“সবার মুখে ঝামা ঘষে দিলো…” ৪৭ বলে ৯২ রানের ইনিংস খেলে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং বিরাট কোহলি !! 1

আজ আইপিএলের ৫৮তম (IPL 2024) মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুই দলের কাছেই প্লে-অফে পৌঁছানোর যথেষ্ঠ সুযোগ রয়েছে। আজকের মেগা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (RCB)। তৃতীয় ওভারেই দ্বিতীয় বলেই ক্যাপ্টেন ফফ (Faf Du Plessis) ৭ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং পঞ্চম ওভারেই ইনফর্ম উইল জ্যাক্স ৭ বলে ১২ রানের ইনিংস খেলে আজকের ম্যাচে জলদি প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লেতে দুই উইকেট ছিনিয়ে নেন অভিষেক করা বিদ্ব্যাৎ কাভেরাপ্পা।

পাঞ্জাবের বিরুদ্ধে ৯২ রানের ইনিংস খেললেন কোহলি

Virat Kohli, ipl 2024
Virat Kohli | Image: Getty Images

আজকের ম্যাচেও কঠিন পরিস্থিতিতে দলকে বাঁচালেন রজত পতিদার (Rajat Patidar)। প্রথম কয়েকটি ম্যাচে ফ্লপ পারফরমেন্স করার পরেও তার উপর ভরসা জুগিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং আজকে তার ব্যাট থেকে ২৩ বলে ৫৫ রান এসেছে যেখানে তিনি ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। পাশপাশি দলের হয়ে অলরাউন্ডার ক্যামেরন গ্রীন (Cameron Green) ৪৬ রান বানিয়েছেন এবং দীনেশ কার্তিক (Dinesh Karthik) ১৮ রানের ইনিংস খেলে দলকে ২৪১’এর দোরগোড়ায় পৌঁছে দেন।

আজকের ম্যাচে হার্শাল প্যাটেল (Harshal Patel) ৯ উইকেট নিয়েছেন, ২ উইকেট পান বিদ্ব্যাৎ কাভেরাপ্পা। ১টি করে উইকেট নিয়েছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও স্যাম কুরান (Sam Curran)। দলের হয়ে ৪৭ বলে ৭টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারির বিনিময়ে ৯২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli) তার এই বিধ্বংসী ইনিংসের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠলেন কিং কোহলি, পাঞ্জাবের বিরুদ্ধে RCB জুড়ে দিলো ২৪১ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *