T20 বিশ্বকাপে নতুন ভূমিকায় এন্ট্রি নিচ্ছেন যুবরাজ সিং, বড় ঘোষণা আইসিসি প্রধানের !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বে টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর বিশ্বকাপের আসর এবার বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও USA’তে। আসন্ন বিশ্বকাপের আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

ক্রিস গেইল ও উসেইন বোল্টের পরে আসন্ন টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিয়োজিত করা হলো যুবরাজ সিংকে (Yuvraj Singh)। T20 বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য প্রচারমূলক কাজেও দেখা যাবে যুবরাজ সিংকে।

যুবরাজ সিংকে করা হলো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

Yuvraj Singh, t20 world cup 2024
Yuvraj Singh | Image: Getty Images

T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর যুবরাজ সিং জানিয়েছেন যে তিনি বেশ খুশি এই বিশেষ সম্মান পেয়ে। ২০০৭ সালে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে হাঁকানো যুবরাজের ৬ বলে ৬টি ছক্কার বিষয়টি স্মরণ করে জানিয়েছেন, “আমার কিছু প্রিয় ক্রিকেটিং স্মৃতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা থেকেই এসেছে, যার মধ্যে এক ওভারে ছয়টি ছক্কা তো রয়েছে। তাই এই সংস্করণের অংশ হতে পারাটা খুবই উত্তেজনাপূর্ণ।

আরও পড়ুন: বিশ্বকাপের ট্রফি তুলতে দুরন্ত চাল উগান্ডার, এই ভারতীয় কোচকে করলো সামিল !!

ওয়েস্ট ইন্ডিজ অনেক ক্রিকেট খেলেছেন যুবরাজ, ওয়েস্ট ইন্ডিজের জনগণদের উদ্যেশ্যে করে তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ একটি দুর্দান্ত জায়গা। আমি অনেক খেলেছি এখানে তাছাড়া আমার অনেক বন্ধুরাও রয়েছেন এখানে। এখানে ভক্তরা এমন পরিবেশ তৈরি করেন যেটি খেলার পক্ষে বেশ উপযুক্ত। এখন খেলা মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রসারিত হচ্ছে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে এই মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি উত্তেজিত।

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বেশ খুশি যুবরাজ

Yuvraj Singh, t20 world cup 2024
Yuvraj Singh | Image: Getty Images

নিউইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। মহা ম্যাচের জন্য উত্তেজিত হয়ে রয়েছেন যুবরাজ সিং। সেই ম্যাচ প্রসঙ্গে যুবরাজ মন্তব্য করে বলেছেন, “নিউ ইয়র্কে হবে ভারত-পাক লড়াই, এটাই বিশ্বের সবথেকে বড় খেলা, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের দেখা যাবে নতুন স্টেডিয়ামে দেখার।

পাশাপশি আইসিসির মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার ক্লেয়ার ফুরলং যুবিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে যুবরাজ সিংকে পাওয়াটা সম্মানের। বিশ্বকাপের অন্যতম সেরা ছয় ছক্কা এসেছিল যুবরাজের ব্যাট থেকেই, ক্রিস গেইল এবং উসাইন বোল্টের সাথে তৃতীয় অ্যাম্বাসেডর হিসেবে যুবরাজ সিংয়ের অন্তর্ভুক্তি প্রত্যেকেই সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন: T20 World Cup 2024: বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন সঞ্জু স্যামসন, BCCI’এর ‘ঘর জামাই’এর জন্য হারাতে হলো জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *