“কোনো তুলনাই চলে না” IPL-এর সাথে এক আসনে PSL-কে রাখতে রাজী নন ওয়াসিম আক্রম !! 1

এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তত্ত্বাবধানে পথচলা শুরু করেছিলো আইপিএল। এরপর গড় দেড় দশকে ডালপালা ছড়িয়ে তা পরিণত হয়েছে মহীরুহে। সারা বিশ্বে টি-২০ ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে এই টুর্নামেন্ট। পাশাপাশি ক্রিকেট এবং বিনোদনের মাঝের ব্যবধান ঘুচিয়ে খেলাকে আট থেকে আশি সকলের কাছের করে তুলেছে আইপিএল। সেই কারণেই দীর্ঘ সময় পেরিয়েও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়ে নি আইপিএলের।

আইপিএলের (IPL) দেখানো পথে হেঁটেই কবাডি, ভলিবলের মত খেলাতেও চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লীগ। ফুটবলে এসেছে ইন্ডিয়ান সুপার লীগ বা আইএসএল। জনপ্রিয়তাও পেয়েছে সেই টুর্নামেন্টগুলি। আইপিএলের ধাঁচে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে ক্রিকেট প্রতিযোগিতাও। যে স্বপ্ন বিশ্বকে দেখিয়েছিলো বিসিসিআই, আজ অস্ট্রেলিয়ার বিবিএল, ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড,’ বাংলাদেশের বিপিএল বা পাকিস্তানের পিএসএল (PSL) তারই ফসল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসারে আইপিএলের ভূমিকা যে সবার ওপরে তা মেনে নেন অধিকাংশ বিশেষজ্ঞ’ই। ক্রিকেটের মানে, গ্ল্যামারের চাকচিক্যে আইপিএলের ধারেপাশেও যে যেতে পারে নি বাকি লীগগুলি, তা একবাক্যে মানে ক্রিকেট বিশ্ব।

Read More: TOP 3: ২০২৩ সালে ক্রিকেটদুনিয়ায় ঝড় তুলেছে এই ৩ বিতর্কিত মন্তব্য !!

তথ্য বলছে IPL-এর থেকে বহু পিছিয়ে PSL-

IPL and PSL | Image: Twitter
IPL and PSL | Image: Twitter

গোটা দুনিয়া আইপিএলের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও ব্যতিক্রম একমাত্র পাকিস্তান। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানের ক্রিকেটাররা। সুযোগ পেলেই সমালোচনা করতে শোনা যায় পাকিস্তানের ক্রিকেটার, ক্রিকেটবিশেষজ্ঞদের। ২০১৫ সালে পথচলা শুরু করেছিলো পাকিস্তান সুপার লীগ। যত সময় এগিয়েছে জনপ্রিয়তাও বেড়েছে এই টুর্নামেন্টের। শাদাব্ খান, হারিস রউফ (Haris Rauf), শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi)  মত পাকিস্তানী তারকারা এই টুর্নামেন্টে খেলেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বৃত্তে দ্রুত নিজেদের স্বতন্ত্র জায়গা করে ফেলতে সক্ষম হলেও এখনিই আইপিএলকে টপকে যাওয়ার যে দাবী বহু পাক ক্রিকেটবোদ্ধা করে আসেন, তার কোনো বাস্তব ভিত্তি যে নেই, তা বোঝা যাবে পরিসংখ্যানে চোখ বোলালেই।

২০২৩ সালে পাকিস্তান সুপার লীগ চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স পেয়েছিলো ১২০ মিলিয়ন পাকিস্তানী রুপি। ভারতীয় অর্থের নিরিখে তা মাত্র ৩ কোটি টাকার মত। সেখানে আইপিএলে (IPL) ২০০৮ সালের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস (RR) পেয়েছিলো ভারতীয় মুদ্রায় ৪.৮ কোটি টাকা। ২০২৩-এর চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) পেয়েছে ২০ কোটি টাকা। দুই লীগের বাণিজ্যিক অবস্থান পরিষ্কার হয়ে পড়ে সম্প্রচার স্বত্ব বিক্রয়ের অর্থের ফারাক চোখে পড়লেই। পাঁচ বছর আইপিএলের (IPL) ডিজিটাল ও টেলিভিশন সম্প্রচারের জন্য জিও সিনেমা ও ডিজনি স্টার’কে দিতে হয়েছে যথাক্রমে ভারতীয় মুদ্রায় ২৩৭৫৮ কোটি ও ২৩৫৭৫ কোটি টাকা। পক্ষান্তরে ২০২২ ও ২০২৩-এ পাকিস্তান সুপার লীগের ব্রডকাস্টিং স্বত্ব থেকে আয়ের পরিমাণ ২৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২০০ কোটি টাকার কাছাকাছি।

IPL-এর ক্ষুদ্র সংস্করণ PSL, বললেন আক্রম-

Wasim Akram | IPL | Image: Getty Images
Wasim Akram | Image : Getty Images

দুই লীগে অংশ নেওয়া ক্রিকেটারদের নামের তালিকার দিকে তাকালে মানের ফারাকটাও নিশ্চয়ই চোখে পড়তে বাধ্য। পাকিস্তান সুপার লীগে (PSL) যেখানে কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়ানো আন্তর্জাতিক তারকার ভীড় চোখে পড়ে, সেখানে বিশ্বের সেরারা ভীড় জমান আইপিএলে (IPL)। এই তফাৎগুলো সম্পর্কে ওয়াকিবহাল ওয়াসিম আক্রম (Wasim Akram)। পাকিস্তানে আইপিএল’কে খাটো করার যে ‘ট্রেন্ড’ গত কয়েক বছরে চোখে পড়েছে, সেই একই পথে হাঁটলেন না ‘সুলতান অফ স্যুইং’। স্পোর্টসকীড়া ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বরং আইপিএল-কে এগিয়ে রাখলেন তিনি। একই সঙ্গে জানালেন নিজের সুচিন্তিত মতামত।

বেশ কয়েক মরসুম কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলিং পরামর্শদাতা ছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। বর্তমানে রয়েছেন পিএসএলের করাচী কিংস (KK) ফ্র্যাঞ্চাইজিতে। সামনে থেকে দুই লীগকে দেখার পর আক্রমের (Wasim Akram) মূল্যায়ন, “আমি দুই জায়গাতেই কাজ করেছি। কোনো তুলনাই চলে না। আইপিএল একটা বিশাল বড় ব্যাপার। পিএসএল পাকিস্তানে নিঃসন্দেহে একটা জনপ্রিয়। এটা যেন পাকিস্তানের নিজস্ব একটা ক্ষুদ্র আইপিএল।” নাইট রাইডার্স ও করাচী কিংসের মধ্যে অবশ্য পছন্দের ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার পথে হাঁটেন নি আক্রম (Wasim Akram)। হেসে জানিয়েছেন, “দুটোই।” একই সাক্ষাৎকারে পাহাড়-সমুদ্র, লাল বল ও সাদা বলের মধ্যেও পছন্দের বিকল্প বেছে নিতে দেখা যায় তাঁকে।

দেখুন ওয়াসিম আক্রমের সাক্ষাৎকার’টি-

Also Read: Top 3: ২০২৩ সালে এই ৩টি দুর্দান্ত রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ক্রিকেটাররা, মুকুট উঠলো বিরাট-শামির মাথাতেই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *