"আদিখ্যেতা দেখিয়ে লাভ নেই..." সানরাইজার্সের বিরুদ্ধে সিজিনের চতুর্থ জয় পেয়েও সমাজ মাধ্যমে ট্রোলের শিকার MI পল্টন !! 1

IPL 2024: অবশেষে সিজিনে চতুর্থ জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আজকের মেগা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৬ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চত করলো মুম্বই। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করতে এসে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখায় মুম্বই বোলাররা। ইনফর্ম অভিষেক শর্মাকে (Abhisekh Sharma) দ্রুত প্যাভিলিয়নে পাঠান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

স্কাইয়ের দুরন্ত শতরানে সিজিনের চতুর্থ জয় ছিনিয়ে নিলো মুম্বই

Suryakumar yadav, ipl 2024
Suryakumar Yadav | Image: Getty Images

সানরাইজার্স দলের হয়ে সর্বাধিক ৩০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন ট্রেভিস হেড (Travis Head)। দলের দ্বিতীয় সর্বোচ্চ রানটি এসেছে ক্যাপ্টেন প্যাট কামিন্সের (Pat Cummins) ব্যাট থেকে। কঠিন সময়ে ব্যাটিং করতে এসে দলের হয়ে ১৮ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি এবং দলকে ১৭৩’এ পৌঁছে দিয়েছিলেন। যদিও আজকে মুম্বইয়ের হয়ে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও স্পিনার পীযুষ চাওলা (Piyush Chawla) অসাধারণ বোলিং করে ৩টি করে উইকেট তুলে নিয়েছিলেন।

Read More: স্কাইয়ের শতরানে মেতে উঠলো ওয়ানখেড়ে, SRH’এর বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করলো MI পল্টন !!

এই রান তাড়া করতে এসে পাওয়ার প্লের ভিতরে দুরন্ত বোলিং করে সানরাইজার্স দলের পেসাররা। মুম্বই দলের ওপেনার ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan) ৭ বলে ৯ রান বানিয়ে মার্কো জেনিসেনের বলে নিজের উইকেট হারান। পাশাপশি আজকের ম্যাচে আবার একবার ফ্লপ হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ক্যাপ্টেন কামিন্সের বলে বড় শট খেলার প্রত্যাশায় ৫ বলে মাত্র একটি চারের বিনিময়ে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সানরাইজার্স বোলারদের প্রদর্শনে নাজেহাল হয়ে ওঠেন তরুণ ব্যাটসম্যান নামান ধীর (Naman Dhir)। ৯ বল খেলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের হয়ে দ্বিতীয় আইপিএল শতরান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৫১ বলে ১২টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ১০২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে মুম্বইকে জয়ের পথ দেখান, তাছাড়া ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক ভার্মা (Tilak Varma)। ১৬ বল বাঁকি থাকতেই ৭ উইকেটে জয় সুনিশ্চিত করে মুম্বই ইন্ডিয়ান্স। আজকের মুম্বইয়ের জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: এখনও প্লে-অফ খেলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স,টিমটিম করে জ্বলছে আশার আলো!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *