়ার প্লের ভিতরে ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। পাওয়ার প্লের ভিতরে ফর্মের বাইরে থাকা ঋদ্ধিমান (১), শুভমান গিল (২) এবং ইনফর্ম সাই সুদর্শন (Sai Sudarshan) ১৪ বলে ৬ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

পাওয়ার প্লের ভিতর ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় গুজরাট। তবে, আজকের ম্যাচে ভালো ফর্ম দেখান শাহরুখ খান (Shahrukh Khan), ২৪ বলে ৩৭ রানের একটি ইনিংস খেলেন তিনি। পাশপাশি ডেভিড মিলারের (David Miller) ব্যাট থেকে এসেছে ২০ বলে ৩০ রান। শেষের দিকে তেওটিয়ার ৩৫ রানের বিনিময়ে গুজরাট ১৯.৩ ওভারে মাত্র ১৪৭ রান বানিয়েই ইংসের সমাপ্তি ঘটে।

Read More: প্লে-অফের দৌড়ে টিকে রইলো ফফ বাহিনী, মরণ বাঁচন ম্যাচে গুজরাতকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলো RCB !!

গুজরাতকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলো RCB

Ipl 2024, rcb vs gt
RCB vs GT | Image: Getty Images

এই রান তাড়া করতে এসে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন অধিনায়ক ফফ ডু প্লেসিস (Faf Du Plesis) ও বিরাট কোহলি (Virat Kohli)। পাওয়ার প্লের ভরপুর ফায়দা তুলেছেন দুজনেই, প্রথম ৬ ওভারের মধ্যেই ৯২ রান বানিয়ে ফেলে এই জুটি। মাত্র ২৩ বল খেলে ক্যাপ্টেন ফফ ১০ টি চার ও ৩টি লম্বা লম্বা ছক্কার বিনিময়ে ৬৪ রান বানিয়ে লিটিলের বলে প্যাভিলিয়নে ফেরেন। ফফ আউট হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে RCB’র ব্যাটিং। ১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু, এমনকি বিরাট কোহলিকেও জালে ফাঁসায় নূর আহমেদ (Noor Ahamed)। ২৭ বলে ৪২ রান বানান কোহলি যেখানে তিনি ২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।

আবার একবার RCB’কে পরাজয় থেকে বাঁচালো দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ১২ বলে ২১ রানের ফিনিশিং টাচ দেন ডিকে এবং তার সঙ্গী স্বপ্নীল সিং (Swapnil Singh) ৯ বলে ১৫ রান বানিয়ে দলের হয়ে জয় সুনিশ্চিত করেন। পরাজয়ের হ্যাটট্রিকের পর পয়েন্ট তালিকায় নবম স্থানে নেমে আসলো গুজরাট এবং সমাজ মাধ্যমে হলো ট্রোলের শিকার।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *