“একজন কুসংস্কারাছন্ন মহিলা…” স্ত্রী অথিয়াকে নিয়ে মুখ খুললেন KL রাহুল, করলেন সমালোচনা !! 1

চোট কাটিয়ে রিতিমতন ফর্মে ফিরেছেন কেএল রাহুল (KL Rahul), ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের জীবনে ‘লেডি লাক’ অথিয়া শেঠি আসার পরেই রানের পর রান বানাচ্ছেন রাহুল। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেন রাহুল এবং প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়ে দেন রাহুল, এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাটিং হৃদয়ে গেঁথে থাকবে ভারতবাসীর। এখানেই শেষ হয় নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের হাঁকানো বিশ্বকাপে দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন তিনি। বিশ্বকাপ চলাকালীন রাহুলকে সাপোর্ট করতে আসা অথিয়াকে সব ম্যাচে দেখা যায়না, শেষমেশ কেএল রাহুল করলেন বড় খোলাসা।

আরও পড়ুন | SA vs IND: ঋষভ পন্থের জন্য ভিলেন প্রমাণীত হবেন KL Rahul, চিরতরে খতম করলেন কেরিয়ার !!

অথিয়া কুসংস্কার মেনে চলেন

Kl rahul and athiya shetty
KL Rahul and Athiya Shetty | Image: Twitter

চলতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রাহুল। সেঞ্চুরিয়ানের মাঠে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেন রাহুল। এখন সেঞ্চুরিয়ানের মাঠে প্রথম বিদেশি ব্যাটসম্যান হিসেবে দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি। রাহুল স্টার স্পোর্টসে তার ব্যাটিং’এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ বড় বয়ান দিয়েছেন।

প্রসঙ্গত বিশ্বকাপের সময়, অনেক খেলোয়াড়ের স্ত্রীদের স্ট্যান্ডে দেখা গেছে। তাদের মধ্যে কেএল রাহুলের (KL Rahul) স্ত্রী আথিয়া শেঠিও কিছু ম্যাচের সময় স্ট্যান্ডে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। কিন্তু এখন রাহুল স্টার স্পোর্টসে মন্তব্য করে বলেছেন যে, আথিয়া স্টেডিয়ামে এসে ম্যাচ দেখতে পছন্দ করেন না। আথিয়া বাড়িতে তার লাকি জায়গায় বসে ম্যাচ দেখছে। তিনি যে চেয়ারে বসে আছেন বা যেই অবস্থানে বসে আছেন ঠিক সেভাবেই বসে ম্যাচ দেখতে পছন্দ করেন তিনি।

সবসময় রাহুলের পাশেই থাকেন অথিয়া

Kl rahul and athiya shetty
KL Rahul and Athiya Shetty | Image: Twitter

এবিষয়ে মন্তব্য করে রাহুল (KL Rahul) বলেছেন, “আমি যখন ব্যাটিং করি, সে তার জায়গা নড়ে না। তার মধ্যে অনেক কুসংস্কার আছে, সে এগুলো মেনেও চলে। আমি তাকে স্টেডিয়ামে আসতে বলি কিন্তু তিনি খুবই কুসংস্কারাচ্ছন্ন।” নিজের চোটের কথা স্মরণ করে রাহুল বলেন, “সেই সময়ে আথিয়া আমার চেয়ে বেশি চিন্তিত ছিল তবে কখনও কখনও আমি রেগে যেতাম। ও আমাকে শান্ত রাখতো, আমাকে অনেক সাহায্য করেছে এবং আমরা একসাথে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর যখন আমি আবার ক্রিকেটে ফিরে আসি, তারপর থেকেই এই খেলার প্রতি আগের চেয়ে বেশি ভালোবাসা অনুভব করছি।

আরও পড়ুন | “কোনো তুলনাই চলে না” IPL-এর সাথে এক আসনে PSL-কে রাখতে রাজী নন ওয়াসিম আক্রম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *