তরুণ-বরুণের সংমিশ্রণে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার, ৮ বছর পর ওয়ার্ল্ড কাপ খেলবেন এই অভিজ্ঞ !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে এবারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। আজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করেছে। ২০১৪ সালে টিম ইন্ডিয়াকে হারিয়ে প্রথম বারের মতন T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। তবে গত কয়েকটি বিশ্বকাপ জুড়ে তাদের পারফরম্যান্স ছিল একেবারে সাদামাটা। আসন্ন বিশ্বকাপের জন্য শ্রীলংকা দলকে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) উপর। বিশ্বকাপে নির্বাচিত ১৫ জনের স্কোয়াডের পাশাপশি রাখা হয়েছে চারজন রিজার্ভ প্লেয়ারকেও।

T20 বিশ্বকাপে D গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপে লঙ্কান লায়ন্স’দের পাশাপাশি বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচটি ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে চলেছে, দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে ৮ জুন খেলতে চলেছে, তৃতীয় ম্যাচটি ১২ জুন নেপালের বিরুদ্ধে নামতে চলেছে এবং গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি ১৭ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে চলেছে।

Read More: IPL 2024: মেগা অকশনের আগেই ছাঁটাই কোচ-অধিনায়ক, জোর ডামাডোল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবিরে !!

বিশ্বকাপে ৫ ব্যাটসম্যানের উপর দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা

Kusal Mendis and Sadeera Samarawickrama, T20 world cup 2024
Kusal Mendis and Sadeera Samarawickrama | Image: Getty Images

বিশ্বকাপ (T20 World Cup 2024) দলে ৫ জন প্রকৃত ব্যাটসম্যানের উপর ভরসা দেখিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন চরিথ আশালঙ্কা (Charith Asalanka) যিনি হলেন দলের ভাইস ক্যাপ্টেন। তাছাড়া কুশল মেন্ডিস (Kusal Mendis) যিনি দলের উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন। তাছাড়া পথুম নিশঙ্কা (Pathum Nissanka), কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis), ওসাদিরা সমরাবিক্রমে (Sadeera Samarawickrama) দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব পেয়েছেন।

৮ বছর পর বিশ্বকাপ দলে ফিরলেন মাথিউজ

Angelo Matthew , t20 world cup 2024
Angelo Matthews | Image: Getty Images

দলের অলরাউন্ডারদের ভূমিকায় অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) যিনি ২০১৬ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরলেন। দাসুন শানাকা (Dasun Shanaka), ধনঞ্জয়া ডি’ সিলভাকে (Dhananjaya De Silva) রাখা হয়েছে। এছাড়া দলের স্পিনারদের ভূমিকায় মাহিশ থিকশানা (Mahesh Theekshana), দুনিথ ওয়েলালাগেকে (Dunith Wellalage) দায়িত্ব দেওয়া হয়েছে যারা ক্যাপ্টেন হাসারাঙ্গার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবেন।

আইপিএল কাঁপানো বোলাররা পেয়েছেন দলে সুযোগ

Matheesha Pathirana
Matheesha Pathirana | Image: Getty Images

পাশাপশি, চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আইপিএলে দুরন্ত পারফরমেন্স করা মাথিসা পথিরানাকে (Matheesha Pathirana) দলে নিয়োগ করা হয়েছে। যদিও চলতি আইপিএলে তিনি হ্যামস্ট্রিং চোটের কারণে আপাতত শ্রীলঙ্কায় উড়ে গিয়েছেন। পাশাপশি, কলকাতা নাইট রাইডার্সের (KKR) দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera), মুম্বই ইন্ডিয়ান্সের (MI) নুয়ান তুষারা (Nuwan Thushara) ও দিলশান মদুশঙ্কা (Dilshan Madushanka) সুযোগ দেওয়া হয়েছে।

T20 বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ জনের স্কোয়াড:-

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চরিথ আসালঙ্কা (সহ অধিনায়ক), ধনঞ্জয়া ডি’সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, পাথুম নিশঙ্কা, সাদিরা সমরাবিক্রমে, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, মাথিসা পথিরানা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ওয়েলালাগে, নুয়ান তুষারা, ও দিলশান মদুশঙ্কা।

ট্র্যাভেলিং রিজার্ভ- ভানুকা রাজাপক্ষে, বিজয়াকান্ত বিয়াসকান্ত, অসিথা ফার্নান্ডো ও জনিথ লিয়ানাগে।

Read Also: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *